• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023: বিস্তারিতভাবে জেনে নাও

img-icon

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023: 2023 সালে যে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসছে তাদের জন্য মাধ্যমিক পরীক্ষার ধরন (Madhyamik Exam Pattern) জেনে রাখা খুবই জরুরি। পরীক্ষার নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার পর্যায়, মূল্যায়নের ধরন, মূল্যায়নের গ্রেড পদ্ধতি, মোট সময় এবং পরীক্ষার রুটিন জানা থাকলে 2023  মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের কাছে অনেক সহজ হয়ে উঠবে।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 (West Bengal Board Madhyamik Exam Pattern 2023): নির্বাচন প্রক্রিয়া

2023 সালে WBBSE অনুমোদিত স্কুলগুলিতে দশম শ্রেণীতে ভর্তি হওয়া যে কোনও শিক্ষার্থী, বোর্ডের সাথে রেজিস্টার্ড এবং 2023 সালের নভেম্বরের বা নির্ধারিত সময়ে টেস্ট পরীক্ষায় পাস করার পরে  2023 সালের পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 (West Bengal Board Madhyamik Exam Pattern 2023): পরীক্ষার পর্যায়

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নিয়ম অনুযায়ী, একজন মাধ্যমিক  শিক্ষার্থীর সারা বছর  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। বোর্ড পরীক্ষা বা মাধ্যমিকের আগে (ফেব্রুয়ারি, 2023), শিক্ষার্থীকে এই বছরের শেষে একটি টেস্ট পরীক্ষায় বসতে হবে। শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট নম্বর পেয়ে পাস করতে হবে, যা তাদের বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক (Madhyamik 2023) পরীক্ষার  জন্য যোগ্য করে তুলবে।

সুতরাং, একজন দশম শ্রেণীর শিক্ষার্থীকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কখনও সময়ের সীমাবদ্ধতার কারণে, বিদ্যালয়গুলি টেস্ট পরীক্ষা এবং তৃতীয় পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য আলাদা পরীক্ষা নেয় না। তারা শুধুমাত্র একটি পরীক্ষা নেয় এবং এটি একটি টেস্ট  হিসাবে বিবেচিত হয়। উভয় পরীক্ষার মডেল একই। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই একজন শিক্ষার্থী  2023 Madhyamik সালের পরীক্ষায় বসতে পারবে। 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 ( West Bengal Board Madhyamik Exam Pattern 2023 ) : মূল্যায়ন

প্রত্যেক পরীক্ষার একটি নির্দিষ্ট মূল্যায়নের ধরন (marking pattern) থাকে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার ধরন (Madhyamik Exam Pattern) সম্পর্কে বছরের শুরুতেই জেনে নেওয়া উচিত এবং সেই অনুযায়ী সময়সূচি ও অধ্যয়ন পরিকল্পনা (timetable and study plan) করা উচিত।  2023 মাধ্যমিক পরীক্ষার ধরণের (2023 Madhyamik Exam Pattern) খুঁটিনাটি নিচে দেওয়া হয়েছে।

ইন্টারনাল অ্যাসেসমেন্টের বিবরণ (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন) নিচে দেওয়া হয়েছে: Internal assessments (Summative and Formative)

প্রতিটি বিষয়ের জন্য, বছরে তিনবার পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে যা নম্বরের বিভাজনের  সাথে নিম্নলিখিত সময়সূচীতে দেখানো হয়েছে:

বিষয় মূল্যায়নের ধরন নম্বর সময়সূচী
প্রথম ভাষা – (বাংলা) প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর
দ্বিতীয় ভাষা – (ইংরাজি) প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর
গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর
ভৌতবিজ্ঞান ও পরিবেশ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর
জীবনবিজ্ঞান ও পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর
ইতিহাস ও পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর

ভূগোল ও পরিবেশ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর /ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর /ডিসেম্বর

পর্যায়ক্রমিক মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি লিখিত পরীক্ষার সঙ্গে জড়িত। বিভিন্ন পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বিভিন্ন বিষয়ে নম্বর বিভাজনের জন্য নিচের তালিকা দেখো:

বিষয়ের নাম প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক তৃতীয় পর্যায়ক্রমিক মোট
প্রথম ভাষা – (বাংলা) 40 40 90 170
দ্বিতীয় ভাষা – (ইংরাজি) 40 40 90 170
গণিত 40 40 90 170
ভৌতবিজ্ঞান ও পরিবেশ 40 40 90 170
জীবনবিজ্ঞান ও পরিবেশ 40 40 90 170
ইতিহাস এবং পরিবেশ 40 40 90 170
ভূগোল ও পরিবেশ 40 40 90 170

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023: পর্যায়ক্রমিক মূল্যায়নের গ্রেড পদ্ধতি (Summative assessment grading system)

নিচের তালিকা থেকে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক 2023 পরীক্ষার গ্রেড পদ্ধতি ( WB Madhyamik 2023 Grading System ) সম্পর্কে জেনে নাও।

গ্রেড নম্বরের শতাংশ
A+ 90% – 100%
A 80% – 89%
B+ 70% – 79%
B 60% – 69%
C+ 45% – 59%
C 25% – 44%
D 25% এর নিচে

প্রস্তুতিকালীন  মূল্যায়ন নিম্নলিখিত মাপকাঠিগুলিতে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে গঠিত:

নির্দেশকের নাম প্রথম প্রস্তুতিকালীন দ্বিতীয় প্রস্তুতিকালীন তৃতীয় প্রস্তুতিকালীন মোট
অংশগ্রহণ 20 20 20 60
প্রশ্ন এবং পরীক্ষা 20 20 20 60
ব্যাখ্যা এবং প্রয়োগ 20 20 20 60
সহানুভূতি ও সহযোগিতা 20 20 20 60
সৃজনশীল এবং নান্দনিক অভিব্যক্তি 20 20 20 60
মোট 100 100 100

প্রস্তুতিকালীন  মূল্যায়নের জন্য গ্রেড স্কেল (Grading Scale for Formative Evaluation)

গ্রেড নম্বর
A 75 – 100%
B 50 – 74%
C 25 – 49%
D 25% এর নিচে

2023 সালের বার্ষিক পরীক্ষায় সাতটি বিষয়ে নম্বর বিভাজন (নির্বাচন পরীক্ষা, আলাদাভাবে নেওয়া হলে, বার্ষিক পরীক্ষার মতো একই মডেল অনুসরণ করা হবে) নিম্নরূপ:

বিষয় মোট নম্বর
আবশ্যিক বিষয় লিখিত পরীক্ষা অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন মোট
প্রথম ভাষা – (বাংলা) 90 10 100
দ্বিতীয় ভাষা – (ইংরাজি) 90 10 100
গণিত 90 10 100
ভৌতবিজ্ঞান ও পরিবেশ 90 10 100
জীবনবিজ্ঞান ও পরিবেশ 90 10 100
ইতিহাস এবং পরিবেশ 90 10 100
ভূগোল ও পরিবেশ 90 10 100
ঐচ্ছিক বিষয় (অতিরিক্ত বিষয়) 100
মোট নম্বর 700

ঐচ্ছিক বিষয়ের (অতিরিক্ত বিষয়) নম্বর মোট নম্বরের সাথে যোগ করা হবে না।

পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করে গ্রেড পদ্ধতি নিচে দেওয়া হল:

প্রাপ্ত নম্বর গ্রেড পারফরমেন্স নির্দেশক
90 – 100 AA অসামান্য
80 – 89 A+ চমৎকার
60 – 79 A খুব ভালো
45 – 59 B+ ভালো
35 – 44 B সন্তোষজনক
25 – 34 C প্রান্তিক
25 এর নিচে D অযোগ্য

বার্ষিক পরীক্ষার ফলাফল নিম্নরূপ:

P সফল পরীক্ষার্থীদের জন্য
Comp. কমপার্টমেন্টাল পরীক্ষার্থীদের জন্য
X অসফল পরীক্ষার্থীদের জন্য

প্রতিটি বিষয়ের জন্য পাস  নম্বর এবং মোট নম্বর 25%। একজন পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষায় অসফল বলে বিবেচিত হবে যদি সে তিনটি (3) বা তার বেশি বিষয়ে 25% এর কম নম্বর পায়।

যদি একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে 25% এর কম নম্বর অর্জন করে, তাহলে সেই পরীক্ষার্থীকে পরবর্তী বছরে অন্যান্য মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে সেই বিষয়গুলির জন্য (যাকে কমপার্টমেন্টাল পরীক্ষা বলা হয়) আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষার্থী যে বিষয়ে 25% এর কম নম্বর পেয়েছে সেটি ছাড়া অন্য বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি সংরক্ষণ করা হবে। তাকে পরের বছর একটি নতুন মার্কশিট দেওয়া হবে যাতে পূর্ববর্তী বছরের অন্যান্য বিষয়ের নম্বর এবং কমপার্টমেন্টাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর থাকবে।

2023 মাধ্যমিক পরীক্ষার মোট সময় (West Bengal Board Madhyamik Exam Pattern 2023 Total Time)

  • পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার জন্য সাতটি বিষয় রয়েছে।
  • বিভিন্ন দিনে প্রতিটি বিষয়ের জন্য 90 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
  • প্রতিটি বিষয়ের জন্য তিন (3) ঘন্টা এবং পনেরো (15) মিনিট সময় দেওয়া হবে। 
  • শিক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য পনেরো (15) মিনিট এবং পরীক্ষা লিখতে তিন (3) ঘন্টা সময় দেওয়া হবে।

মাধ্যমিক পরীক্ষার ধরন (West Bengal Board Madhyamik Exam Pattern 2023): মাধ্যমিক 2023 পরীক্ষার রুটিন

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষার 2023 এর রুটিন ঘোষণা করে দিয়েছে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টেপর্যন্ত এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে নিচের তালিকায় দেওয়া রয়েছে।

দিন পরীক্ষার তারিখ বিষয়
বৃহস্পতিবার ফেব্রুয়ারি 23, 2023 প্রথম ভাষা
শুক্রবার ফেব্রুয়ারি 24, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার ফেব্রুয়ারি 25, 2023 ভূগোল
সোমবার ফেব্রুয়ারি 27, 2023 ইতিহাস
মঙ্গলবার ফেব্রুয়ারি 28, 2023 জীবনবিজ্ঞান
বৃহস্পতিবার মার্চ 2, 2023 গণিত
শুক্রবার মার্চ 3, 2023 ভৌতবিজ্ঞান
শনিবার মার্চ 4, 2023 ঐচ্ছিক বিষয়

শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য মাধ্যমিক 2023 এর রুটিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। 

 প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষায় অন্তর্ভুক্ত বিষয়গুলির তালিকা নিচে দেওয়া রয়েছে:

১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু, এবং সাঁওতালি।

২। দ্বিতীয় ভাষা: ইংরাজি, বাংলা বা নেপালি।

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 FAQs (West Bengal Board Madhyamik Exam Pattern 2023 FAQs)

মাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন (WB Madhyamik Examination Pattern) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1.মাধ্যমিক পরীক্ষা 2023 মূল্যায়ন কীভাবে করা হবে?

Ans: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এর নিয়ম অনুযায়ী, একজন মাধ্যমিক  শিক্ষার্থীর সারা বছর  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। বোর্ড পরীক্ষা বা মাধ্যমিকের আগে (ফেব্রুয়ারি, 2023), শিক্ষার্থীকে এই বছরের শেষে একটি টেস্ট পরীক্ষায় বসতে হবে। শিক্ষার্থীকে পাস নম্বর পেতে হবে, যা তাদের বার্ষিক বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক 2023 ( Madhyamik 2023 ) পরীক্ষার  জন্য যোগ্য করে তুলবে। বিশদে জানতে এই নিবন্ধটি পড়ো।

Q.2.  বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত?

Ans: WBBSE মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য পাস  নম্বর এবং মোট নম্বর 25%। প্রতিটি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে একজন পরীক্ষার্থীকে মোট 25 নম্বর পেতে হবে ।

Q.3. 2023 Madhyamik কত নম্বর পেলে লেটার?

Ans: আগে, WBBSE মাধ্যমিক পরীক্ষায় কোনও বিষয়ে 80% বা তার বেশী নম্বর পেলে লেটার বা গড়ে মোটের উপর 75% পেলে স্টার মার্কস ধরা হত। কিন্তু এখন এই নিয়ম আর নেই। পরিবর্তে এখন গ্রেড পদ্ধতি চালু হয়েছে। গ্রেড পদ্ধতি সম্বন্ধে জানতে এই নিবন্ধটি ভালোভাবে পড়ো।

Q.4. 2023 সালের মাধ্যমিকে কত পেলে সেকেন্ড ডিভিশন?

Ans: 2023 মাধ্যমিকে কোনও ডিভিশন পদ্ধতি অনুসরণ করা হবেনা। মাধ্যমিকে গ্রেড পদ্ধতি চালু করা হয়েছে। গ্রেড পদ্ধতি সম্বন্ধে জানতে এই নিবন্ধটি ভালোভাবে পড়ো।

Q.5. 2023 এ কি মাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে?

Ans: হ্যাঁ, 2023 সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়া হবে।

Q.6. মাধ্যমিক 2023 রুটিন কোথা থেকে ডাউনলোড করব?

Ans: WBBSE অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in থেকে মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে।

এই নিবন্ধে পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 (WBBSE Madhyamik Exam Pattern 2023) সম্পর্কে বিশদে জানানো হয়েছে। Embibe তোমাকে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সবরকম সাহায্য করবে। 2023 এর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এখনই Embibe অ্যাপ ডাউনলোড করো। পশ্চিমবঙ্গ মাধ্যমিকের গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলির উপর অসাধারণ 3D ভিডিও দেখো।

এই বিষয়ে কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করব। 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 সম্পর্কে আপডেট পেতে এবং লেটেস্ট নিউজ সম্পর্কে অবগত থাকতে Embibe এর সাথে যুক্ত থাকো। আশা করি পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ধরন 2023 নিবন্ধটির মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারলাম। এরকম আরও তথ্য পেতে Embibe এর সাথে যুক্ত থাকো।

Embibe এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো