পশ্চিমবঙ্গ বোর্ড শ্রেণী 9

তোমার নির্বাচনের সুযোগ বাড়াতে Embibe-এর সাথে এখনই
তোমার প্রস্তুতি শুরু করো।
  • Embibe ক্লাসে সীমাহীন অ্যাক্সেস
  • সর্বশেষ প্যাটার্নের মক টেস্ট প্রচেষ্টা করো
  • 24/7 বিষয় বিশেষজ্ঞদের সাথে চ্যাটে করো

6,000তোমার কাছাকাছি থাকা অনলাইন শিক্ষার্থীরা

  • লেখক Mahul Bhattacharyya
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 5-07-2022
  • লেখক Mahul Bhattacharyya
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 5-07-2022

পরীক্ষার বিষয়ে

About Exam

পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ

পশ্চিমবঙ্গ সরকার পরীক্ষার প্রক্রিয়া পরিচালনা করতে এবং ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক বিদ্যালয় স্তরের পরীক্ষার জন্য নিয়ম ও প্রবিধান এবং নির্দেশিকা তৈরি করতে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সংক্ষেপে WBBSE নামে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রতিষ্ঠা করেছে। 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রথম অ্যাকাডেমিক ক্লাস হল ষষ্ঠ শ্রেণী এবং শেষটি হল দশম শ্রেণী। সমস্ত পরীক্ষা যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষা বোর্ডের নির্দেশিকা অনুসারে বিদ্যালয় স্তরে পরিচালিত হয়। তাই বোর্ডের নির্দেশিকাগুলির কাঠামো অনুসারে, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি সারা বছর জুড়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষার জন্য বিভিন্ন প্রস্তুতিকালীন (FA) এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন (SA) পরিচালনা করতে চলেছে। 

তাই, পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষা হল বিদ্যালয় স্তরে পরিচালিত প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি পরীক্ষা যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা পাঠ্যক্রম, নির্দেশিকা, মার্কিং স্কিম এবং মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পর তোমার ইচ্ছে যাই হোক না কেন, তোমাকে এই পরামর্শই দেওয়া হবে যে, তুমি নবম শ্রেণী থেকে তোমার পছন্দের শাখা এবং এর সাথে যুক্ত বিষয়গুলিতে মনোনিবেশ করতে শুরু করো। 

প্রচারপত্র

পরীক্ষার জন্য পুস্তিকা উপলব্ধ নয়। কিন্তু পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – এ পাওয়া যাবে। 

পরীক্ষার সারাংশ

নবম শ্রেণীর WBBSE অনুমোদিত বিদ্যালয়ের পরীক্ষার জন্য, প্রতিটি শিক্ষার্থীকে নিম্নলিখিত বিষয়গুলি পড়তে হবেঃ 

ক্রমিক সংখ্যা বিষয়
1 প্রথম ভাষা – বাংলা
2 দ্বিতীয় ভাষা – ইংরেজি
3 গণিত
4 পরিবেশ ও বিজ্ঞান
5 ভূগোল ও পরিবেশ
6 ইতিহাস ও পরিবেশ
7 স্বাস্থ্য এবং শারীরশিক্ষা

প্রতিটি বিষয়ের জন্য বছরে তিনবার পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে যা নম্বরের বিভাজন সহ নিম্নলিখিত সময়সূচীতে দেখানো হয়েছেঃ 

বিষয় মূল্যায়ন নম্বর সময়সূচী
প্রথম ভাষা – বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর
দ্বিতীয় ভাষা – ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর
গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর
পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর
ভূগোল ও পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর
ইতিহাস ও পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর
স্বাস্থ্য এবং ভৌত পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নভেম্বর / ডিসেম্বর

পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে পড়ে সংশ্লিষ্ট বিষয়ের ওপর একটি লিখিত পরীক্ষা। বিভিন্ন পর্যায়ক্রমিক মূল্যায়নে বিভিন্ন বিষয়ের নম্বর বিভাজনের জন্য নীচের তালিকাটি দেখোঃ 

বিষয়ের নাম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক তৃতীয় পর্যায়ক্রমিক মোট
প্রথম ভাষা – বাংলা 40 40 90 170
দ্বিতীয় ভাষা – ইংরেজী 40 40 90 170
গণিত 40 40 90 170
পরিবেশ ও বিজ্ঞান 40 40 90 170
ভূগোল এবং পরিবেশ 40 40 90 170
ইতিহাস এবং পরিবেশ 40 40 90 170
শারীর শিক্ষা ও কলা বিদ্যা 40 40 90 170

পর্যায়ক্রমিক মূল্যায়নের গ্রেডিং পদ্ধতি

গ্রেড নম্বর শতাংশ
A+ 90% – 100%
A 80% – 89%
B+ 70% – 79%
B 60% – 69%
C+ 45% – 59%
C 25% – 44%
D 25% এর নীচে

অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন নিম্নলিখিত পরিমাপে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে গঠিতঃ 

নির্দেশকের নাম প্রথম অন্তর্বর্তী প্রস্তুতিকালীন দ্বিতীয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন তৃতীয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মোট
অংশগ্রহণ 20 20 20 60
প্রশ্ন এবং পরীক্ষানিরীক্ষা 20 20 20 60
ব্যাখ্যা এবং প্রয়োগ 20 20 20 60
সহানুভূতি এবং সহযোগিতা 20 20 20 60
সৃজনশীল এবং নান্দনিক অভিব্যক্তি 20 20 20 60
মোট 100 100 100  

অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য গ্রেডিং স্কেল

গ্রেড নম্বর
A 75 – 100%
B 50 – 74%
C 25 – 49%
D 25% এর নীচে

পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ, সপ্তম, এবং অষ্টম শ্রেণীর মত ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য পাশ/ফেল পদ্ধতি বাতিল করেছে। এই ক্লাসগুলির জন্য, সমস্ত শিক্ষার্থীর মূল্যায়ন বছরে তিনবার পর্যায়ক্রমিক এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের মাধ্যমে করা হয়। শিক্ষাদান পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি এরূপ যে, সকল শিক্ষার্থী 25% বা তার বেশি পাবে বলে আশা করা হয়, যার ভিত্তিতে তারা পাশ করে পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়।

দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যখন একজন শিক্ষার্থী কিছু বিষয়ে 25% বা তার বেশি নম্বর পেতে ব্যর্থ হয়, তখন শিক্ষার্থীকে তার শ্রেণী শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুতির জন্য 30 দিন সময় দেওয়া হয় এবং আবার মূল্যায়ন করা হয়। যদি শিক্ষার্থীটি আবার অসফল হয়, তাহলে এই প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না শিক্ষার্থীর 25% বা তার বেশি নম্বর প্রাপ্ত হয় এবং পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে। 

পরীক্ষার পাঠ্যক্রম

Exam Syllabus

পরীক্ষার পাঠ্যক্রম

A)  দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির পাঠ্যক্রম

Chapter No
অধ্যায় নম্বর
Details
বিস্তারিত
First Summative Evaluation : 40 marks (April)
Internal Formative Evaluation : 10 Marks
1 Tales of Bhola Grandpa — Manoj Das
The Coral Island — R. M. Ballantyne
2 Autumn — John Clare
Seasons and Time — William Barnes
3 All about a dog — A.G Gardiner
On the Way to Pretoria — M. K. Gandhi
4 A Day in the Zoo —Gerald Durrell
How it Happened — Arthur Conan Doyle
Second Summative Evaluation : 40 Marks (August)
Internal Formative Evaluation : 10 Marks
5 All summer in a Day —Ray Bradbury
Night Journey — Theodore Roethke
6 Mild the Mist upon the Hill —Emily Jane Bronte
After Twenty Years — O.Henry
7 Tom Loses a Tooth —Mark Twain
The Boy, the Dog and the Spaceship — Nicholas Fisk
8 His first flight —Liam O’Flaherty
The Taste of Watermelon — Borden Deal
Third Summative Evaluation : 90 marks (December)
Internal Formative Evaluation : 10 Marks
9 The North Ship —Philip Larkin
Petals — Amy Lowell
10 The Price of Bananas —Mulk Raj Anand
In A Disused Graveyard — Robert Frost
11 A Shipwrecked Sailor —Daniel Defoe
The Money Box — Robert Lynd
12 Hunting Snake —Judith Wright
The Absent-minded Man — Jerome K. Jerome
Lessons 1 – 8 are to be included in the Third Summative Evaluation
Grammar, Vocabulary and Writing items practised in classes IX are also to be included.

B) গণিত-এর জন্য পাঠ্যক্রম

ক্রমিক সংখ্যা অধ্যায়ের নাম বিস্তারিত
Summative – I (40 Marks) (Time : April) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – I (40 নম্বর) (সময় : এপ্রিল মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
1 বাস্তব সংখ্যা (i) স্বাভাবিক সংখ্যা, অখন্ড সংখ্যা, পূর্ণসংখ্যা, মূলদ সংখ্যা, বীজগাণিতিক সংখ্যার ধারণা।
(ii) মূলদ সংখ্যার দশমিকে প্রকাশ
(iii) বাস্তব সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন
(iv) বাস্তব সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ।
(v) বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধগুলির ধারণা এবং স্বতঃসিদ্ধগুলি ব্যবহার করে সহজ বাস্তব সমস্যার সমাধান।
2 সূচকের নিয়মাবলি (i) নিধান, সূচক, মূল ও ঘাতের ধারণা।
(ii) পূর্ণসংখ্যা, ভগ্নাংশ সূচকের ধারণা।
(iii) সূচকের মৌলিক নিয়মাবলি ও তাদের প্রয়োগ।
((iv) সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ।
3 লেখচিত্র (i) সমকোণী কার্তেজীয় তল ও স্থানাঙ্কের ধারণা।
(ii) বিন্দুর স্থানাঙ্কের ধারণা ও কার্তেজীয় তলে একটি বিন্দু স্থাপনের ধারণা।
(iii) একচল ও দুই চলবিশিষ্ট একঘাত সমীকরণের ধারণা এবং তাদের লেখচিত্র অঙ্কন।
(iv) লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণের সমাধান। একটিমাত্র সমাধান, অসংখ্য সমাধান ও সমাধান সম্ভব নয় এগুলির ধারণা।
4 স্থানাঙ্ক জ্যামিতি (দূরত্ব নির্ণয়) (i) সমকোণী কার্তেজীয় তলে দুটি বিন্দুর দূরত্বের সূত্রের ধারণা ও তার প্রয়োগ।
5 রৈখিক সহসমীকরণ (দুই চলবিশিষ্ট) (i) রৈখিক সহসমীকরণ সমাধান (অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত ও বজ্রগুণন পদ্ধতি)।
(ii) রৈখিক সহসমীকরণের বাস্তব সমস্যার সমাধান।
6 সামান্তরিকের ধর্ম (i) চতুর্ভূজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বসের ধারণা।
(ii) যে-কোনো সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান, বিপরীত কোণদ্বয়ের পরিমাপ সমান এবং প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে -প্রমাণ।
(iii) যে-কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে -প্রমাণ।
(iv) একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(v) একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(vi) একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং ওই বাহুদ্বয় সমান্তরাল হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(vii) একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(viii) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।
7 বহুপদী সংখ্যামালা (i) এক বা একের বেশি চলবিশিষ্ট বহুপদী সংখ্যামালার ধারণা।
(ii) বহুপদী সংখ্যামালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগের ধারণা।
(iii) বহুপদী সংখ্যামালা থেকে অপেক্ষকের ধারণা।
(iv) বহুপদী সংখ্যামালার শূন্যের ধারণা।
(v) ভাগশেষ উপপাদ্য।
(vi) গুণনীয়ক উপপাদ্য।
(vii) শূন্য বহুপদীর ধারণা।
(viii) উপরের প্রত্যেকটির প্রয়োগ।
8 উৎপাদকে বিশ্লেষণ a2-b2, a3+b3, a3-b3, a3+b3+c3-3abc, শূন্য পদ্ধতি।
Summative – II (40 Marks) (Time : August) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – II (40 নম্বর) (সময় : আগস্ট মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
4 স্থানাঙ্ক জ্যামিতি (দূরত্ব নির্ণয়) (i) সমকোণী কার্তেজীয় তলে দুটি বিন্দুর দূরত্বের সূত্রের ধারণা ও তার প্রয়োগ।
5 রৈখিক সহসমীকরণ (দুই চলবিশিষ্ট) ( i) রৈখিক সহসমীকরণ সমাধান (অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত ও বজ্রগুণন পদ্ধতি)।
(ii) রৈখিক সহসমীকরণের বাস্তব সমস্যার সমাধান।
6 সামান্তরিকের ধর্ম (i) চতুর্ভূজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বসের ধারণা।
(ii) যে-কোনো সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান, বিপরীত কোণদ্বয়ের পরিমাপ সমান এবং প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে -প্রমাণ।
(iii) যে-কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে -প্রমাণ।
(iv) একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(v) একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(vi) একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং ওই বাহুদ্বয় সমান্তরাল হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(vii) একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক -প্রমাণ।
(viii) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।
9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য (i) একটি ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক -প্রমাণ।
(ii) একটি ত্রিভুজের যে-কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা, তৃতীয় বাহুটিকে সমদ্বিখন্ডিত করে এবং দুটি বাহুদ্বয়ের ছিন্ন সরলরেখাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক -প্রমাণ।
(iii) তিন বা তিনের বেশি সমান্তরাল সরলরেখা যদি কোনো ভেদক থেকে সমান সমান অংশ ছিন্ন করে তাহলে অপর যে-কোনো ভেদক থেকেও সমান সমান অংশ ছিন্ন করবে। প্রমাণের প্রয়োজন নেই। কেবলমাত্র যাচাই।
(iv) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।
10 লাভ ও ক্ষতি ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, লাভ, ক্ষতি, ধার্য্যমূল্য, ক্রয়মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি, বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি, ছাড়, সমতুল্য ছাড় ইত্যাদির ধারণা এবং প্রয়োগ।
11 রাশিবিজ্ঞান (i) তথ্যের তালিকা নির্ণয়ের ধারণা।
(ii) পরিসংখ্যা বিভাজন ছক তৈরির ধারণা।
(iii) ক্রমযৌগিক পরিসংখ্যার ধারণা।
(iv) আয়তলেখ অঙ্কন।
(v) পরিসংখ্যা বহুভুজ অঙ্কন।
12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য স্বতঃসিদ্ধঃ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ -এর ধারণা।
(i) “যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান” -প্রমাণ।
(ii) যে সকল সামান্তরিক সমান সমান ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান (অনুসিদ্ধান্ত)।
(iii) সামান্তরিকের ক্ষেত্রফল = সামান্তরিকটির ভূমি x উচ্চতা (অনুসিদ্ধান্ত)।
(iv) একটি ত্রিভুজ ও একটি সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক -প্রমাণ।
(v) ত্রিভুজের ক্ষেত্রফল = 1 / 2 x ভূমি x উচ্চতা (অনুসিদ্ধান্ত)।
(vi) যে সকল ত্রিভুজ একই ভূমির উপর এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান – প্রমাণ।
(vii) যে সকল ত্রিভুজ সমান সমান ভূমির উপর এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান (অনুসিদ্ধান্ত)।
13 সম্পাদ্য একটি ত্রিভুজাকার ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আকারের ক্ষেত্র অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট এবং প্রয়োগ।
14 ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় (i) ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। হেরনের সূত্রের ধারণা। বাস্তব সমস্যায় প্রয়োগ।
(ii) আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়ামের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় এবং বাস্তব সমস্যায় প্রয়োগ।
15 বৃত্তের পরিধি বৃত্তের পরিধি নির্ণয়। পরিধির ধারণা এবং বৃত্তের পরিধির সূত্র ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান।
16 সমবিন্দুঃ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য (i) যে-কোনো ত্রিভুজের বাহুগ্লির লম্ব সমদ্বিখন্ডকগুলি সমবিন্দু -প্রমাণ। পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ,পরিবৃত্তের ধারণা।
(ii) যে-কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুগুলির উপর লম্বগুলি সমবিন্দু -প্রমাণ।
(iii) যে-কোনো ত্রিভুজের অন্তঃকোণগুলির সমদ্বিখন্ডকগুলি সমবিন্দু -প্রমাণ। অন্তঃকেন্দ্র, অন্তর্ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ধারণা।
(iv) যে-কোনো ত্রিভুজের মধ্যমাগুলি সমবিন্দু -প্রমাণ। ভরকেন্দ্রের ধারণা এবং ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে তার ধারণা।
(v) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।
Summative – III (90 Marks) (Time : December) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – III (90 নম্বর) (সময় : ডিসেম্বর মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
17 বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের ধারণা, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রের ধারণা এবং বাস্তব সমস্যার সমাধান।
18 স্থানাঙ্ক জ্যামিতি একটি নির্দিষ্ট সরলরেখাংশকে প্রদত্ত অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রের ধারণা ও তার প্রয়োগ।
19 স্থানাঙ্ক জ্যামিতি (i) তিনটি প্রদত্ত বিন্দুর সংযোগে উৎপন্ন ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল।
(ii) চারটি প্রদত্ত বিন্দুর সংযোগে উৎপন্ন চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল।
(iii) তিনটি প্রদত্ত বিন্দুর সমরেখ হবার শর্ত।
(iv) ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়।
20 লগারিদম (i) প্রয়োজনীয়তা।
(ii) সংজ্ঞা।
(iii) সাধারণ লগারিদম ও স্বাভাবিক লগারিদমের ধারণা।
(iv) লগারিদমের ধর্মাবলি।
(v) সাধারণ লগারিদমের প্রয়োগ।
21 সেট তত্ত্ব সেট তত্ত্বের ধারণা।
22 সম্ভাবনা সম্ভাবনা তত্ত্বের ধারণা।
প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নে অন্তর্ভুক্ত পাঠগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অন্তর্ভুক্ত করতে হবে।

C) ভৌতবিজ্ঞান এবং পরিবেশ-এর পাঠ্যক্রম

ক্রমিক সংখ্যা অধ্যায়ের নাম
Summative – I (40 Marks) (Time : April) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – I (40 নম্বর) (সময় : এপ্রিল মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
1 পরিমাপ
2 বল ও গতি
3 পরমাণুর গঠন
Summative – II (40 Marks) (Time : August) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – II (40 নম্বর) (সময় : আগস্ট মাস) এবং অন্তর্বর্তি প্রস্তুতিকালীন (10 নম্বর)
4 মোলের ধারণা
5 পদার্থঃ গঠন ও ধর্ম
6 দ্রবণ
7 অ্যাসিড, ক্ষার ও লবণ
8 কার্য, ক্ষমতা ও শক্তি
Summative – III (90 Marks) (Time : December) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – III (90 নম্বর) (সময় : ডিসেম্বর মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
9 শব্দ
10 তাপ
11 মিশ্রণের উপাদান পৃথকীকরণ
12 জল
প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূলগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে।

D) জীবনবিজ্ঞান ও পরিবেশ -এর জন্য পাঠ্যক্রম

ক্রমিক সংখ্যা অধ্যায়ের নাম
Summative – I (40 Marks) (Time : April) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – I (40 নম্বর) (সময় : এপ্রিল মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
1 জীবন ও তার বৈচিত্র্য
2 জীবন সংগঠনের স্তর
Summative – II (40 Marks) (Time : August) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – II (40 নম্বর) (সময় : আগস্ট মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
3 জীবনের জৈবনিক প্রক্রিয়া
Summative – III (90 Marks) (Time : December) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – III (90 নম্বর) (সময় : ডিসেম্বর মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
4 জীববিদ্যা ও মানবকল্যাণ
5 পরিবেশ ও তার সম্পদ
প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূলগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে।

E) ইতিহাস ও পরিবেশ-এর জন্য পাঠ্যক্রম

ক্রমিক সংখ্যা অধ্যায়ের নাম
Summative – I (40 Marks) (Time : April) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – I (40 নম্বর) (সময় : এপ্রিল মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
1 অধ্যায়-1: ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
2 অধ্যায়-2: বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
Summative – II (40 Marks) (Time : August) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – II (40 নম্বর) (সময় : আগস্ট মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
3 অধ্যায়-3: উনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
4 অধ্যায়-4: শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
5 অধ্যায়-5: বিশ শতকে ইউরোপ
Summative – III (90 Marks) (Time : December) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – III (90 নম্বর) (সময় : ডিসেম্বর মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
6 অধ্যায়-6: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
7 অধ্যায়-7: জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ
প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূলগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে।

F) ভূগোল ও পরিবেশ-এর জন্য পাঠ্যক্রম 

ক্রমিক সংখ্যা অধ্যায়ের নাম
Summative – I (40 Marks) (Time : April) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – I (40 নম্বর) (সময় : এপ্রিল মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
1 বিষয়বস্তু-1: গ্রহরূপে পৃথিবী
2 বিষয়বস্তু-2: পৃথিবীর গতিসমূহ
3 বিষয়বস্তু-7: ভারতের সম্পদ
4 মানচিত্র (ভারতের সম্পদ)
Summative – II (40 Marks) (Time : August) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – II (40 নম্বর) (সময় : আগস্ট মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
5 বিষয়বস্তু-3: পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
6 বিষয়বস্তু-4: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
7 বিষয়বস্তু-5: আবহবিকার
8 বিষয়বস্তু-8: পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ)
Summative – III (90 Marks) (Time : December) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – III (90 নম্বর) (সময় : ডিসেম্বর মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
9 বিষয়বস্তু-6: দুর্যোগ ও বিপর্যয়
10 বিষয়বস্তু-8: পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)
11 বিষয়বস্তু-9:মানচিত্র ও স্কেল
12 মানচিত্র (পশ্চিমবঙ্গ)
প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূলগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে।

G) প্রথম ভাষা হিসেবে বাংলার পাঠ্যক্রম

ক্রমিক সংখ্যা অধ্যায়ের নাম
Summative – I (40 Marks) (Time : April) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – I (40 নম্বর) (সময় : এপ্রিল মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
1 কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন।
2 ধীবর-বৃত্তান্ত, ইলিয়াস। শব্দ গঠন : উপসর্গ, অনুসর্গ।
3 দাম, নোঙর। ধাতু ও প্রত্যয়। ভাবসম্প্রসারণ।
Summative – II (40 Marks) (Time : August) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – II (40 নম্বর) (সময় : আগস্ট মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
4 নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা এবং বাংলা শব্দ-ভাণ্ডার।
5 চিঠি এবং ভাবার্থ ও সারাংশ। শব্দ ও পদ।
6 আবহমান, রাধারাণী।বিশেষ্য-বিশেষণ-সর্বনাম বিস্তারিত আলোচনা।
Summative – III (90 Marks) (Time : December) and Formative (10 Marks)
পর্যায়ক্রমিক – III (90 নম্বর) (সময় : ডিসেম্বর মাস) এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন (10 নম্বর)
7 হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। অব্যয়, ক্রিয়া, গল্পলিখন এবং প্রবন্ধ রচনা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের ব্যাকরণ ও নির্মিতির সমস্ত অধ্যায়।
8 প্রফেসর শঙ্কুর ডায়রির চিহ্নিত তিনটি গল্প
প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূলগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে।

পরীক্ষার ব্লুপ্রিন্ট

বিভিন্ন বিষয়ের অধ্যায় অনুযায়ী নম্বরের জন্য পাঠ্যক্রম সম্বলিত নথিটি দেখো। এখানে ক্লিক করো.

ব্যবহারিক/নিরীক্ষণের তালিকা এবং মডেল লেখা

বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, 10 নম্বরের তৃতীয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য, প্রতিটি শিক্ষার্থীর সাধারণত কাজ করার জন্য একটি প্রকল্প দেওয়া হয়। এই প্রকল্পের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।

স্কোর সর্বোচ্চ করার অধ্যয়ন পরিকল্পনা

Study Plan to Maximise Score

প্রস্তুতির পরামর্শ

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন নিম্নলিখিত সময়সূচী অনুসারে পর্যায়ক্রমিক এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের মাধ্যমে তিনটি পর্যায়ে পরিচালিত হয়ঃ 

মূল্যায়ন সময়সূচী
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন এপ্রিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন আগস্ট
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নভেম্বর / ডিসেম্বর
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন নভেম্বর / ডিসেম্বর

উপরে “পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষার সম্পর্কে” নামক গ্রুপের অধীনে “পরীক্ষার সারসংক্ষেপ” সাব গ্রুপে আরও বিশদে দেওয়া হয়েছে। 

মূল্যায়নের ধরণ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পর্যায়ক্রমিক সময়ের পাঠ্যক্রমটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে বাধ্য করে। 

কার্যকর প্রস্তুতির জন্য এখানে কয়েকটি পরামর্শ রয়েছেঃ 

a) সংশ্লিষ্ট পর্যায়ক্রমিক সময়ের জন্য পাঠ্যক্রম চিহ্নিত করো। 

b) পুরো পাঠ্যক্রমটি একাধিকবার পড়ো এবং বিষয়বস্তুটি আত্মস্থ করো। 

c) যদি কোন কিছু তুমি বুঝতে না পারো, তোমার শিক্ষকের কাছ থেকে তা স্পষ্ট করে জেনে নাও।

d) যেখানে প্রয়োজন সেখানে নোট তৈরি করো। 

e) গণিতের ক্ষেত্রে, যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছ যে তোমার পাঠ্যপুস্তকে দেওয়া এবং একই শ্রেণীর অন্যান্য সকল বইয়ের সব সমস্যার সমাধান তুমি করতে পারছ ততক্ষণ প্রতিটি সমস্যার অনুশীলন একাধিকবার করো। 

f) প্রতিটি অধ্যায়ের অনুশীলনে এবং বইয়ের শেষে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তর প্রস্তুত করো। 

g) পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্য বইগুলি ছাড়াও অন্য বই সম্পূর্ণ বা আংশিকভাবে পড়ো, প্রস্তুতি নাও এবং সমাধান করো। 

h) আরোও অনুশীলনের জন্য Embibe -এ নবম শ্রেণীর মক টেস্টগুলো দাও। 

পরীক্ষা নেওয়ার কৌশল

পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর জন্য মূল্যায়নের মানদন্ডের বিশদ বিবরণ উপরের “পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষা সম্পর্কে” -গ্রুপের “পরীক্ষার সারসংক্ষেপ ” সাব গ্রুপে দেওয়া হয়েছে। 

নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর কাছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মূল্যায়ন পদ্ধতিটি জটিল মনে হতে পারে। যদি একজন শিক্ষার্থী এটি ভালভাবে বুঝতে না পারে, তবে বছরের শুরুতেই তার নিম্নলিখিত বিষয়ে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষকের সাথে পরামর্শ করা উচিতঃ 

a) পর্যায়ক্রমিক মূল্যায়ন কী? 

b) প্রস্তুতিকালীন মূল্যায়ন কী? 

c) বিভিন্ন পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের সময়। 

d) মার্কিং স্কিম পদ্ধতি। 

e) পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য গ্রেডিং পদ্ধতি। 

f) পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের মধ্যে পার্থক্য। 

বিস্তারিত অধ্যয়ন পরিকল্পনা

1. নিয়মানুগ  এবং পরিকল্পিত হও

শিক্ষার্থীদের একটি সঠিক সময়সূচী তৈরি করতে হবে এবং কেবলমাত্র সেই বই বা নিবন্ধগুলিকে তাদের সামনে রাখতে হবে যা সময়সূচীর মধ্যে উল্লিখিত । একটি সঠিক এবং পদ্ধতিগত অধ্যয়ন ব্যবস্থা বজায় রাখা তাদের সকল বা যেকোনো থিমকে সমান গুরুত্ব প্রদান করতে সহায়তা করে। অধ্যয়ন ব্যবস্থা বিষয়ের গুরুত্ব অনুযায়ী গঠন করা উচিৎ।
2. সম্পূর্ণ পাঠ্যক্রম দেখো 

প্রস্তুতি শুরু করার আগে, শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর বিদ্যালয় স্তরের পরীক্ষার কার্যক্রমে অন্তর্ভুক্ত প্রতিটি বিষয়ের সমস্ত প্রসঙ্গ বোঝা উচিৎ। শিক্ষার্থীদের কার্যক্রমটি জানার ফলস্বরূপ তারা নিজেদেরকে সংগঠিত করতে পারে। সুতরাং, WBBSE পাঠ্যপুস্তক থেকে তোমার কর্মসূচী ম্যাপ করো এবং এর প্রতিটি লাইন প্রস্তুত করো।
3. প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে

পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর স্তরের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময়, বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ইত্যাদির মতো কঠিন বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার প্রবণতা দেখা যায় এবং ভাষাগুলিকে উপেক্ষা করে। তবে এটি পরামর্শ দেওয়া হয় যে, তারা ভাষা সম্পর্কে আরোও সচেতন হোক কারণ এটি তাদের সামগ্রিক জ্ঞান উন্নীত করতে সাহায্য করবে। 

4. সঠিক পুনরালোচনা
 

থিম অনুযায়ী একটি সঠিক পুনরালোচনা প্রস্তুত করা শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে দ্রুত সংশোধন করতে সাহায্য করতে পারে। একটি অধ্যায় শেষ করার পর, শিক্ষার্থীদের অন্য অধ্যায়ে যাওয়ার আগে অধ্যায়টি পুনরালোচনা করা উচিৎ। গুরুত্বপূর্ণ বিষয়ের নোট তৈরি করা বা পুনরালোচনার জন্য সূত্র তৈরি করা বুদ্ধিদীপ্ত কাজ। পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তক অনুশীলন করা শিক্ষার্থীদের পুরো কার্যক্রমটি পুনরালোচনা করতে সাহায্য করে এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যায় না।
5. নমুনা পত্র এবং/অথবা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করো

শিক্ষার্থীদের নিবন্ধের ধরণটির সাথে নিজেদের পরিচিত করার জন্য খসড়া পত্র বা পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করা উচিৎ। 

6. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর প্রস্তাবিত পাঠ্য বইগুলি অনুসরণ করো
 

 পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর বিদ্যালয় স্তরের পরীক্ষায় ভালো নম্বর পেতে, প্রতিটি বিষয়ের মৌলিক ধারণাগুলির একটি বিস্তৃত বোধগম্যতা এবং WBBSE বিভাগের ছয়টি বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়া অপরিহার্য। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতির জন্য WBBSE পাঠ্যপুস্তক দিয়ে তাদের প্রস্তুতি শুরু করা উচিৎ কারণ সেগুলিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অধ্যয়নের উপকরণের সহজ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। 

ইন্টার‍্যাক্টিভ ভিডিওর মাধ্যমে শেখার জন্য শিক্ষার্থীরাও Embibe -এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে।

প্রস্তাবিত অধ্যায়

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের  নবম শ্রেণীর জন্য প্রস্তাবিতবইগুলি নিম্নরূপঃ

ক্রমিক সংখ্যা বই প্রকাশক
1 Bliss (English Textbooks)
Splendour
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
2 প্রফেসর শঙ্কুর ডায়রি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
3 সাহিত্য সঞ্চয়ন। ( বাংলা পাঠ্যপুস্তক) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
4 গণিত প্রকাশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
5 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
6 জীবনবিজ্ঞান ও পরিবেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
7 ইতিহাস ও পরিবেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
8 ভূগোল ও পরিবেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

পরীক্ষার কাউন্সেলিং

Exam counselling

অভিভাবকদের কাউন্সেলিং

নবম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক শিক্ষার মধ্যগগণে। এটি দশম শ্রেণীতে উন্নীত হওয়ার আগে শেষ বছর বা প্রস্তুতির বছর, তারপরে তারা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রথম বোর্ড পরীক্ষায় বসে। এই বয়সটাতে তারা বিশ্বে তাদের চারপাশে যা ঘটছে তা জানতে বেশি আগ্রহী। তাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি উভয়ই প্রয়োজন। দশম শ্রেণী বোর্ড পরীক্ষা এবং অন্যান্য সমস্ত কাজের মধ্যে তাদের সময় ভাগ করতে হবে।শিক্ষার্থীরা যা করছে তার মধ্যে ভারসাম্য বজায় রাখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

পিতা-মাতাদের বুঝতে হবে যে এই পর্যায়ে তাদের সন্তানদের লালন -পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

এই পর্যায়ে সঠিক নির্দেশনা, নিয়ন্ত্রণ এবং নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন, বিশেষ করে বাচ্চাদের পিতা-মাতার। 

FAQs

Freaquently Asked Questions

সাধারণ জিজ্ঞাস্য প্রশ্ন

Q1. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষা কি বোর্ড স্তরের পরীক্ষা নাকি স্কুল স্তরের পরীক্ষা?

উত্তরঃ এটি একটি বিদ্যালয় স্তরের পরীক্ষা যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। 

Q2. WBBSE -এর অধীনে নবম শ্রেণীতে কয়টি বিষয় রয়েছে? 

উত্তরঃ নবম শ্রেণীতে 7টি বিষয় রয়েছে। সেগুলি হলঃ 

a) প্রথম ভাষা – (সাধারণত) বাংলা 

b) দ্বিতীয় ভাষা – (সাধারণত) ইংরেজি 

c) গণিত 

d) বিজ্ঞান ও পরিবেশ 

e) ভূগোল ও পরিবেশ 

f) ইতিহাস ও পরিবেশ 

g) স্বাস্থ্য ও শারীর শিক্ষা

Q3. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষায় শিক্ষার্থীদের নেওয়ার জন্য কোনও তৃতীয় ভাষা আছে কি? 

উত্তরঃ না পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষায়শিক্ষার্থীদের নেওয়ার জন্য কোনও তৃতীয় ভাষা নেই। 

Q4. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষারজন্য কোনও পাশ / ফেল ব্যবস্থা আছে কি? 

উত্তরঃ ষষ্ঠ থেকে নবম স্তর পর্যন্ত পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষার জন্য কোনও পাশ / ফেলের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের মূল্যায়নের তিনটি ধাপের মাধ্যমে মূল্যায়ন করা হয় (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের সমন্বয়)। সাধারণত সকল শিক্ষার্থী পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়। 

শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে যখন একজন শিক্ষার্থী 25% -এর কম নম্বর পেয়ে থাকে পর্যায়ক্রমিক মূল্যায়নে বা প্রস্তুতিকালীন মূল্যায়নে বা উভয় ক্ষেত্রেই, শিক্ষার্থীকে এক মাসের সময় দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে উন্নতি করার জন্য (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন উভয়ই) এবং আবার মূল্যায়ন করা হয়। এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না শিক্ষার্থী 25% -এর বেশি নম্বর পাওয়ার জন্য যথেষ্ট উন্নতি না করে এবং পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়। 

তাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অধ্যয়নরত সকল নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত করার ব্যবস্থা প্রযোজ্য।

করণীয় এবং অকরণীয়

Q1. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষা কি বোর্ড স্তরের পরীক্ষা নাকি স্কুল স্তরের পরীক্ষা?

উত্তরঃ এটি একটি বিদ্যালয় স্তরের পরীক্ষা যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। 

Q2. WBBSE -এর অধীনে নবম শ্রেণীতে কয়টি বিষয় রয়েছে? 

উত্তরঃ নবম শ্রেণীতে 7টি বিষয় রয়েছে। সেগুলি হলঃ 

a) প্রথম ভাষা – (সাধারণত) বাংলা 

b) দ্বিতীয় ভাষা – (সাধারণত) ইংরেজি 

c) গণিত 

d) বিজ্ঞান ও পরিবেশ 

e) ভূগোল ও পরিবেশ 

f) ইতিহাস ও পরিবেশ 

g) স্বাস্থ্য ও শারীর শিক্ষা

Q3. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষায় শিক্ষার্থীদের নেওয়ার জন্য কোনও তৃতীয় ভাষা আছে কি? 

উত্তরঃ না পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষায়শিক্ষার্থীদের নেওয়ার জন্য কোনও তৃতীয় ভাষা নেই। 

Q4. পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর পরীক্ষারজন্য কোনও পাশ / ফেল ব্যবস্থা আছে কি? 

উত্তরঃ ষষ্ঠ থেকে নবম স্তর পর্যন্ত পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষার জন্য কোনও পাশ / ফেলের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের মূল্যায়নের তিনটি ধাপের মাধ্যমে মূল্যায়ন করা হয় (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের সমন্বয়)। সাধারণত সকল শিক্ষার্থী পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়। 

শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে যখন একজন শিক্ষার্থী 25% -এর কম নম্বর পেয়ে থাকে পর্যায়ক্রমিক মূল্যায়নে বা প্রস্তুতিকালীন মূল্যায়নে বা উভয় ক্ষেত্রেই, শিক্ষার্থীকে এক মাসের সময় দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে উন্নতি করার জন্য (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন উভয়ই) এবং আবার মূল্যায়ন করা হয়। এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না শিক্ষার্থী 25% -এর বেশি নম্বর পাওয়ার জন্য যথেষ্ট উন্নতি না করে এবং পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত হয়। 

তাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অধ্যয়নরত সকল নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত করার ব্যবস্থা প্রযোজ্য।

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

About Exam

স্কুল ও কলেজের তালিকা

ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম বেসরকারি / সরকারি অবস্থান
1 Asansol Arunoday High School সরকারি আসানসোল
2 Domohani Kelejora High School সরকারি আসানসোল
3 Loreto Convent, Asansol বেসরকারি আসানসোল
4 St. Patrick’s Higher Secondary School বেসরকারি আসানসোল
5 St. Vincent’s High and Technical School বেসরকারি আসানসোল
6 Dr. Graham’s Homes, Kalimpong বেসরকারি দার্জিলিং
7 Gandhi Ashram School বেসরকারি দার্জিলিং
8 Goethals Memorial School, Kurseong বেসরকারি দার্জিলিং
9 Loreto Convent বেসরকারি দার্জিলিং
10 Mount Carmel School, Darjeeling বেসরকারি দার্জিলিং
11 Mount Hermon School বেসরকারি দার্জিলিং
12 Rockvale Academy বেসরকারি দার্জিলিং
13 St. Augustine’s School বেসরকারি দার্জিলিং
14 St. George’s Higher Secondary School সরকারি দার্জিলিং
15 St. Joseph’s School, Darjeeling বেসরকারি দার্জিলিং
16 St. Paul’s School, Darjeeling বেসরকারি দার্জিলিং
17 St. Roberts School, Darjeeling বেসরকারি দার্জিলিং
18 Aditya Academy (Senior Secondary) বেসরকারি বারাসাত
19 Amrai High School সরকারি দুর্গাপুর
20 Andal Mahabir High School সরকারি অন্ডাল

 

ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম বেসরকারি / সরকারি অবস্থান
21 Andhra Association School সরকারি দক্ষিণ কলকাতা
22 Apeejay School Kolkata বেসরকারি কলকাতা
23 Arambagh Girls High School সরকারি আরামবাগ
24 Auxilium Convent School বেসরকারি কলকাতা
25 B. T. Road Government Sponsored H. S. School সরকারি কলকাতা
26 Bahadurpur High School সরকারি মুর্শিদাবাদ
27 Ballygunge Government High School সরকারি কলকাতা
28 Balutungi High School সরকারি উত্তর দিনাজপুর
29 Bamanhat High School সরকারি ব্যান্ডেল
30 Bandel Vidyamandir High School সরকারি বাঁকুড়া
31 Bankura Zilla School সরকারি হুগলী
32 Bansberia Ganges High School সরকারি কলকাতা
33 Baranagore Ramakrishna Mission Ashrama High School সরকারি কলকাতা
34 Barasat Mahatma Gandhi Memorial High School সরকারি বারাসাত
35 Barasat Peary Charan SarkarGovernment High School সরকারি বারাসাত
36 Barrackpore Government High School সরকারি ব্যারাকপুর
37 Baruipur High School সরকারি বারুইপুর
38 Bhogpur K. M. High School সরকারি ভোগপুর
39 Bidhannagar Municipal School সরকারি বিধাননগর
40 La Martiniere Calcutta বেসরকারি কলকাতা

 

ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম বেসরকারি / সরকারি অবস্থান
41 Birla High School বেসরকারি কলকাতা
42 Loreto Schools, Kolkata বেসরকারি কলকাতা
43 Bongaon High School সরকারি বনগাঁ
44 Burdwan C.M.S High School সরকারি বর্ধমান
45 Burdwan Municipal Girls’ High School সরকারি বর্ধমান
46 Burdwan Municipal High School সরকারি বর্ধমান
47 Calcutta Boys’ School বেসরকারি কলকাতা
48 Domohani Kelejora High School সরকারি দোমোহানী বাজার
49 Don Bosco School, Bandel বেসরকারি ব্যান্ডেল
50 Don Bosco School, Park Circus বেসরকারি পার্ক সার্কাস
51 Dreamland School, Makhla বেসরকারি উত্তরপাড়া
52 The Frank Anthony Public School, Kolkata বেসরকারি কলকাতা
53 Gangarampur Girls’ High School সরকারি গঙ্গারামপুর
54 Kalyani University Experimental High School সরকারি নদীয়া
55 Krishnagar Collegiate School সরকারি নদীয়া
56 Krishnanagar Academy বেসরকারি নদীয়া
57 Krishnagar Debnath High School সরকারি নদীয়া
58 Siddheswaritala Institution সরকারি নদীয়া
59 Santipur Muslim High School সরকারি নদীয়া
60 Shyama Prasad Shikshayatan High School সরকারি নদীয়া

 

ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম বেসরকারি / সরকারি অবস্থান
61 Nabadwip Bakultala High School সরকারি নদীয়া
62 Nagarukhra High School সরকারি নদীয়া
63 Nagarukhra Kshetra-Mohan Girls’ High School সরকারি নদীয়া
64 Ramakrishna Mission Multipurpose School, Kamarpukur সরকারি হুগলী
65 Ramesh Chandra Girl’s High School, Serampore সরকারি হুগলী
66 Rishra Brahmananda Keshab Chandra High School সরকারি হুগলী
67 Rishra High School সরকারি হুগলী
68 Hooghly BranchGovernment School সরকারি হুগলী
69 Hooghly Collegiate School সরকারি হুগলী
70 Hooghly GourHari Harijan Vidya Mandir সরকারি হুগলী
71 Hooghly Madrasah সরকারি হুগলী
72 Serampore Girls High School (Akna Girl’s High School) সরকারি হুগলী
73 Serampore Union Institution সরকারি হুগলী
74 Sheoraphuli Surendra Nath Vidyaniketan সরকারি হুগলী
75 Sri Aurobindo Vidyamandir, Chandannagar সরকারি হুগলী
76 St Joseph’s Convent, Chandannagar সরকারি হুগলী
77 Adhyapak Jyotish Chandra Ghosh Balika Vidyalaya সরকারি হুগলী
78 Asansol Girls’ High School সরকারি আসানসোল
79 Asansol High School সরকারি আসানসোল
80 Contai Town Rakhal Chandra Vidyapith বেসরকারি পূর্ব মেদিনীপুর

 

ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম বেসরকারি / সরকারি অবস্থান
81 Contai Chandramoni Brahmo Girls’ School সরকারি পূর্ব মেদিনীপুর
82 Contai High School সরকারি পূর্ব মেদিনীপুর
83 Contai Hindu Girls’ School সরকারি পূর্ব মেদিনীপুর
84 Contai KshetraMohan Bidyabhaban সরকারি পূর্ব মেদিনীপুর
85 Contai Model Institution সরকারি পূর্ব মেদিনীপুর
86 Kalagechia Jagadish Vidyapith সরকারি পূর্ব মেদিনীপুর
87 Kalikapur High School সরকারি পূর্ব মেদিনীপুর
88 Kishorenagar Sachindra Siksha Sadan সরকারি পূর্ব মেদিনীপুর
89 Kola Union High School সরকারি পূর্ব মেদিনীপুর
90 Kola Union Jogendra Girls High School সরকারি পূর্ব মেদিনীপুর
91 Kolaghat Thermal Power Plant High School সরকারি পূর্ব মেদিনীপুর
92 Tamluk Hamilton High School সরকারি পূর্ব মেদিনীপুর
93 Tamluk High School সরকারি পূর্ব মেদিনীপুর
94 Tikashi Uttar Kalamdan Basuli Vidyayatan সরকারি পূর্ব মেদিনীপুর
95 Sudhir Memorial Institute Tamluk সরকারি পূর্ব মেদিনীপুর
96 ShyamSundarpur Patna High School সরকারি পূর্ব মেদিনীপুর
97 Saktigarh Vidyapith সরকারি জলপাইগুড়ি 
98 Salbari High School (XII) সরকারি জলপাইগুড়ি
99 Shri Hanuman Mandir Dharamshala School বেসরকারি জলপাইগুড়ি

সরকার পরিচালিত সেরা কলেজগুলি


ক্রমিক সংখ্যা
বিদ্যালয়ের নাম
বেসরকারি / সরকারি

অবস্থান
1 B. T. Road Government Sponsored H. S. School সরকারি কলকাতা
2 Ballygunge Government High School সরকারি কলকাতা
3 Bamanhat High School সরকারি ব্যান্ডেল
4 Barasat Peary Charan Sarkar Government High School সরকারি বারাসাত
5 Barrackpore Government High School সরকারি ব্যারাকপুর
6 Bidhannagar Municipal School সরকারি বিধাননগর
7 Burdwan Municipal Girls’ High School সরকারি বর্ধমান
8 Burdwan Municipal High School সরকারি বর্ধমান
9 Domohani Kelejora High School সরকারি দোমোহানী বাজার
10 Hooghly Branch Government School সরকারি হুগলী
11 Sheoraphuli Surendra Nath Vidyaniketan সরকারি হুগলী
12 Adhyapak Jyotish Chandra Ghosh Balika Vidyalaya সরকারি হুগলী
13 Asansol Girls’ High School সরকারি হুগলী
14 Kalagechia Jagadish Vidyapith সরকারি পূর্ব মেদিনীপুর
15 Kishorenagar Sachindra Siksha Sadan সরকারি পূর্ব মেদিনীপুর

 

সেরা বেসরকারী কলেজগুলি

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনেক বেসরকারি বিদ্যালয় রয়েছে। নিম্নলিখিত স্কুলগুলি সেগুলির মধ্যে সেরা হিসেবে বিবেচিত হতে পারেঃ 


ক্রমিক সংখ্যা

বিদ্যালয়ের নাম

বেসরকারি / সরকারি

অবস্থান
1 Apeejay School Kolkata বেসরকারি কলকাতা
2 La Martiniere Calcutta বেসরকারি কলকাতা
3 Loreto Convent, Asansol বেসরকারি আসানসোল
4 Birla High School বেসরকারি কলকাতা
5 Loreto Schools, Kolkata বেসরকারি কলকাতা
6 Calcutta Boys’ School বেসরকারি কলকাতা
7 Don Bosco School, Park Circus বেসরকারি পার্ক সার্কাস
8 Krishnagar Collegiate School সরকারি নদীয়া
9 Loreto Convent বেসরকারি দার্জিলিং
10 Mount Carmel School, Darjeeling বেসরকারি দার্জিলিং
11 South Point School সরকারি কলকাতা
12 Hindu School সরকারি কলকাতা
13 Hare School সরকারি কলকাতা
14 Bagbazar Multipurpose Girls' School, Baghbazar Street সরকারি কলকাতা
15 Hartley Higher Secondary School, Sarat Bose Road সরকারি কলকাতা
16 St. Paul’s School, Darjeeling বেসরকারি দার্জিলিং
17 Madhyamgram High School, Madhyamgram সরকারি কলকাতা
18 St Lawrence High School, Ballygunge Circular Road সরকারি কলকাতা
19 St. Xavier'S Collegiate School, Kolkata বেসরকারি কলকাতা
20 The Scottish Church Collegiate School, Goa Bagan সরকারি কলকাতা

অভিভাবকদের কাউন্সেলিং

About Exam

অভিভাবকদের কাউন্সেলিং

পিতামাতার জন্য পরামর্শ বেশিরভাগ ইতিবাচক আচরণকে উৎসাহিত করা, অবাঞ্ছিত আচরণ নিয়ন্ত্রণ করা এবং শিশুদের মানসিক চাহিদা বোঝার উপর দৃষ্টি নিবন্ধ করে। পিতামাতার জন্য পরামর্শ তাদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করে যা উপযুক্ত নির্দেশনা, সংস্থান এবং দক্ষতা প্রদান করে তাদের সন্তানদের প্রভাবিত করে। অদূর ভবিষ্যতে তাদের সন্তানদের জন্য সম্ভাব্য কর্মসংস্থান বাছাই সম্পর্কে অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিৎ।

ভবিষ্যত পরীক্ষাগুলি

Similar

ভবিষ্যত পরীক্ষাগুলির তালিকা

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরীক্ষার তালিকা নিচে দেওয়া হলঃ 


ক্রমিক সংখ্যা

পরীক্ষা
1 দশম শ্রেণী, পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষা
2 একাদশ শ্রেণী, পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষা
3
দ্বাদশ শ্রেণী, পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষা

এমনকি একই শ্রেণীতে (নবম) পাঠরত অবস্থায়ও, শিক্ষার্থীরা তাদের নিজস্ব দক্ষতা বৃদ্ধি, মেধা শংসাপত্র এবং বৃত্তির জন্য নীচে তালিকাভুক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।


ক্রমিক সংখ্যা

পরীক্ষার নাম
1 আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড (ISO)
2 আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO)
3
ইংরেজি আন্তর্জাতিক অলিম্পিয়াড (EIO)
4
ইংরেজি আন্তর্জাতিক অলিম্পিয়াড (EIO)
5
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অলিম্পিয়াড (GKIO)
6 আন্তর্জাতিক কম্পিউটার অলিম্পিয়াড (ICO)
7
আন্তর্জাতিক অঙ্কন অলিম্পিয়াড (IDO)
8
জাতীয় প্রবন্ধ অলিম্পিয়াড (NESO)
9 জাতীয় সামাজিক শিক্ষা অলিম্পিয়াড (NSSO)
10 NTSE (জাতীয় প্রতীভা অনুসন্ধান পরীক্ষা)

PDF

PDF

কী করণীয়?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠ্যক্রম বাংলা এবং ইংরেজি ভাষায় উপলব্ধ। এখানে ক্লিক করো.

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো