• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023: বিস্তারিতভাবে জেনে নাও

img-icon

2023 মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে পরীক্ষার প্রশ্নের ধরণ ও কাঠামো সম্পর্কে জেনে নেওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই পর্ষদের তরফ থেকে মাধ্যমিক স্যাম্পেল প্রশ্নপত্র বা মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র (West Bengal Madhyamik Sample Question Paper) প্রকাশ করা হয়। পর্ষদ দ্বারা প্রকাশিত দশম শ্রেণীর এই নমুনা প্রশ্নপত্রগুলিতে কী কী থাকে এবং কীভাবে এগুলি সংগ্রহ করা যাবে, তা এই নিবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023 (Details and Features of WBBSE Madhyamik Sample Question Paper 2023): বিষয়বস্তু ও বৈশিষ্ট্য

মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র (Madhyamik Sample Question Paper) সাধারণত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের সাহায্যার্থে পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়। নমুনা প্রশ্নপত্র থেকে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় যেমন, প্রশ্নের ধরণ কেমন হবে, নম্বর বিভাজন কীভাবে করা হবে, প্রশ্নের কাঠামো কেমন, অধ্যায়ভিত্তিক প্রশ্নের সংখ্যা কী থাকতে পারে, ইত্যাদি। মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023 (WBBSE Madhyamik Sample Question Paper 2023) এর সাহায্যে শিক্ষার্থীরা সঠিক টাইম ম্যানেজমেন্ট ও অধ্যয়ন পরিকল্পনা তৈরি করতে পারবে। পর্ষদ প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথক নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে। এই নমুনা প্রশ্নপত্রগুলিতে বিষয় অনুসারে প্রথম একক অভীক্ষার জন্য (দুটি) নমুনা প্রশ্নপত্র,  দ্বিতীয় একক অভীক্ষার জন্য (দুটি) নমুনা প্রশ্নপত্র, দ্বিভাজিত পাঠ্যসূচির ভিত্তিতে দশম শ্রেণীর নির্বাচনী / চূড়ান্ত পরীক্ষার জন্য প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশিকা, নির্বাচনী পরিক্ষার জন্য (দুটি) নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। প্রশ্নপত্রগুলি থেকে পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরণ, নম্বর বিভাজন ও প্রশ্নের কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা করা সম্ভব। মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র (WBBSE Sample Question Paper) অনুসরণ করে প্রস্তুতি নিলে ছাত্রছাত্রীরা প্রস্তুতিতে অনেক এগিয়ে থাকবে এবং সময়ের সাথে সাথে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এই নমুনাপত্রগুলিতে বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই নমুনা প্রশ্নপত্র প্রদান করা হয়েছে।

023 মাধ্যমিক পরিক্ষার নমুনা প্রশ্নপত্র PDF ডাউনলোড (WBBSE Madhyamik Sample Question Paper PDF Download 2023)

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) দ্বারা পরিচালিত হয়। পর্ষদ বছরে একবার মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে এবং দশম শ্রেণীর সিলেবাস, পরীক্ষার ধরণ, প্রশ্নপত্রের ধরণ, ইত্যাদি নির্ধারণ করে।  পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ এবং আপডেট করে, তাই প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর নিয়মিতভাবে পর্ষদ বা WBBSE অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা উচিত। মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র (WBBSE Sample Question Papers) শিক্ষার্থীরা দুভাবে সংগ্রহ করতে পারবে।  মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র  (West Bengal Madhyamik Sample Question Paper) পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়, সুতরাং সেখান থেকে শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারে বা পর্ষদের সেলস কাউন্টার থেকেও শিক্ষার্থীরা স্বল্প মূল্যে নমুনা প্রশ্নপত্রগুলি সংগ্রহ করতে পারে। 

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে থাকতে মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র  (West Bengal Madhyamik Sample Question Paper) এখনই ডাউনলোড করো। নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য নিচে দেখানো ধাপগুলি অনুসরণ করো। 

  1. প্রথম ধাপ – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করো। http://wbbse.org/ 
  2. দ্বিতীয় ধাপ – Sample Form বিকল্পে ক্লিক করো।  
  3. তৃতীয় ধাপ – বিষয়ভিত্তিক নমুনা প্রশ্নপত্র  (WBBSE Sample Question Papers)  এই পেজে দেখতে পাবে ।
  4. চতুর্থ ধাপ –  যে বিষয়টির নমুনা প্রশ্নপত্র (WBBSE Sample Question Papers) দেখতে চাও তার PDF এর উপর ক্লিক করো।
  5. পঞ্চম ধাপ – PDF খুলে যাবে। ডান দিকের ডাউনলোড চিহ্নে ক্লিক করে  নমুনা প্রশ্নপত্রটি সেভ করে রাখো।

অথবা, এখানে দেওয়া ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র দেখে নাও-

  • সকল বিষয়ের নমুনা পত্র (West Bengal Board Madhyamik Sample Question Paper) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Bifurcated_Syllabus_old.htm 
  • বাংলা দ্বিতীয় ভাষা নমুনা পত্র (Bengali 2nd Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/Bengali_II.pdf
  • ইংরাজি প্রথম ভাষা নমুনা পত্র (English 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/English_1st_Language.pdf
  • ইংরাজি দ্বিতীয় ভাষা নমুনা প্রশ্নপত্র (English 2nd Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/English_2nd_Language.pdf
  • গুজরাতি প্রথম ভাষা নমুনা প্রশ্নপত্র (Gujrati 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/GUJARATI_SAMPLE_QUESTION_2011_I.pdf
  • গুরমুখী প্রথম ভাষা নমুনা প্রশ্নপত্র (Gurmukhi 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/GURMUKHI_SAMPLE_QUESTION_2011_I.pdf
  • তামিল প্রথম ভাষা নমুনা প্রশ্নপত্র (Tamil 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/TAMIL_SAMPLE_QUESTION_2011_I.pdf
  • তেলুগু প্রথম ভাষা নমুনা প্রশ্নপত্র (Telugu 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/TELUGU_SAMPLE_QUESTION_2011_I.pdf
  • ঊর্দু প্রথম ভাষা নমুনা প্রশ্নপত্র (Urdu 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/URDU_SAMPLE_QUESTION_2011_I.pdf
  • হিন্দি প্রথম ভাষা নমুনা প্রশ্নপত্র (Hindi 1st Language Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/Hindi_I.pdf
  • ইতিহাস নমুনা পত্র (History Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/HISTORY.pdf
  • জীবন বিজ্ঞান নমুনা পত্র (Life Science Madhyamik Sample Question Paper PDF) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো http://wbbse.org/Files/Life_Sc.pdf

পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (WB Madhyamik Routine 2023) 

পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার্থীদের সর্বপ্রথম পরীক্ষার রুটিন, সিলেবাস এবং পরীক্ষার ধরণ সম্বন্ধে জেনে নিতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষা 2023 এর রুটিন ঘোষণা করে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিভাগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা ঘোষণা করা 2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন (WB Madhyamik Routine 2023) নিচের তালিকায়দেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023:

দিন পরীক্ষার তারিখ বিষয়
বৃহস্পতিবার ফেব্রুয়ারি 23, 2023 প্রথম ভাষা
শুক্রবার ফেব্রুয়ারি 24, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার ফেব্রুয়ারি 25, 2023 ভূগোল
সোমবার ফেব্রুয়ারি 27, 2023 ইতিহাস
মঙ্গলবার ফেব্রুয়ারি 28, 2023 জীবনবিজ্ঞান
বৃহস্পতিবার মার্চ 2, 2023 গণিত
শুক্রবার মার্চ 3, 2023 ভৌতবিজ্ঞান
শনিবার মার্চ 4, 2023 ঐচ্ছিক বিষয়

পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023  সম্পর্কিত FAQs (WBBSE Madhyamik Sample Question Paper 2023 FAQs) :

পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023 (WBBSE Madhyamik Sample Question Paper 2023) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. মাধ্যমিক ২০২৩ পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র কি প্রকাশ করা হয়েছে?

Ans: হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পর্ষদ বা WBBSE দ্বারা প্রকাশিত মাধ্যমিক পরিক্ষার নমুনা প্রশ্নপত্র সম্পর্কে এই নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।  বিশদে জানার জন্য এই নিবন্ধটি পড়ো।

Q.2. পর্ষদ দ্বারা প্রকাশিত Madhyamik Sample paper  কীভাবে ডাউনলোড করতে হবে?

Ans: মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। এই নিবন্ধটিতে ধাপে ধাপে দেখানো হয়েছে কীভাবে শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র ডাউলোড করতে পারবে এবং সাথে ডিরেক্ট লিঙ্কও দেওয়া হয়েছে। জানার জন্য এই নিবন্ধটি বিশদে পড়ো। 

Q.3. 2023 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র কোথায় পাব? 

Ans: মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। জীবন বিজ্ঞানের জন্য পৃথকভাবে একটি নমুনা প্রশ্নপত্র পর্ষদ থেকে প্রকাশ করা হয়েছে। আমাদের এই নিবন্ধে পর্ষদ দ্বারা প্রকাশিত জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে।

Q.4. পর্ষদ কি মাধ্যমিকের ইংরাজির জন্য কোনও নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে? 

Ans: হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রথম এবং দ্বিতীয় ভাষার নমুনা প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ বা পর্ষদের সেলস কাউন্টার থেকে স্বল্প মূল্যে শিক্ষার্থীরা কিনতে পারে। পর্ষদ বা WBBSE দ্বারা প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সম্পর্কে এই নিবন্ধ  থেকে বিস্তারিত জেনে নাও।

Q.5. Madhyamik 2023 নমুনা পত্র থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা কী কী ধারণা পেতে পারে?

Ans: নমুনা প্রশ্নপত্র থেকে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারবে যেমন, প্রশ্নের ধরণ কেমন হয়, নম্বর বিভাজন কীভাবে করা হয়, প্রশ্নের কাঠামো কেমন, অধ্যায়ভিত্তিক প্রশ্নের সংখ্যা কী থাকতে পারে, ইত্যাদি। মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023 বিষয়ে বিশদে জানার জন্য এই নিবন্ধটি বিশদে পড়ো। 

এই নিবন্ধে মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023 (West Bengal Madhyamik Sample Question Paper 2023) সম্পর্কে বিশদে  আলোচনা করা হয়েছে যা সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে। আশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। 

মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 2023 (West Bengal Madhyamik Sample Question Paper 2023) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো