• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023: বিস্তারিতভাবে জেনে নাও

img-icon

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE)  জুন 3, 2022 তারিখে মাধ্যমিক 2022 পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। একই দিনে পর্ষদের তরফ থেকে আগামী বছরের সম্ভব্য পরীক্ষার দিন অর্থাৎ 2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা 2023 (West Bengal Madhyamik 2023) ফেব্রুয়ারি 3, 2023 থেকে শুরু হবে। কিন্তু পরীক্ষা কোথায় এবং কীভাবে নেওয়া হবে তা মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ঠিক আগে জানানো হবে। বিস্তারিতভাবে জানার জন্য এই নিবন্ধটি পড়ো। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Exam) সাধারণত হোম সেন্টারে হয় না। এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023 (West Bengal Madhyamik Exam Centre 2023) সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023 (WB Madhyamik Exam Centre Details 2023) : বিষয়বস্তু

মাধ্যমিক পরীক্ষা সাধারণত হোম সেন্টার বা হোম ভেন্যুতে হয় না। মাধ্যমিক পরীক্ষার জন্য বোর্ড দ্বারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র (Madhyamik Exam Centre) নির্ধারণ করা হয়। যেদিন অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেই দিনেই অথবা পরীক্ষার 15 থেকে 20 দিন আগে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র (Madhyamik Exam Centre) সম্পর্কে সমস্ত অথ্য পরীক্ষার্থীদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়। 

2023  সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ম অনুসারে যেভাবে পরিচালিত হয়, সেইভাবেই নেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিট পড়বে। কোন স্কুলের কোন কেন্দ্রে সিট পড়বে তা পর্ষদ পরীক্ষার আগে ঘোষণা করবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের লিস্ট (Madhyamik Exam Centre List 2023) পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হয়। সাধারণত স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষা কেন্দ্রের কোড (Madhyamik Exam Centre and Madhyamik Exam Centre Code) জানিয়ে দেওয়া হয়। 

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের তালিকা (Madhyamik Exam Centre List)

এই বিভাগে আলোচনা করা হবে যে মাধ্যমিক 2023 (Madhyamik Exam 2023) পরীক্ষার্থীরা কীভাবে নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে জানতে পারবে। পরীক্ষার কেন্দ্র সম্পর্কিত সমস্ত তথ্য স্কুল থেকেই পরীক্ষার্থীদের জানানো হবে। এছাড়াও, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা WBBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের লিস্ট (Madhyamik Exam Centre List) আপলোড করা হয়। 

মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র (Madhyamik Exam Center) বিষয়ে জানার জন্য সকল মাধ্যমিক পরীক্ষার্থীর স্কুলের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখা উচিত। ছাত্র ছাত্রীরা স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র (Madhyamik Exam Centre) সম্পর্কিত সমস্ত তথ্য যেমন পরীক্ষা কেন্দ্রের নাম এবং পরীক্ষা কেন্দ্রের কোড জানতে পারবে। 

Madhyamik 2023 পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ বিষয় (WB Madhyamik Exam Centre 2023 Important Points)

যেহেতু, মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হয়, তাই মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।

  • পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কেন্দ্রের নাম জেনে নিতে হবে।
  • পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কেন্দ্রের কোড জেনে নিতে হবে।
  • পরীক্ষার আগে পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ভালোভাবে জেনে নিতে হবে।
  • পরীক্ষার অন্তত এক থেকে দুদিন আগে পরীক্ষা কেন্দ্র দেখে আসতে হবে যাতে পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয়।
  • পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। 
  • পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে দেওয়া হবে না। 
  • পরীক্ষার সময় স্টেশনারী বা অন্য কোনও জিনিস শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যাওয়া উচিত। 
  • পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সাধারণ নিয়ম মেনে চলতে হবে। 

মাধ্যমিক রুটিন 2023

ধরে নেওয়া যাক যে Madhyamik 2023 (2023 Madhyamik Exam) পরীক্ষার 15 থেকে 20 দিন আগে মাধ্যমিক পরীক্ষা 2023 অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card 2023) দেওয়া হবে এবং মাধ্যমিক 2023 পরীক্ষা কেন্দ্র (Madhyamik 2023 Exam Centre) পরীক্ষার্থীদের জানানো হবে। তাই পরীক্ষার্থীদের 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik 2023 Exam Routine) জেনে রাখা প্রয়োজন।  

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষার 2023 এর রুটিন ঘোষণা করে দিয়েছে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে নিচের তালিকায় দেওয়া রয়েছে।

দিন পরীক্ষার তারিখ বিষয়
বৃহস্পতিবার ফেব্রুয়ারি 23, 2023 প্রথম ভাষা
শুক্রবার ফেব্রুয়ারি 24, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার ফেব্রুয়ারি 25, 2023 ভূগোল
সোমবার ফেব্রুয়ারি 27, 2023 ইতিহাস
মঙ্গলবার ফেব্রুয়ারি 28, 2023 জীবনবিজ্ঞান
বৃহস্পতিবার মার্চ 2, 2023 গণিত
শুক্রবার মার্চ 3, 2023 ভৌতবিজ্ঞান
শনিবার মার্চ 4, 2023 ঐচ্ছিক বিষয়

শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য মাধ্যমিক 2023 এর রুটিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। 

 প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষায় অন্তর্ভুক্ত বিষয়গুলির তালিকা নিচে দেওয়া রয়েছে:

১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু, এবং সাঁওতালি।

২। দ্বিতীয় ভাষা: ইংরাজি, বাংলা বা নেপালি।


2023 মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত FAQs (WB Madhyamik Exam Centre 2023 FAQs) :

Madhyamik পরীক্ষা কেন্দ্র (Madhyamik Exam Centre) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. সামনের বছর মাধ্যমিক কী হোম সেন্টারে হবে? 

Ans: না, 2023 সালের Madhyamik exam হোম সেন্টারে হবে না। প্রত্যেক বছরের মতই মাধ্যমিক পরীক্ষা বোর্ড দ্বারা নির্ধারিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে থেকে পরীক্ষা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিট পড়বে। বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।

Q.2. মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সম্পর্কে কীভাবে জানতে পারব? 

Ans: মাধ্যমিক exam centre সম্পর্কে পরীক্ষার্থীরা নিজেদের স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেই জানতে পারবে। অতএব, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্যের জন্য স্কুলের সাথে যোগাযোগ রাখতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত খবরের জন্য নিয়মিতভাবে নজর রাখতে হবে। 

Q.3. মাধ্যমিক পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?

Ans: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল wbbse.org। 

Q.4. 2023 মাধ্যমিক পরীক্ষা কবে হবে ?

Ans আগামী বছর WBBSE-এর ঘোষণা অনুসারে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023।

Q.5. মাধ্যমিক 2023 পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসের উপর নেওয়া হবে?

Ans: না, এই ধরণের কোনও তথ্য প্রকাশিত হয়নি।  তাই, শিক্ষার্থীদের উচিত সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করেই মাধ্যমিক 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। 

Q.6. মাধ্যমিক পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারব?

Ans: না, পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে ঢোকা বা ব্যবহার করা নিষেধ।

Q.7. 2023 Madhyamik exam routine কোথা থেকে ডাউনলোড করব?

Ans: মাধ্যমিক রুটিন 2023 আমাদের এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং এটা শিক্ষার্থীরা ডাউনলোড করেও রাখতে পারবে। এছাড়া  WBBSE অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in  থেকেও মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে।

Embibe-এর বিষয় বিশেষজ্ঞরা তোমার জন্য পশ্চিমবঙ্গ বোর্ড শ্রেণী 10 পরীক্ষার (West Bengal Board Class 10) প্রতিটি অধ্যায়ের টপিকগুলোর উপর ইন্টার‍্যাক্টিভ 3D লার্নিং ভিডিও তৈরি করেছেন যা তোমার অবশ্যই ভালো লাগবে। পার্সোনালাইজড লার্নিং অভিজ্ঞতা লাভ করার জন্য আজই Embibe অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করো।  তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। 

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023 (Madhyamik Exam Centre 2023)  সম্পর্কে আপডেট পেতে এবং লেটেস্ট নিউজ সম্পর্কে অবগত থাকতে Embibe এর সাথে যুক্ত থাকো। আশা করি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023 (Madhyamik Exam Centre 2023)  নিবন্ধটির মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারলাম।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো