• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

মাধ্যমিক সিলেবাস 2023: বিস্তারিতভাবে জেনে নাও [Details]

img-icon

মাধ্যমিক সিলেবাস 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ও রুটিন (Madhyamik syllabus and routine) জানা। মাধ্যমিক 2023 রুটিন (Madhyamik 2023 routine) প্রতিবছরের মতো এবছরেও মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনেই প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা WBBSE বছরে একবার মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ এবং আপডেট করা হয়। তাই শিক্ষার্থীদের নিয়মিতভাবে WBBSE অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা উচিত।


এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা এই নিবন্ধটি পড়ে ২০২৩ সালেরমাধ্যমিক পরীক্ষার সিলেবাস  (Madhyamik Syllabus 2022-2023) সম্বন্ধে অবগত হতে পারবে যা তাদের মাধ্যমিক 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস বাংলার শিক্ষা পোর্টাল থেকে জানা যাবে। কীভাবে দেখতে হবে তা এই নিবন্ধে উল্লেখ করা আছে। মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 অনুসরণ করে পরীক্ষার নির্দিষ্ট তারিখের অন্তত দুমাস আগে শিক্ষার্থীদের অবশ্যই পুরো সিলেবাস কভার করতে হবে এবং বাকি সময়ে বিষয়গুলি রিভিশন করতে হবে।

মাধ্যমিক সিলেবাস 2023 (West Bengal Madhyamik Syllabus 2022-2023): পর্যালোচনা

মাধ্যমিক 2023 সিলেবাস (Madhyamik 2023 Syllabus) সম্পর্কে আলোচনা করার আগে জেনে নেওয়া প্রয়োজন যে মাধ্যমিক পরীক্ষা 2023 (Madhyamik 2023) কবে হবে। নিচের টেবিল থেকে  মাধ্যমিক পরীক্ষা 2023 কার দ্বারা পরিচালিত হয়, কবে শুরু এবং শেষ হবে, পরীক্ষার সময়, ইত্যাদি জেনে নিতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য মাধ্যমিক পরীক্ষার রুটিন জেনে রাখা প্রয়োজন যা তাদেরকে সময়ের মধ্যে প্রস্তুতি নিতে সাহায্য করবে। মাধ্যমিক রুটিন 2023 সম্পর্কে বিশদে জানতে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 নিবন্ধটি পড়ো।

পরীক্ষার নাম WBBSE মাধ্যমিক পরীক্ষা 2022-2023
(WBBSE Madhyamik examination 2022-2023)
পরিচালনাকারী বোর্ড পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
(West Bengal Board Of Secondary Education)
পরীক্ষা শুরু হওয়ার তারিখ ফেব্রুয়ারি 23, 2023
পরীক্ষা শেষ হওয়ার তারিখ মার্চ 4, 2023
পরীক্ষার সময় 11.45 a.m. থেকে 3 p.m.
অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org

এক নজরে দেখে নেওয়া যাক WBBSE মাধ্যমিক সিলেবাস 2023 (WBBSE Madhyamik Syllabus 2023)-এ কোন কোন বিষয় অন্তর্ভুক্ত।  WBBSE মাধ্যমিক 2023 সিলেবাসে মোট সাতটি বিষয় রয়েছে- 

  1. প্রথম ভাষা
  2. দ্বিতীয় ভাষা
  3. গণিত
  4. ভৌতবিজ্ঞান ও পরিবেশ 
  5. জীবনবিজ্ঞান ও পরিবেশ
  6. ইতিহাস ও পরিবেশ
  7. ভূগোল ও পরিবেশ

মাধ্যমিক সিলেবাস 2023 (West Bengal Madhyamik Syllabus 2022-2023): বিস্তারিত আলোচনা

বিষয় – বাংলা (প্রথম ভাষা)

  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • নাটক
  • পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ
  • ব্যাকরণ
  • নির্মিতি 

বিষয় – ইংরাজি (প্রথম ভাষা)

  • Prose
  • Poetry
  • Rapid Reader
  • Grammar & Rhetoric
  • Writing

বিষয় – ইংরাজি (দ্বিতীয় ভাষা)

  • Reading Skill (Seen)
  • Reading Skill (Unseen)
  • Writing Skill
  • Grammar
  • Vocabulary

বিষয় – গণিত  

  • পাটিগণিত
  • বীজগণিত
  • জ্যামিতি
  • ত্রিকোণমিতি
  • পরিমিতি
  • রাশিবিজ্ঞান

সম্পূর্ণ পাঠ্যসূচি-

  1. একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
  2. সরল সুদকষা 
  3. বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 
  4. আয়তঘন 
  5. অনুপাত ও সমানুপাত
  6. চক্রবৃদ্ধি সুদ (3 বছর পর্যন্ত) ও সমহার বৃদ্ধি বা হ্রাস
  7. বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য
  8. লম্ব বৃত্তাকার চোঙ
  9. দ্বিঘাত করণী
  10. বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
  11. সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন 
  12. গোলক
  13. ভেদ
  14. অংশীদারি কারবার
  15. বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য
  16. লম্ব বৃত্তাকার শঙ্কু
  17. সম্পাদ্য : বৃত্তের স্পর্শক অঙ্কন
  18. সদৃশতা
  19. বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা
  20. ত্রিকোণমিতি : কোণ পরিমাপের ধারণা
  21. সম্পাদ্য : মধ্যসমানুপাতী নির্ণয়
  22. পিথাগোরাসের উপপাদ্য
  23. ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি
  24. পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত
  25.  ত্রিকোণমিতিক  অনুপাতের প্রয়োগ : উচ্চতা ও দূরত্ব
  26. রাশিবিজ্ঞান : গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান

বিষয় – ভৌতবিজ্ঞান ও পরিবেশ 

  • পরিবেশ/ সাধারণ অংশ
  • পদার্থবিদ্যা
  • রসায়ন 

সম্পূর্ণ পাঠ্যসূচি-

  1. পরিবেশের জন্য ভাবনা 
  2. গ্যাসের আচরণ
  3. আলো
  4. পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
  5. আয়নীয় ও সমযোজী বন্ধন
  6. রাসায়নিক গণনা
  7. তাপের ঘটনাসমূহ
  8. চলতড়িৎ 
  9. তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
  10. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
  11. ধাতুবিদ্যা
  12. পরমাণুর নিউক্লিয়াস
  13. জৈব রসায়ন

বিষয় – জীবনবিজ্ঞান ও পরিবেশ 

সম্পূর্ণ পাঠ্যসূচি –

  1. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  2. জীবনের প্রবাহমানতা
  3. বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
  4. অভিব্যক্তি ও অভিযোজন
  5. পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

বিষয় – ইতিহাস ও পরিবেশ 

সম্পূর্ণ পাঠ্যসূচি –

  1. ইতিহাসের ধারণা
  2. সংস্কার : বৈশিষ্ট্য ও মূল্যায়ন
  3. প্রতিরোধ ও বিদ্রোহ 
  4. সংঘবদ্ধতার গোড়ার কথা
  5. বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
  6. বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
  7. বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
  8. উত্তর-ঔপনিবেশক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

বিষয় – ভূগোল ও পরিবেশ 

সম্পূর্ণ পাঠ্যসূচি –

  1. বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
  2. বায়ুমণ্ডল
  3. বারিমণ্ডল
  4. বর্জ্য ব্যবস্থাপনা
  5. ভারত
  6. উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র
  7. মানচিত্র (ভারত)

মাধ্যমিক সিলেবাস 2023 PDF ডাউনলোড (West Bengal Madhyamik Syllabus 2022-2023 PDF Download) :

WBBSE ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার  সিলেবাস (WBBSE Madhyamik 2022-2023 Syllabus) তুমি শ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা West Bengal Board Of Secondary Education (WBBSE)-এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ডাউনলোড করে পারো।

  • প্রথম ধাপ: WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও।  – https://wbbse.wb.gov.in 
  • দ্বিতীয় ধাপ: WBBSE হোম পেজে About WBBSE -এর অধীনে Section/Department -এ ক্লিক করো।
  • তৃতীয় ধাপ: এই বিভাগে Academic > know more -এ ক্লিক করো।
  • চতুর্থ ধাপ:  এই পেজের বাঁ দিকে একদম শেষ বিকল্প হল Syllabus  (সিলেবাস)। এখান থেকে তুমি  মাধ্যমিক 2023 সিলেবাস (Madhyamik 2023 Syllabus) পেতে পারো।

অথবা 

  • বাংলার শিক্ষা পোর্টাল https://school.banglarshiksha.gov.in – এই লিঙ্কে ক্লিক করো।
  •  সিলেবাস / পাঠ্যসূচি বিকল্পে ক্লিক করো।
  •  নিজের মিডিয়াম, ক্লাস এবং বিষয় উল্লেখ করো।

এইভাবে তুমি প্রত্যকটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস দেখতে পারো। 

অথবা 

মাধ্যমিক সম্পূর্ণ সিলেবাস 2023 (Madhyamik full syllabus 2023) ডাউনলোড করার জন্য নিচের ডিরেক্ট লিঙ্কে ক্লিক করো। http://wbbse.org/Files/Syllabus_Book_IX_X.pdf – এই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ সিলেবাস দেখো।  

মাধ্যমিক সিলেবাস 2023 (West Bengal Madhyamik Syllabus 2022-2023): তথ্যসমূহ 

WBBSE মাধ্যমিক 2023 সিলেবাস (WBBSE Madhyamik 2023 Syllabus) থেকে কী কী ধরণের তথ্য পাওয়া যাবে দেখে নেওয়া যাক-

  1. বিষয়ভিত্তিক পাঠ্যসূচি
  2. অধ্যায় এবং টপিক
  3. শিক্ষাবর্ষে তিনটি পর্যায়ে বিন্যস্ত পাঠ্যসূচি 
  4. প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন
  5. দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন
  6. তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের / নির্বাচনী পরীক্ষার প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন যা মাধ্যমিক পরীক্ষার নির্দেশক 
  7. মূল্যায়নের সময়সূচি 

সকল শিক্ষার্থীর এই প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন যাতে তারা পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে পারে। 

মাধ্যমিক সিলেবাস 2023 FAQs (West Bengal Madhyamik Syllabus 2022-2023 FAQs)

মাধ্যমিক পরীক্ষার সিলেবাস সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. 2023 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের PDF কীভাবে ডাউনলোড করব?

Ans: এই নিবন্ধে মাধ্যমিক সিলেবাস 2023 কীভাবে ডাউনলোড করতে হবে ব্যাখা করা আছে। জানার জন্য নিবন্ধটি পড়ো।

Q.2. মাধ্যমিক 2023 পরীক্ষার সিলেবাসে কি কোনও পরিবর্তন করা হয়েছে?

Ans: না, সিলেবাস পরিবর্তন সম্বন্ধিত কোনও ঘোষণা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয়নি।

Q.3. ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসের উপর নেওয়া হবে?

Ans: না, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এখনও সিলেবাস সম্পর্কিত এই ধরণের কোনও তথ্য প্রকাশ করেনি। তাই, শিক্ষার্থীদের উচিত সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করেই মাধ্যমিক 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। 

Q.4. মাধ্যমিক সিলেবাস বাংলায়  কী কী আছে ?

Ans: এই নিবন্ধে মাধ্যমিক সিলেবাস 2023 বাংলা (প্রথম ভাষা) সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশদে জানতে বা বাংলা (দ্বিতীয় ভাষা) সম্বন্ধে জানতে, http://wbbse.org/Files/Syllabus_Book_IX_X.pdf -এই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ সিলেবাস দেখো।

Q.5. মাধ্যমিকের 2023 রুটিন কোথা থেকে ডাউনলোড করব?

Ans: WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে। অথবা মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে বিশদে জানতে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 নিবন্ধটি পড়ো।

Q.6. বাংলা ভাষায় madhyamik সিলেবাস 2023 PDF কোথা থেকে ডাউনলোড করব ?

Ans: এই নিবন্ধে দেওয়া ডিরেক্ট লিঙ্ক থেকে সিলেবাস দেখতে পারো অথবা বাংলা শিক্ষার পোর্টাল,  https://school.banglarshiksha.gov.in – এই লিঙ্কে ক্লিক করো এবং সিলেবাস / পাঠ্যসূচি বিকল্পে ক্লিক করে নিজের মিডিয়াম, ক্লাস এবং বিষয় উল্লেখ করে প্রত্যকটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস দেখো। 

Q.7. বিষয়ভিত্তিক মাধ্যমিক 2023 syllabus কোথা থেকে ডাউনলোড করব ?

Ans: এই নিবন্ধে দেওয়া ডিরেক্ট লিঙ্ক থেকে বিষয়ভিত্তিক সিলেবাস দেখতে পারো অথবা আলাদা আলাদা বিষয়ের সিলেবাস জানার জন্য https://school.banglarshiksha.gov.in – এই লিঙ্কে ক্লিক করো এবং সিলেবাস / পাঠ্যসূচি বিকল্পে ক্লিক করে নিজের মিডিয়াম, ক্লাস এবং বিষয় উল্লেখ করে প্রত্যকটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস দেখো। 

Q.8. 2023 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেব?

Ans: একজন মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে প্রথমেই তোমাকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা WBBSE অফিসিয়াল ওয়েবসাইট বা বাংলার শিক্ষা পোর্টাল থেকে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এবং সিলেবাস দেখতে হবে। সেই অনুযায়ী টাইম ম্যানেজমেন্ট এবং স্টাডি প্ল্যান করে নিতে হবে। পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 অনুসরণ করে পরীক্ষার তারিখের অন্তত দুমাস আগে শিক্ষার্থীদের অবশ্যই পুরো সিলেবাস কভার করতে হবে এবং বাকি সময়ে বিষয়গুলি রিভিশন করতে হবে। এছাড়াও পার্সোনালাইজড লার্নিং অভিজ্ঞতা পেতে তুমি Embibe student app ডাউনলোড করতে পারো।

Embibe-এর বিষয় বিশেষজ্ঞরা তোমার জন্য ক্লাস 10 -এর (West Bengal Board Class 10) প্রতিটি অধ্যায়ের টপিকগুলোর উপর ইন্টার‍্যাক্টিভ 3D লার্নিং ভিডিও তৈরি করেছেন যা তোমার অবশ্যই ভালো লাগবে। এছাড়াও Embibe-এ বিগ বুক রয়েছে যাতে AI প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেক বিষয়ের উপর সর্বশ্রেষ্ঠ বইগুলি থেকে প্রশ্ন উপলব্ধ। আমাদের AI-প্ল্যাটফর্মের অন্যতম দুটি ফিচার হল প্র্যাক্টিস এবং টেস্ট, যার সাহায্যে তুমি অতি সহজেই দ্রুত প্রস্তুতি নিতে পারবে। শুধু তাই নয়, প্রতিটি টেস্টের পরে, তুমি সামগ্রিক বিশ্লেষণ দেখতে পাবে যা তোমার সেই বিষয়ে দক্ষতা ও দুর্বলতা নিয়ে আলোচনা করবে যাতে তুমি ক্রমশ সেই বিষয়ে উন্নতি লাভ করো। খুব শীঘ্রই আমরা Embibe-এ অ্যাচিভ লঞ্চ করব যার সাহায্যে তুমি কাস্টমাইজড স্টাডি প্ল্যান করতে পারবে। পার্সোনালাইজড লার্নিং অভিজ্ঞতা লাভ করার জন্য আজই Embibe অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করো। 

এই নিবন্ধে মাধ্যমিক সিলেবাস 2023 (Madhyamik Syllabus 2022-2023) সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছেআশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। 

মাধ্যমিক সিলেবাস 2023 (Madhyamik Syllabus 2022-2023) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য embibe.com   এর সাথে যুক্ত থাকো।

Embibe এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো