
মাধ্যমিক রুটিন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 12, 2022পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরের পরীক্ষার জন্য গঠিত স্বায়ত্তশাসিত পরীক্ষা, নিয়ম প্রণয়ন ও প্রবিধান, নির্দেশক কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয় এবং শেষ হয় দশম শ্রেণীর শেষে একটি বোর্ড পরীক্ষার মাধ্যমে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সমস্ত পরীক্ষা বোর্ড কর্তৃক প্রণীত নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা পরিচালিত হয়। তাই বোর্ডের নির্দেশিকাগুলির কাঠামো অনুসারে, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি সারা বছর জুড়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষার জন্য বিভিন্ন প্রস্তুতিকালীন (FA) এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন (SA) পরিচালনা করতে চলেছে।
পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম, নির্দেশিকা এবং মূল্যায়ন পদ্ধতির অধীনে প্রতিটি শিক্ষার্থীর জন্য বিদ্যালয় স্তরে পরিচালিত একটি পরীক্ষা।
পরীক্ষার জন্য পুস্তিকা উপলব্ধ নয়। কিন্তু পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – এ পাওয়া যাবে।
ষষ্ঠ শ্রেণীর WBBSE অনুমোদিত বিদ্যালয়ের পরীক্ষার জন্য, প্রতিটি শিক্ষার্থীকে নিম্নলিখিত বিষয়গুলি পড়তে হবে:
ক্রমিক সংখ্যা | বিষয় |
---|---|
1 |
প্রথম ভাষা – (সাধারণত, বেশিরভাগ শিক্ষার্থী বাংলাকে প্রথম ভাষার বিষয় হিসাবে পছন্দ করে, যদিও অন্যান্য অনেক বিষয় উপলব্ধ) |
2 |
দ্বিতীয় ভাষা – (সাধারণত, বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিকে দ্বিতীয় ভাষার বিষয় হিসাবে পছন্দ করে, যদিও অন্যান্য অনেক বিষয় উপলব্ধ) |
3 | গণিত |
4 | পরিবেশ ও বিজ্ঞান |
5 | ভূগোল ও পরিবেশ |
6 | ইতিহাস ও পরিবেশ |
7 | স্বাস্থ্য ও শারীর শিক্ষা |
প্রতিটি বিষয়ের জন্য, বছরে তিনবার পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হয়, যা, নম্বর বিভাজন সহ নিম্নলিখিত সময়সূচীতে দেখানো হয়েছে:
বিষয় | মূল্যায়নের প্রকারভেদ | নম্বর | সময়সূচী |
---|---|---|---|
প্রথম ভাষা – বাংলা | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
দ্বিতীয় ভাষা – ইংরেজি | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
গণিত | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
পরিবেশ ও বিজ্ঞান | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
ভূগোল ও পরিবেশ | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
ইতিহাস ও পরিবেশ | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
স্বাস্থ্য ও শারীর শিক্ষা | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর |
পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে পড়ে সংশ্লিষ্ট বিষয়ের ওপর একটি লিখিত পরীক্ষা। বিভিন্ন পর্যায়ক্রমিক মূল্যায়নে বিভিন্ন বিষয়ের নম্বর বিভাজনের জন্য নীচের তালিকাটি দেখোঃ
বিষয়ের নাম | প্রথম পর্যায়ক্রমিক | দ্বিতীয় পর্যায়ক্রমিক | তৃতীয় পর্যায়ক্রমিক | মোট |
---|---|---|---|---|
প্রথম ভাষা – বাংলা | 15 | 25 | 70 | 110 |
দ্বিতীয় ভাষা – ইংরেজি | 15 | 25 | 70 | 110 |
গণিত | 15 | 25 | 70 | 110 |
পরিবেশ ও বিজ্ঞান | 15 | 25 | 70 | 110 |
ভূগোল ও পরিবেশ | 15 | 25 | 70 | 110 |
পরিবেশ ও ইতিহাস | 15 | 25 | 70 | 110 |
শারীর এবং শিল্প শিক্ষা | 15 | 25 | 70 | 110 |
গ্রেড | নম্বর শতাংশ |
---|---|
A+ | 90% – 100% |
A | 80% – 89% |
B+ | 70% – 79% |
B | 60% – 69% |
C+ | 45% – 59% |
C | 25% – 44% |
D | 25% এর নীচে |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন নিম্নলিখিত পরিমাপে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে গঠিতঃ
সূচকের নাম | প্রথম প্রস্তুতিকালীন | দ্বিতীয় প্রস্তুতিকালীন | তৃতীয় প্রস্তুতিকালীন | মোট |
---|---|---|---|---|
অংশগ্রহণ | 20 | 20 | 20 | 60 |
প্রশ্ন এবং পরীক্ষানিরীক্ষা | 20 | 20 | 20 | 60 |
ব্যাখ্যা এবং প্রয়োগ | 20 | 20 | 20 | 60 |
সহানুভূতি ও সহযোগিতা | 20 | 20 | 20 | 60 |
সৃজনশীল এবং নান্দনিক অভিব্যক্তি | 20 | 20 | 20 | 60 |
Total | 100 | 100 | 100 |
গ্রেড | নম্বর |
---|---|
A | 75 – 100% |
B | 50 – 74% |
C | 25 – 49% |
D | 25% এর নীচে |
মনে রাখবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে দশম শ্রেণী শেষ করার পর বোর্ড পরীক্ষা না হওয়া পর্যন্ত ষষ্ঠ, সপ্তম ও অষ্টম -এই সবকটি শ্রেণীতে কোন পাশ/ফেল পদ্ধতি নেই।সারা বছর ধরে পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে পার হওয়ার পর সাধারণত সমস্ত শিক্ষার্থী পরবর্তী উচ্চতর শ্রেণীতে উন্নীত হয়।
যদি কোন শিক্ষার্থী পর্যায়ক্রমিক মূল্যায়নে অথবা প্রস্তুতিকালীন মূল্যায়নে অথবা উভয়ক্ষেত্রেই কিছু বিষয়ে 25% এর নীচে স্কোর করে, তবে সেই শিক্ষার্থীকে সবক্ষেত্রে উন্নতি করার জন্য একমাস সময় দেওয়া হয় (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন উভয়) এবং পুনরায় মূল্যায়ন করা হয়। এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি হয় ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সেই শিক্ষার্থী 25% এর বেশী স্কোর করে এবং পরবর্তী উচ্চতর শ্রেণীতে উন্নীত হয়।
তাই, মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অধ্যয়নরত সমস্ত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণী সপ্তম শ্রেণীতে উন্নীত হতে আপগ্রেডিং পদ্ধতিটি প্রযোজ্য।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর সব বিষয়ের জন্য পাঠ্যক্রম বাংলা ভাষায় উপলব্ধ। এখানে ক্লিক করো
Textbook : ‘‘Blossoms’
Skill | Details |
---|---|
Competency: developing listening and speaking skills | – Listening to poems for pleasure and appreciation; listening to stories for comprehension, interpreting various information and developing essential values of life; following instructions for performing activities – Reciting poems for joyful experience, developing pronunciation, stress, accent and intonation; participating in role-play; constructing a story with the help of word/picture cues and telling the story to the class; participating in a conversation discussing with peers about an imaginary situation; narrating a personal experience/event; describing a person/object/experience the learner likes most as mentioned in the story/poem |
Competency: developing reading skill | – Reading poems of world literature composed by Christina Rossetti, Katherine Pyle, Joseph Campbell, Kate Louise Brown, etc. for comprehension, appreciation and linguistic purposes – Reading stories of fantasy and imagination of various eminent writers of world literature like Charles Dickens, H.G. Wells, Enid Blyton, Washington Irving etc. for pleasure reading, comprehension and appreciation; reading comic strips (c.g. The Land of The Pharaohs) for enjoyment, comprehension and knowledge construction |
Competency: developing writing skill | Writing a paragraph describing personal experience, encoding and decoding information (reinforcement); writing a dialogue; writing a Story |
Competency: developing functional skills (grammar and vocabulary) | – Identifying and using abstract nouns, collective nouns, auxiliary verbs, an appropriate verb in agreement with the subject, functional adverbs, prepositions, linkers (reinforcement) and punctuations (reinforcement) in meaningful sentences; differentiating between countable and uncountable nouns, various types or functions of sentences, common and proper nouns(reinforcement), personal pronouns and possessive pronouns(reinforcement) – Solving a crossword puzzle with the help of word cues; identifying, matching, substituting and making sentences with synonyms and antonyms, adding prefixes/suffixes for constructing opposite words |
Competency : developing critical thinking and creative skills | – Observing and identifying different actions and comparing, contrasting and analysing their features, exploring the theme of the story stated by interpreting a given picture – Making a model of the Earth, pyramid and exploring their features; making puppets and performing a puppet-show; drawing a picture of a particular incident/ character mentioned in the text and discussing with peers analysing their features; making a scrap-book with pictures of important personalities and pointing out their contributions |
Chapter No | Details |
---|---|
First Summative Evaluation: 15 marks (April) | |
1 | Revision Lesson ( approx. 16 periods) |
2 | Lesson 1: It all began with Drip-Drip ( approx.20 periods) |
3 | Lesson 2: The Adventurous Clown ( approx.18 periods) |
4 | Lesson 3: The Rainbow ( approx.10 periods) |
Second Summative Evaluation: 25 Marks (August) | |
5 | Lesson 4: The Shop that never Was ( approx.20 periods) |
6 | Lesson 5: Land of the Pharaohs ( approx.16 periods) |
7 | Lesson 6: How the little kite learned to Fly ( approx.10 periods) |
8 | Lesson 7: The Magic Fish Bone ( approx.18 periods) |
9 | Lesson 8: Goodbye to the Moon (approx. 20 periods) |
Third Summative Evaluation: 70 marks (December) | |
10 | Lesson 9: I will go with my Father a-ploughing (approx. 10 periods) |
11 | Lesson 10: Smart ice-Cream ( approx. 10 periods) |
12 | Lesson 11: The Blind Boy ( approx. 10 periods) |
13 | Lesson 12: Rip Van Winkle ( approx. 10 periods) |
Lessons 1 – 8 are to be included in the Third Summative Evaluation |
অধ্যায় সংখ্যা | বিস্তারিত | |
---|---|---|
1 | আমাদের সংখ্যা সম্পর্কে জানা | (i) ভূমিকা (ii) সংখ্যার তুলনা (iii) অনুশীলনে বৃহৎ সংখ্যা (iv) বন্ধনী ব্যবহার করা |
2 | অখণ্ড সংখ্যা | (i) ভূমিকা (ii) অখণ্ড সংখ্যা (iii) সংখ্যা রেখা (iv) অখণ্ড সংখ্যার বৈশিষ্ট্য (v) অখণ্ড সংখ্যার ধরণ |
3 | সংখ্যা নিয়ে খেলা | (i)ভূমিকা (ii)গুণনীয়ক এবং গুণিতক (iii) মৌলিক এবং যৌগিক সংখ্যা (iv) সংখ্যার বিভাজ্যতার পরীক্ষা (v) সাধারণ গুণনীয়ক এবং সাধারণ গুণিতক (vi) আরও কিছু বিভাজ্যতা নিয়ম (vii) মৌলিক উৎপাদকে বিশ্লেষণ (viii) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (ix) লঘিষ্ঠ সাধারণ গুণিতক (x)গসাগু এবং লসাগু- এর কিছু সমস্যা |
4 | মৌলিক জ্যামিতিক ধারণা | (i) ভূমিকা (ii) বিন্দু (iii) একটি রেখাংশ (iv) একটি রেখা (v) ছেদক রেখা (vi) সমান্তরাল রেখা (vii) রশ্মি (viii) বক্ররেখা (ix) বহুভুজ (x) কোণ (xi) ত্রিভুজ (xii) চতুর্ভুজ (xiii) বৃত্ত |
5 | প্রাথমিক আকার সম্পর্কে বোঝা | (i) ভূমিকা (ii) রেখাংশ পরিমাপ করা (iii) কোণসমূহ- ‘সম’ এবং ‘সরল’ (iv) কোণসমূহ- ‘সূক্ষ্ম’, ‘স্থূল’ এবং ‘প্রবৃদ্ধ’ (v) কোণ পরিমাপ করা (vi) লম্ব রেখা (vii) ত্রিভুজের শ্রেণীবিন্যাস (viii) চতুর্ভুজ (ix) বহুভুজ (x) ত্রিমাত্রিক আকার |
6 | পূর্ণ সংখ্যা | (i) ভূমিকা (ii) পূর্ণ সংখ্যা (iii) পূর্ণ সংখ্যার যোগ (iv) একটি সংখ্যা রেখার সাহায্যে অখণ্ড সংখ্যার বিয়োগ |
7 | ভগ্নাংশ | (i) ভূমিকা (ii) একটি ভগ্নাংশ (iii) সংখ্যা রেখায় ভগ্নাংশ (iv) প্রকৃত ভগ্নাংশ (v) অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ (vi)সমতুল ভগ্নাংশ (vii) একটি ভগ্নাংশের সরলতম রূপ (viii)সদৃশ ভগ্নাংশ (ix)ভগ্নাংশের তুলনা (x) ভগ্নাংশের যোগ এবং বিয়োগ |
8 | দশমিক | (i) ভূমিকা (ii) দশমাংশ (iii) শতাংশ (iv) দশমিকের তুলনা (v) দশমিকের ব্যবহার (vi) দশমিকের সাথে সংখ্যার যোগ (vii) দশমিকের বিয়োগ |
9 | তথ্য সাজানো ও বিচার | (i) ভূমিকা (ii) তথ্যের লিপিবদ্ধকরণ (iii) তথ্য সংস্থা (iv)পিকটোগ্রাফ (v) একটি পিকটোগ্রাফের ব্যাখ্যা (vi) একটি পিকটোগ্রাফ অঙ্কন (vii) একটি স্তম্ভলেখ |
10 | পরিমিতি | (i) ভূমিকা (ii) পরিসীমা (iii) ক্ষেত্রফল |
11 | বীজগণিত | (i) ভূমিকা (ii)ম্যাচস্টিক প্যাটার্ন (iii) একটি চলের ধারণা (iv) আরও ম্যাচস্টিক প্যাটার্ন (v) চলের আরও উদাহরণ |
12 | অনুপাত এবং সমানুপাত | (i) ভূমিকা (ii) অনুপাত (iii) সমানুপাত (iv) ঐকিক নিয়ম |
13 | প্রতিসাম্য | (i) ভূমিকা (ii) প্রতিসম পরিসংখ্যান তৈরি করাঃ ইঙ্কব্লট ডেভিলস (iii) দুটি প্রতিসাম্য রেখার পরিসংখ্যান (iv) একাধিক প্রতিসাম্য রেখার পরিসংখ্যান (v) প্রতিফলন এবং প্রতিসাম্য |
14 | ব্যবহারিক জ্যামিতি | (i) ভূমিকা (ii) বৃত্ত (iii) একটি রেখাংশ (iv) লম্ব (v) কোণসমূহ |
অধ্যায় সংখ্যা | অধ্যায় | বিস্তারিত |
---|---|---|
1 | পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা | মানুষ এবং অন্যান্য প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভরশীল, প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরতা, একটি জীবের সাথে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি, পশুর ওপর মানুষের নির্ভরতা,যে জীবাণুর ওপর আমরা নির্ভরশীল |
2 | আমাদের চারপাশের ঘটনাসমূহ | এক্মুখী,উভমুখী ঘটনা, পর্যাবৃত্ত, অ-পর্যাবৃত্ত ঘটনা, অভিপ্রেত, অনভিপ্রেত ঘটনা, প্রাকৃতিক, মনুষ্য-সৃষ্ট ঘটনা, মন্থর এবং দ্রুত ঘটনা, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য, পরিবর্তন এবং শক্তি, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের আরও ঘটনা |
3 | মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ | ধাতু এবং অ-ধাতু, বিশুদ্ধ পদার্থ এবং মিশ্র, মৌলিক এবং যৌগিক,চিহ্ন, সংকেত এবং যোজ্যতা, বিভিন্ন ধরণের মিশ্রণ, মিশ্রণের উপাদান পৃথককরণের পদ্ধতি |
4 | শিলা এবং খনিজ পদার্থ | নানান ধরণের শিলা, খনিজ পদার্থ এবং আকরিক, সংকর ধাতু, জীবাশ্ম, জীবাশ্ম জ্বালানি |
5 | পরিমাপ | দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ও পরিমাপের একক সমূহ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর এবং সময়, উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধির পরিমাপ |
6 | বল এবং শক্তির প্রাথমিক ধারণা | স্থিতি,গতি ও শক্তির ধারণা,, বলের ধারণা এবং এর একক, স্পর্শহীন বল, শক্তির ধারণা, প্রকারভেদ, রূপান্তর, উৎস, শক্তি প্রবাহের ধারণা এবং প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল |
7 | প্রবাহীর স্থিতি ও গতি (তরল ও গ্যাসীয়) | চাপের ধারণা, চাপের প্রভাব, বার্নৌলির নীতির ধারণা |
8 | মানুষের শরীর | হৃৎপিণ্ড, রক্ত, ফুসফুস, অস্থি, অস্থি-সন্ধি এবং পেশী, মানব শরীরের বৃদ্ধি এবং বিকাশ |
9 | সাধারণ যন্ত্রসমূহ | যন্ত্রের ধারণা, লিভার, নততলের ধারণা, স্ক্রু, পুলি, চক্র ও অক্ষদন্ড, যন্ত্রের পরীক্ষা |
10 | জীববৈচিত্র্য এবং তার শ্রেণীবিন্যাস | প্রজাতি সম্পর্কে ধারণা, জীব রাজ্যের শ্রেণীবিভাগ |
11 | কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর বাসস্থান এবং আচার আচরণ | আচরণগত বিজ্ঞান এবং আচরণগত বিজ্ঞানী, কিছু বিশেষ প্রাণীর আচার ও আচরণ |
12 | বর্জ্য উৎপাদনকারী | বর্জ্য পদার্থ : উৎস এবং প্রকৃতি, বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ, বর্জ্যের পুনর্ব্যবহার |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন নিম্নলিখিত সময়সূচী অনুসারে পর্যায়ক্রমিক এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের মাধ্যমে তিনটি পর্যায়ে পরিচালিত হয়ঃ
মূল্যায়ন | সময়সূচী |
---|---|
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | এপ্রিল |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | আগস্ট |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | আগস্ট |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | নভেম্বর/ডিসেম্বর |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | নভেম্বর/ডিসেম্বর |
উপরে “পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার সম্পর্কে” নামক গ্রুপের অধীনে থাকা “পরীক্ষার সারসংক্ষেপ” নামক সাব গ্রুপে আরও বিশদে দেওয়া হয়েছে।
মূল্যায়নের ধরণ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পর্যায়ক্রমিক সময়ের পাঠ্যক্রমটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে বাধ্য করে।
এখানে কিছু পরামর্শ দেওয়া আছেঃ
a) সংশ্লিষ্ট পর্যায়ক্রমিক সময়ের জন্য পাঠ্যক্রম চিহ্নিত করো।
b) পুরো পাঠ্যক্রমটি একাধিকবার পড়ো এবং বিষয়বস্তুটি আত্মস্থ করো।
c) যদি কোন কিছু তুমি বুঝতে না পারো, তোমার শিক্ষকের কাছ থেকে তা স্পষ্ট করে জেনে নাও।
d) যেখানে প্রয়োজন সেখানে নোট তৈরি করো।
e) গণিতের ক্ষেত্রে, যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছ যে তোমার পাঠ্যপুস্তকে দেওয়া এবং একই শ্রেণীর অন্যান্য সকল বইয়ের সব সমস্যার সমাধান তুমি করতে পারছ ততক্ষণ প্রতিটি সমস্যার অনুশীলন একাধিকবার করো।
f) প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে এবং বইয়ের শেষে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তর প্রস্তুত করো।
g) পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যবই ছাড়াও অন্য একটি বই সম্পূর্ণ বা আংশিকভাবে পড়ো, প্রস্তুত করো এবং সমাধান করো।
h) অধিক অনুশীলনের জন্য Embibe- এ ষষ্ঠ শ্রেণীর মক টেস্ট দাও।
পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর জন্য মূল্যায়নের মানদন্ডের বিশদ বিবরণ উপরের “পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা সম্পর্কে” -এর “পরীক্ষার সারসংক্ষেপ” উপগোষ্ঠীতে দেওয়া হয়েছে।
ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর কাছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মূল্যায়ন পদ্ধতিটি জটিল মনে হতে পারে। যদি একজন শিক্ষার্থী এটি ভালভাবে বুঝতে না পারে, তবে বছরের শুরুতেই তার নিম্নলিখিত বিষয়ে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষকের সাথে পরামর্শ করা উচিতঃ
a)পর্যায়ক্রমিক মূল্যায়ন কী?
b) প্রস্তুতিকালীন মূল্যায়ন কি?
c)বিভিন্ন পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের সময়।
d) মার্কিং স্কিম কি?
e)পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য গ্রেডিং পদ্ধতিটি কি।
f)পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের মধ্যে পার্থক্য কি?
শিক্ষার্থীদের অবশ্যই একটি সময়সূচী তৈরি করতে হবে এবং কেবলমাত্র সেই বই বা নিবন্ধগুলিকে তাঁদের সামনে রাখতে হবে যা সময়সূচীর মধ্যে উল্লেখ করা হয়েছে। একটি সঠিক এবং পদ্ধতিগত অধ্যয়ন সেট-আপ বজায় রাখা তাদের সকল বা যেকোনো বিষয়কে সমান গুরুত্ব প্রদান করতে সহায়তা করতে পারে। পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর বিদ্যালয় স্তরের পরীক্ষার যোগাযোগের জন্য বিষয়ের গুরুত্ব অনুসারে অধ্যয়নের সেট-আপ অবশ্যই তৈরি করা উচিত।
তোমার প্রস্তুতি শুরু করার পূর্বে, পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর বিদ্যালয় স্তরের পরীক্ষার প্রোগ্রামের মধ্যে উল্লিখিত প্রতিটি বিষয়ের সমস্ত টপিক সম্বন্ধে অনুসন্ধান করার জন্য প্রস্তাব করা হয়। শিক্ষার্থীদের কার্যক্রমটি জানার ফলস্বরূপ তারা নিজেদেরকে সংগঠিত করতে পারে এবং তাদের এটির সাথে লেগে থাকা উচিত। সুতরাং, WBBSE এর পাঠ্যবই থেকে তোমার কর্মসূচী ম্যাপ করো এবং এর প্রতিটি লাইন প্রস্তুত করো।
পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর বিদ্যালয় স্তরের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময়, বেশীরভাগ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান এবং গণিতের মতো বিষয়ে বেশী গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যায় এবং ভাষার মতো বিষয়গুলিকে উপেক্ষা করে। কিন্তু অপরদিকে এই পরামর্শ দেওয়া হয় যে তারা যেন ভাষার ওপরও সমানভাবে গুরুত্ব দেয় কারণ এটি তাদের সামগ্রিক শতাংশের হারকে বৃদ্ধি করতে সাহায্য করে।
বিষয় অনুযায়ী একটি সঠিক পুনরালোচনা প্রস্তুত করা শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে দ্রুত সংশোধন করতে সহায়তা করতে পারে। একবার একটি অধ্যায় শেষ করার পর, শিক্ষার্থীদের অন্য অধ্যায়ে যাওয়ার আগে পাঠ করা অধ্যায়টি পুনরালোচনা করা উচিত। গুরুত্বপূর্ণ বিষয়ের নোট তৈরি করা বা পুনরালোচনার জন্য সূত্র তৈরি করা বুদ্ধিদীপ্ত কাজ। পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর বিদ্যালয় স্তরের পাঠ্যবই অনুশীলন, শিক্ষার্থীদের কোন গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে না গিয়ে পুরো কর্মসূচীটি সংশোধন করতে সহায়তা করে।
শিক্ষার্থীদের পরীক্ষায় যে ধরণের প্রশ্ন করা হয় তার সাথে নিজেদের পরিচিত করার জন্য নমুনা পত্র বা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করা উচিৎ। আমরা শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক সমস্যাগুলিকে প্রকৃত পরীক্ষার স্তরে ম্যাপ করে, অধ্যয়ন সামগ্রীর পাশাপাশি চিহ্নিত নম্বর সহ গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদির সুবিধা প্রদান করি। পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর বিদ্যালয় স্তরের পরীক্ষার নমুনা পত্রে আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গ বোর্ডের শ্রেণী 6 এর বিদ্যালয় স্তরের পরীক্ষায় ভালো নম্বর পেতে, প্রতিটি বিষয়ের মৌলিক ধারণাগুলির একটি বিস্তৃত বোধগম্যতা এবং WBBSE বিভাগের ছয়টি বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়া অপরিহার্য। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতির জন্য WBBSE পাঠ্যবই দিয়ে তাদের প্রস্তুতি শুরু করা উচিৎ কারণ সেগুলিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অধ্যয়নের উপকরণের সহজ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়
এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশনায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা পরিচালিত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বিদ্যালয় স্তরের পরীক্ষা। এটি কোনো শিক্ষার্থীদের জন্য কোনো মৌখিক পরীক্ষার সাথে জড়িত না।
পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীরপরীক্ষা একটি বিদ্যালয় স্তরের পরীক্ষা। কৃতীদের তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের কাছেই রয়েছে।
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ছোট ছেলে এবং মেয়ে। এই বয়সে, তারা পৃথিবীর সমস্ত জিনিস সম্পর্কে জানতে উৎসুক হয়। তারা অস্থির। তাদের মানসিক এবং শারীরিক উভয় বৃদ্ধিই প্রয়োজন। উচ্চতর শ্রেণীর জন্য তাদের বুনিয়াদ তৈরির জন্য অধ্যয়ন জরুরী। সমস্ত দিক থেকে সঠিক বৃদ্ধির জন্য, তাদের পড়াশুনা, খেলাধুলা এবং অন্যান্য সকল ক্রিয়াকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। একজন শিক্ষার্থীর জন্য সমস্তকিছু যা তারা করছে তার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন।প্রত্যেক শিক্ষার্থীকে এই বিষয়ে পরামর্শ দিতে হবে। বিদ্যালয়ে তাদের শিক্ষকদের দ্বারা, বাড়িতে এবং আশেপাশে পিতা-মাতা এবং নিকট আত্মীয়দের দ্বারা তাদের পরামর্শ দেওয়া উচিত।
পিতামাতাকেও এটি বুঝতে হবে।আগামী দিনে প্রত্যেক শিক্ষার্থীর সামনে আগত কঠিন প্রতিযোগিতার কারণে,তাদের বাবা-মায়েরাও কখনও কখনও অপ্রয়োজনীয়ভাবে পড়াশুনায় বেশী জোর দেন এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে তাদের সন্তানদের বিকাশকে অবহেলা করেন। অনেক সময় এটি তাদের সন্তানদের জন্য বেশী ক্ষতিকর এবং কম সুবিধা সম্পন্ন। তাই, শিক্ষার্থীদের পাশাপাশি, পিতামাতাকেও এই ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে এবং তাদের সন্তানদের ভারসাম্যপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
পিতামাতার জন্য পরামর্শ দান বেশীরভাগই ইতিবাচক আচরণকে উৎসাহিত করা, অবাঞ্ছিত আচরণ নিয়ন্ত্রণ করা এবং তাদের সন্তানদের মানসিক চাহিদা বোঝার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। পিতামাতাকে পরামর্শদান উপযুক্ত নির্দেশনা, সংস্থান এবং দক্ষতা প্রদানের মাধ্যমে তাদের সন্তানদের প্রভাবিত করে এমন বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করে। অদূর ভবিষ্যতে তাদের সন্তানদের জন্য সম্ভাব্য কর্মসংস্থান পছন্দ সম্পর্কে তাদের আরও সচেতন হওয়া উচিত।
Q1. পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা কি বোর্ড স্তরের পরীক্ষা না বিদ্যালয় স্তরের পরীক্ষা?
A. এটি একটি বিদ্যালয় স্তরের পরীক্ষা যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয় দ্বারা পরিচালিত হয়।
Q2. এখানে WBBSE এর অধীনে ষষ্ঠ শ্রেণীতে কতগুলি বিষয় আছে?
A. ষষ্ঠ শ্রেণীতে 7টি বিষয় আছে। সেগুলি হলঃ
a) প্রথম ভাষা – (সাধারণত) বাংলা
b) দ্বিতীয় ভাষা – (সাধারণত) ইংরেজি
c) গণিত
d) পরিবেশ ও বিজ্ঞান
e) পরিবেশ ও ভূগোল
f) পরিবেশ ও ইতিহাস
g) স্বাস্থ্য এবং শারীর শিক্ষা
Q3.পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নেওয়ার জন্য কোন তৃতীয় ভাষা আছে কি?
A. না পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায়শিক্ষার্থীদের নেওয়ার জন্য কোনও তৃতীয় ভাষা নেই।
Q4. পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষারজন্য কোনও পাশ / ফেল ব্যবস্থা আছে কি?
A. ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষার জন্য কোনও পাশ / ফেলের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের মূল্যায়নের তিনটি ধাপের মাধ্যমে মূল্যায়ন করা হয় (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের সমন্বয়)। সাধারণত সকল শিক্ষার্থী পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়।
শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে যখন একজন শিক্ষার্থী পর্যায়ক্রমিক মূল্যায়নে বা প্রস্তুতিকালীন মূল্যায়নে বা উভয় ক্ষেত্রেই 25% -এর কম নম্বর পেয়ে থাকে,তখন সেই শিক্ষার্থীকে এক মাসের সময় দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে উন্নতি করার জন্য (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন উভয়ই) এবং আবার মূল্যায়ন করা হয়। এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না শিক্ষার্থীটি 25% -এর বেশি নম্বর পাওয়ার জন্য যথেষ্ট উন্নতি না করে এবং পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়।
তাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অধ্যয়নরত সকল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত করার ব্যবস্থা প্রযোজ্য।
a) নিজের জন্য অধ্যয়নের একটা সময়সূচী তৈরি করো এবংসময়সূচী অনুসরণ করো।
b) কোনও পাঠ্যক্রমের অধীনে কোন পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তা দেখো
c) অধ্যয়ন করো এবং সমস্ত অধ্যায় আগে থেকে প্রস্তুত করো এবং পুনরালোচনা এবং অনুশীলনের জন্য কিছু সময় দাও।
d) সব বিষয় গুরুত্বপূর্ণ। সুতরাং, সব বিষয়কে সমান গুরুত্ব দাও। তোমার প্রস্তুতির স্তরের ওপর নির্ভর করে বিভিন্ন বিষয়ের জন্য সমান সময় বরাদ্দ করো।
e) তোমার শ্রেণী শিক্ষকের সাথে পরীক্ষার আগে আলোচনা করো এবং প্রশ্নের ধরণ সম্পর্কে জেনে নাও ( একাধিক উত্তরভিত্তিক প্রশ্নের সংখ্যা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ইত্যাদি যা পরীক্ষায় আসতে পারে)
f) প্রতিটি ধরণের প্রশ্নের জন্য নম্বর দেওয়ার পদ্ধতিটিও জেনে নাও।
g) গণিতের সমস্যাগুলির অনুশীলনের জন্য অন্য বিষয়ের তুলনায় একটু বেশী সময় এবং মনোযোগ প্রয়োজন কারণ গণিত বিষয়টির ওপর দখল আনতে একটু বেশী পুনরাবৃত্তিমূলক অনুশীলন প্রয়োজন।
h) গণিত এবং অন্যান্য বিষয় সম্পর্কিত সমস্ত সূত্র তালিকাভুক্ত করো, এবং সঠিকভাবে মুখস্থ করার জন্য নিয়মিত বিরতিতে সেগুলি পড়ে নাও।
i) উত্তরপত্রের উপস্থাপনা বা লেখা গুরুত্বপূর্ণ। পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে লেখ।
j) নিজেকে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সচেতন রাখতে পড়াশুনার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাও, ঘুমাও, ব্যায়াম/খেলাধুলা করো।
a) পড়াশুনায় নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। নিয়মিততা ভঙ্গ করবে না।
b) পরীক্ষার কারণে কোন ধরণের চাপ নেবে না। শান্ত এবং স্থির থাকার চেষ্টা করো।
c) সঠিকভাবে পরিকল্পনা করো। পরীক্ষা চলাকালীন খুব বেশী বিরতি ইত্যাদি নেবে না।
d) পরীক্ষার কক্ষ/ঘরে প্রবেশ করতে দেরি করবে না। সময়ের পূর্বে প্রবেশ করো এবং আগে থেকেই নিজেকে স্বচ্ছন্দ করো।
e) পরীক্ষায় কোনো অন্যায় পন্থা অবলম্বন করবে না।
f) তোমার উত্তর লেখা শেষ হয়ে গেলেও পরীক্ষার কক্ষ/ঘর থেকে কখনোই তাড়াতাড়ি বের হবে না।যদি কিছু সময় বাকি থাকে, তোমার উত্তর পুনরায় পরীক্ষা করো এবং ভুল খুঁজে বের করো।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে 3000 এর বেশী বিদ্যালয় রয়েছে। তাদের মধ্যে কয়েকটি বিদ্যালয়কে নীচে তালিকাভুক্ত করা হল।
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়ের নাম | বেসরকারি/সরকারি | স্থান |
---|---|---|---|
1
|
Asansol Arunoday High School | সরকারি | আসানসোল |
2
|
Domohani Kelejora High School | সরকারি | আসানসোল |
3
|
Loreto Convent, Asansol | বেসরকারি | আসানসোল |
4 | St. Patrick’s Higher Secondary School | বেসরকারি | আসানসোল |
5
|
St. Vincent’s High and Technical School | বেসরকারি | আসানসোল |
6
|
Dr. Graham’s Homes, Kalimpong | বেসরকারি | দার্জিলিং |
7
|
Gandhi Ashram School | বেসরকারি | দার্জিলিং |
8
|
Goethals Memorial School, Kurseong | বেসরকারি | দার্জিলিং |
9
|
Loreto Convent | বেসরকারি | দার্জিলিং |
10 |
Mount Carmel School, Darjeeling | বেসরকারি | দার্জিলিং |
11
|
Mount Hermon School | বেসরকারি | দার্জিলিং |
12 |
Rockvale Academy | বেসরকারি | দার্জিলিং |
13
|
St. Augustine’s School | বেসরকারি | দার্জিলিং |
14
|
St. George’s Higher Secondary School | বেসরকারি | দার্জিলিং |
15 |
St. Joseph’s School, Darjeeling | বেসরকারি | দার্জিলিং |
16
|
St. Paul’s School, Darjeeling | বেসরকারি | দার্জিলিং |
17
|
St. Roberts School, Darjeeling | বেসরকারি | দার্জিলিং |
18
|
Aditya Academy (Senior Secondary) | বেসরকারি | বারাসাত |
19
|
Amrai High School | সরকারি | দুর্গাপুর |
20
|
Andal Mahabir High School | সরকারি | অন্ডাল |
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়ের নাম | বেসরকারি/সরকারি | স্থান |
---|---|---|---|
21
|
Andhra Association School | সরকারি | দক্ষিণ কলকাতা |
22
|
Apeejay School Kolkata | বেসরকারি | কলকাতা |
23
|
Arambagh Girls High School | সরকারি | আরামবাগ |
24
|
Auxilium Convent School | বেসরকারি | কলকাতা |
25
|
B. T. Road Government Sponsored H. S. School | সরকারি | কলকাতা |
26
|
Bahadurpur High School | সরকারি | মুর্শিদাবাদ |
27
|
Ballygunge Government High School | সরকারি | কলকাতা |
28
|
Balutungi High School | সরকারি | উত্তর দিনাজপুর |
29
|
Bamanhat High School | সরকারি | ব্যান্ডেল |
30
|
Bandel Vidyamandir High School | সরকারি | বাঁকুড়া |
31
|
Bankura Zilla School | সরকারি | হুগলী |
32
|
Bansberia Ganges High School | সরকারি | কলকাতা |
33
|
Baranagore Ramakrishna Mission Ashrama High School | সরকারি | কলকাতা |
34
|
Barasat Mahatma Gandhi Memorial High School | সরকারি | বারাসাত |
35
|
Barasat Peary Charan Sarkar Government High School |
সরকারি | বারাসাত |
36
|
Barrackpore Government High School | সরকারি | ব্যারাকপুর |
37 |
Baruipur High School | সরকারি | বারুইপুর |
38
|
Bhogpur K. M. High School | সরকারি | ভোগপুর |
39
|
Bidhannagar Municipal School | সরকারি | বিধাননগর |
40
|
La Martiniere Calcutta | বেসরকারি | কলকাতা |
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়ের নাম | বেসরকারি/সরকারি | স্থান |
---|---|---|---|
41
|
Birla High School | সরকারি | কলকাতা |
42
|
Loreto Schools, Kolkata | বেসরকারি | কলকাতা |
43
|
Bongaon High School | সরকারি | বনগাঁ |
44
|
Burdwan C.M.S High School | সরকারি | বর্ধমান |
45
|
Burdwan Municipal Girls’ High School | সরকারি | বর্ধমান |
46
|
Burdwan Municipal High School | সরকারি | বর্ধমান |
47
|
Calcutta Boys’ School | বেসরকারি | কলকাতা |
48
|
Domohani Kelejora High School | সরকারি | দোমোহানী বাজার |
49
|
Don Bosco School, Bandel | বেসরকারি | ব্যান্ডেল |
50
|
Don Bosco School, Park Circus | বেসরকারি | পার্ক সার্কাস |
51
|
Dreamland School, Makhla | বেসরকারি | উত্তরপাড়া |
52
|
The Frank Anthony Public School, Kolkata | বেসরকারি | কলকাতা |
53
|
Gangarampur Girls’ High School | বেসরকারি | গঙ্গারামপুর |
54
|
Kalyani University Experimental High School | সরকারি | নদীয়া |
55
|
Krishnagar Collegiate School | সরকারি | নদীয়া |
56
|
Krishnanagar Academy | বেসরকারি | নদীয়া |
57
|
Krishnagar Debnath High School | সরকারি | নদীয়া |
58
|
Siddheswaritala Institution | সরকারি | নদীয়া |
59 |
Santipur Muslim High School | সরকারি | নদীয়া |
60
|
Shyama Prasad Shikshayatan High School | সরকারি | নদীয়া |
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়য়ের নাম | বেসরকারি/সরকারি | স্থান |
---|---|---|---|
61
|
Nabadwip Bakultala High School | সরকারি | নদীয়া |
62
|
Nagarukhra High School | সরকারি | নদীয়া |
63
|
Nagarukhra Kshetra-Mohan Girls’ High School | সরকারি | নদীয়া |
64
|
Ramakrishna Mission Multipurpose School, Kamarpukur | সরকারি | হুগলী |
65
|
Ramesh Chandra Girl’s High School, Serampore | সরকারি | হুগলী |
66
|
Rishra Brahmananda Keshab Chandra High School | সরকারি | হুগলী |
67
|
Rishra High School | সরকারি | হুগলী |
68
|
Hooghly Branch Government School | সরকারি | হুগলী |
69
|
Hooghly Collegiate School | সরকারি | হুগলী |
70
|
Hooghly GourHari Harijan Vidya Mandir | সরকারি | হুগলী |
71
|
Hooghly Madrasah | সরকারি | হুগলী |
72
|
Serampore Girls High School (Akna Girl’s High School) | সরকারি | হুগলী |
73
|
Serampore Union Institution | সরকারি | হুগলী |
74
|
Sheoraphuli Surendra Nath Vidyaniketan | সরকারি | হুগলী |
75
|
Sri Aurobindo Vidyamandir, Chandannagar | সরকারি | হুগলী |
76
|
St Joseph’s Convent, Chandannagar | বেসরকারি | হুগলী |
77
|
Adhyapak Jyotish Chandra Ghosh Balika Vidyalaya | সরকারি | হুগলী |
78
|
Arambagh Girls’ High School | সরকারি | হুগলী |
79
|
Arambagh High School | সরকারি | হুগলী |
80
|
Contai Town Rakhal Chandra Vidyapith | সরকারি | পূর্ব মেদিনীপুর |
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়ের নাম | বেসরকারি/সরকারি | স্থান |
---|---|---|---|
81
|
Contai Chandramoni Brahmo Girls’ School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
82
|
Contai High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
83
|
Contai Hindu Girls’ School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
84
|
Contai KshetraMohan Bidyabhaban | সরকারি | পূর্ব মেদিনীপুর |
85
|
Contai Model Institution | সরকারি | পূর্ব মেদিনীপুর |
86
|
Kalagechia Jagadish Vidyapith | সরকারি | পূর্ব মেদিনীপুর |
87
|
Kalikapur High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
88
|
Kishorenagar Sachindra Siksha Sadan | সরকারি | পূর্ব মেদিনীপুর |
89
|
Kola Union High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
90 |
Kola Union Jogendra Girls High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
91
|
Kolaghat Thermal Power Plant High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
92
|
Tamluk Hamilton High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
93
|
Tamluk High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
94
|
Tikashi Uttar Kalamdan Basuli Vidyayatan | সরকারি | পূর্ব মেদিনীপুর |
95
|
Sudhir Memorial Institute Tamluk | বেসরকারি | পূর্ব মেদিনীপুর |
96
|
ShyamSundarpur Patna High School | সরকারি | পূর্ব মেদিনীপুর |
97
|
Saktigarh Vidyapith | সরকারি | জলপাইগুড়ি |
98
|
Salbari High School (XII) | সরকারি | জলপাইগুড়ি |
99
|
Shri Hanuman Mandir Dharamshala School | বেসরকারি |
জলপাইগুড়ি |
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে অনেক সরকারি বিদ্যালয় রয়েছে। নীচে কিছু ভালো সরকারি বিদ্যালয়ের নাম উল্লেখ করা হল।
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়ের নাম | বেসরকারি/ সরকারি | স্থান |
---|---|---|---|
1 |
B. T. Road Government Sponsored H. S. School | সরকারি | কলকাতা |
2 |
Ballygunge Government High School | সরকারি | কলকাতা |
3 |
Bamanhat High School | সরকারি | ব্যান্ডেল |
4 |
Barasat Peary Charan Sarkar Government High School | সরকারি | বারাসত |
5 |
Barrackpore Government High School | সরকারি | ব্যারাকপুর |
6 |
Bidhannagar Municipal School | সরকারি | বিধাননগর |
7 |
Burdwan Municipal Girls’ High School | সরকারি | বর্ধমান |
8 |
Burdwan Municipal High School | সরকারি | বর্ধমান |
9 |
Domohani Kelejora High School | সরকারি | দোমোহানী বাজার |
10 |
Hooghly Branch Government School | সরকারি | হুগলী |
11 |
Sheoraphuli Surendra Nath Vidyaniketan | সরকারি | হুগলী |
12 |
Adhyapak Jyotish Chandra Ghosh Balika Vidyalaya | সরকারি | হুগলী |
13 |
Arambagh Girls’ High School | সরকারি | হুগলী |
14 |
Kalagechia Jagadish Vidyapith | সরকারি | পূর্ব মেদিনীপুর |
15 |
Kishorenagar Sachindra Siksha Sadan | সরকারি | পূর্ব মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে অনেক বেসরকারি বিদ্যালয় রয়েছে। নিম্নলিখিত বিদ্যালয় গুলি তাদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতে পারেঃ
ক্রমিক সংখ্যা | বিদ্যালয়ের নাম | বেসরকারি/ সরকারি |
স্থান |
---|---|---|---|
1 |
Apeejay School Kolkata | বেসরকারি | কলকাতা |
2 |
La Martiniere Calcutta | বেসরকারি | কলকাতা |
3 |
Loreto Convent,Asansol | বেসরকারি | আসানসোল |
4 |
Birla High School | বেসরকারি | কলকাতা |
5 |
Loreto Schools, Kolkata | বেসরকারি | কলকাতা |
6 |
Calcutta Boys’ School | বেসরকারি | কলকাতা |
7 |
Don Bosco School, Park Circus | বেসরকারি | পার্ক সার্কাস |
8 |
Krishnagar Collegiate School | সরকারি | নদীয়া |
9 |
Loreto Convent | বেসরকারি | দার্জিলিং |
10 |
Mount Carmel School, Darjeeling | বেসরকারি | দার্জিলিং |
11 |
South Point School | সরকারি | কলকাতা |
12 |
Hindu School | সরকারি | কলকাতা |
13 |
Hare School | সরকারি | কলকাতা |
14 |
Bagbazar Multipurpose Girls' School, Baghbazar Street | সরকারি | কলকাতা |
15 |
Hartley Higher Secondary School, Sarat Bose Road | সরকারি | কলকাতা |
16 |
St. Paul’s School, Darjeeling | বেসরকারি | দার্জিলিং |
17 |
Madhyamgram High School, Madhyamgram | সরকারি | কলকাতা |
18 |
St Lawrence High School, Ballygunge Circular Road | বেসরকারি | কলকাতা |
19 |
St. Xavier'S Collegiate School, Kolkata | বেসরকারি | কলকাতা |
20 |
The Scottish Church Collegiate School, Goa Bagan | সরকারি | কলকাতা |
পিতামাতার জন্য পরামর্শ বেশিরভাগ ইতিবাচক আচরণকে উৎসাহিত করা, অবাঞ্ছিত আচরণ নিয়ন্ত্রণ করা এবং শিশুদের মানসিক চাহিদা বোঝার উপর দৃষ্টি নিবন্ধ করে। পিতামাতার জন্য পরামর্শ তাদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করে যা উপযুক্ত নির্দেশনা, সংস্থান এবং দক্ষতা প্রদান করে তাদের সন্তানদের প্রভাবিত করে। অদূর ভবিষ্যতে তাদের সন্তানদের জন্য সম্ভাব্য কর্মসংস্থান বাছাই সম্পর্কে পিতামাতাকে আরও সচেতন হওয়া উচিৎ।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রের ভবিষ্যৎ পরীক্ষার তালিকা নীচে দেওয়া হলঃ
ক্রমিক সংখ্যা |
পরীক্ষা |
---|---|
1 | পশ্চিমবঙ্গ বোর্ডের সপ্তম শ্রেণীর পরীক্ষা |
2 | পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণীর পরীক্ষা |
3 | পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষা |
4 | পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা |
5 | পশ্চিমবঙ্গ বোর্ডের একাদশ শ্রেণীর পরীক্ষা |
6 | পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা |
এমনকি একই শ্রেণীতে (ষষ্ঠ) পাঠরত অবস্থায়ও, শিক্ষার্থীরা তাদের নিজস্ব দক্ষতা বৃদ্ধি, মেধা শংসাপত্র এবং বৃত্তির জন্য নীচে তালিকাভুক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
ক্রমিক সংখ্যা | পরীক্ষার নাম |
---|---|
1 | আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড (ISO) |
2 | আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) |
3 | ইংরেজি আন্তর্জাতিক অলিম্পিয়াড (EIO) |
4 | ইংরেজি আন্তর্জাতিক অলিম্পিয়াড (EIO) |
5 | সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অলিম্পিয়াড (GKIO) |
6 | আন্তর্জাতিক কম্পিউটার অলিম্পিয়াড (ICO) |
7 | আন্তর্জাতিক অঙ্কন অলিম্পিয়াড (IDO) |
8 | জাতীয় রচনা অলিম্পিয়াড (NESO) |
9 | জাতীয় সামাজিক শিক্ষা অলিম্পিয়াড (NSSO) |
10 | NTSE (জাতীয় প্রতিভা সন্ধান পরীক্ষা) |
পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা শেষ হয়। তাই, ষষ্ঠ শ্রেণী হল শিক্ষার মাধ্যমিক পর্যায়ের আরম্ভ। একজন শিক্ষার্থীর জন্য এই পর্যায়টি ভিত্তি পর্যায়ের শুরু মাত্র। একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ায় শিক্ষার্থীটি এখন বড় স্কুলে। সে তার চারপাশে বড়ো বড়ো জিনিস দেখতে শুরু করে। শিক্ষার্থীদের কাছে কিছু জিনিস নতুন এবং আশ্চর্যজনক হবেঃ
a) বিদ্যালয়ে, বড়ো দালান, বড়ো শ্রেণী কক্ষ, বড়ো খেলার মাঠ – শিক্ষার্থীটির জন্য সবকিছুই বড়ো।
b) প্রাথমিক শ্রেণীর পাঠদান শৈলীর চেয়ে ভিন্ন পদ্ধতিতে শিক্ষকরা পাঠদান করেন।
c) ষষ্ঠ শ্রেণীতে পড়ায় তারা মাধ্যমিক বিদ্যালয়ে সবথেকে ছোটো।
এই পরিবর্তিত পরিবেশে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের, পড়াশুনার পাশাপাশি কিছু জিনিস শিখতে হবে ( দক্ষতা বলা যেতে পারে) এবং তাদের এই প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হতে হবেঃ
a) বিদ্যালয়ের সুবিশাল ভৌত পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতা
b) বিদ্যালয়ে সিনিয়রদের আধিপত্যপূর্ণ পরিবেশ, শৌচাগার , ক্যান্টিন/ ক্যাফেটেরিয়ায় খাবার/জল সংগ্রহের জন্য অপেক্ষা করা, খেলার মাঠ ইত্যাদি ক্ষেত্রে মানিয়ে নিতে হবে পড়াশুনায়, শিক্ষার্থীর দক্ষতা বিকাশ করতে হবে
a) বিভিন্ন শিক্ষণ পদ্ধতির সাথে মানিয়ে নেওয়ার দক্ষতা
b) অধিক বই, অধিক বিষয়, অধিক পাঠ্যক্রম
c) বিভিন্ন পরীক্ষা পরিকাঠামো এবং মূল্যায়ন পদ্ধতি।
পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ শ্রেণী হল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ভিত্তি পথের সূচনা। একজন শিক্ষার্থীর তার কর্মজীবনের পথে বিষয় নির্বাচন করার কোন সুযোগ নেই। এই শ্রেণীতে সবকটি বিষয়ই বাধ্যতামূলক।ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীকে সব বিষয় শিখতে হবে এবং তার বুনিয়াদ যতটা সম্ভব মজবুত করতে হবে। তার পছন্দেরশাখা (বিজ্ঞান/বাণিজ্য/কলা) নির্বাচন করার সময়দশম শ্রেণীর পরীক্ষার পর একাদশ শ্রেণীতে ভর্তির সময় আসবে।