• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

মাধ্যমিক মার্কশীট 2023: বিস্তারিতভাবে জেনে নাও

img-icon

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) দ্বারা পরিচালিত হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং তার কিছুদিনের মধ্যেই পর্ষদ সংশ্লিষ্ট স্কুলগুলিকে মার্কশীট ও সার্টিফিকেট দেয় এবং স্কুল থেকে ছাত্রছাত্রীদের মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। এই নিবন্ধটিতে মাধ্যমিক মার্কশীট 2023 (West Bengal Madhyamik Marksheet 2023) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কবে মার্কশীট দেওয়া হয়, কীভাবে সংগ্রহ করতে হয়, কীভাবে সংশোধন করতে হয়, মার্কশীট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে কী করতে হয়, ইত্যাদি পরীক্ষার্থীরা এই নিবন্ধ থেকে জেনে নিতে পারবে।

মাধ্যমিক মার্কশীট 2023 / রেজাল্ট 2023 (West Bengal Madhyamik Marksheet 2023) : পর্যালোচনা

চলতি বছর, জুন 3, 2022 তারিখে প্রেস রিলিজের মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় 2022 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন। কিছুদিনের মধ্যেই পর্ষদের বিতরণী ক্যাম্প (respective Distribution camp) থেকে পর্ষদ দ্বারা নির্ধারিত দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট (West Bengal Madhyamik Marksheet and Certificate) সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়। তারপরেই পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে  মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট (WB Madhyamik Marksheet and Certificate) সংগ্রহ করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর মার্কশীটে প্রতিটি বিষয়ের পেপারে পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত নম্বর এবং পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত গ্রেড উল্লেখ করা হয়। মাধ্যমিক মার্কশীট/ মাধ্যমিক রেজাল্ট (WBBSE Marksheet) মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত বিষয়ভিত্তিক নম্বর প্রকাশ করে। মার্কশীট/ রেজাল্ট হাতে পাওয়ার পর কোনো পরীক্ষার্থীর যদি তার প্রাপ্ত নম্বর নিয়ে কোনো সংশয় থাকে তাহলে পর্ষদ দ্বারা নির্ধারিত দিন এবং সময়সীমার মধ্যে স্কুলের মাধ্যমে সে সেই পেপারটি স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারে। 

মাধ্যমিক মার্কশীট 2023/ মাধ্যমিক রেজাল্ট (West Bengal Madhyamik Marksheet 2023) : বিষয়বস্তু

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক 2023 পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পর প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর মাধ্যমিক মার্কশীট 2023/ মাধ্যমিক রেজাল্ট (West Bengal Madhyamik Marksheet 2023) স্কুল থেকে সংগ্রহ করতে হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। মার্কশীটে/ রেজাল্টে পরীক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা প্রকাশ করা হয়। মাধ্যমিক মার্কশীটে কী কী ধরণের তথ্য দেওয়া থাকে নিচে উল্লেখ করা হল-

  1. বোর্ডের নাম
  2. পরীক্ষার নাম ও বছর
  3. পরীক্ষার্থীর  রোল নম্বর
  4. পরীক্ষার্থীর নাম
  5. পরীক্ষার্থীর অভিভাবকের নাম
  6. পরীক্ষার্থীর ইন্সটিটিউশনের নাম (পরীক্ষার্থীর স্কুলের নাম)
  7. পরীক্ষার্থীর সাবজেক্ট কম্বিনেশন
  8. বিষয় (পরীক্ষার্থী যে যে বিষয়ে পরীক্ষা দিয়েছে)
  9. বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার মোট নম্বর, অভ্যন্তরীণ পরীক্ষার মোট নম্বর  এবং দুটি মিলিয়ে মোট নম্বর।
  10. বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার মোট নম্বর, অভ্যন্তরীণ পরীক্ষার মোট নম্বর এবং দুটি মিলিয়ে মোট নম্বর।
  11. বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত নম্বর, অভ্যন্তরীণ পরীক্ষায় পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত নম্বর  এবং দুটি মিলিয়ে প্রতিটি বিষয়ে পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত মোট নম্বর।
  12. প্রতিটি বিষয়ে পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত গ্রেড
  13. পরীক্ষায় পরীক্ষার্থী দ্বারা প্রাপ্ত সর্বমোট নম্বর
  14. রেজাল্ট অর্থাৎ পাস / কম্পার্ট্মেন্টাল / ফেল
  15. সামগ্রিক গ্রেড
  16. গ্রেড স্কেল
  17. রেজাল্ট (তালিকা)
  18. সামগ্রিক গ্রেড সম্পর্কে নির্দেশিকা

মাধ্যমিক মার্কশীট/রেজাল্ট (WBBSE Marksheet) হাতে পাওয়ার পর পরীক্ষার্থীদের মিলিয়ে নিতে হবে যে মার্কশীটে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। তাতে কোনও সমস্যা থাকলে যেমন, পরীক্ষার্থীর  নামের বানানে ভুল, অভিভাবকের নামের বানানে ভুল, পরীক্ষার্থীর ভুল পদবী, অভিভাবকের ভুল পদবী, ভুল জন্মের তারিখ, ইত্যাদি পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সংশোধন করিয়ে নিতে হবে। 

পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক 2023 মার্কশীট ডাউনলোড / সংগ্রহ  (West Bengal Madhyamik Marksheet 2023 Download)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর নির্ধারিত দিন ও সময়ে পর্ষদের বিতরণী ক্যাম্প (respective Distribution camp) থেকে স্কুলের প্রধান শিক্ষক বা অধিকারপ্রাপ্ত ব্যক্তিরা তাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশীট/রেজাল্ট ও সার্টিফিকেট সংগ্রহ করে। তারপর সংশ্লিষ্ট স্কুল থেকেই শিক্ষার্থীদের  মার্কশীট/রেজাল্ট ও সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। পরীক্ষার্থীরা রেজাল্ট ঘোষণা হওয়ার দিন থেকেই নিজেদের রেজাল্ট বিভিন্ন উপায়ে যেমন, বিভিন্ন ওয়েবসাইট থেকে, স্কুল থেকে, এসএমএসের সাহায্যে বা বিভিন্ন মোবাইল অ্যাপ থেকে দেখতে পারে বা ডাউনলোড করে রাখতে পারে, কিন্তু পর্ষদের মার্কশীট ও সার্টিফিকেট পেতে অন্তত দশ দিন সময় লাগে। মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট (Madhyamik Marksheet and Certificate) সংগ্রহ করার সময় পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে সই করে নিতে হয়। স্কুলর নির্ধারিত দিন এবং সময়ে পরীক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তাই এই বিষয়ে আপডেটেড থাকার জন্য স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন।

মাধ্যমিক 2023 মার্কশীট সংশোধন (WBBSE Marksheet Correction)

মাধ্যমিক মার্কশীট/রেজাল্ট (West Bengal Madhyamik Marksheet) হাতে পাওয়ার পর প্রথমেই শিক্ষার্থীদের মিলিয়ে নেওয়া উচিত যে মার্কশীটে কোনও ভুল ত্রুটি রয়েছে কিনা যেমন পরীক্ষার্থীর নামের বানান ভুল, অভিভাবকের নামের বানান ভুল, পরীক্ষার্থীর ভুল পদবী, অভিভাবকের ভুল পদবী, ভুল জন্ম তারিখ ইত্যাদি।  মার্কশীটে কোনও অমিল থাকা উচিত নয়। যদি কোনও ভুল থাকে তাহলে অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে জানাতে হবে। স্কুল থেকে মার্কশীট সংশোধনের জন্য পাঠানো হবে। অথবা কোনও ত্রুটি বা অসঙ্গতি খুঁজে পেলে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের আঞ্চলিক কাউন্সিল অফিসে  (Regional Council Offices of the Board) লিখিতভাবে জানাতে হবে। সংশোধন পদ্ধতির জন্য আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ এবং সেটি ডাউনলোড করা যাবে।

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সংশোধন আবেদনপত্র পূরণ করার নির্দেশিকাও দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী সংশোধন আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার্থীদের কী কী নথি বা ডকুমেন্টস জমা দিতে হবে বলা হয়েছে। সংশোধন পদ্ধতির  নির্দেশিকা দেখার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করো।

  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। https://wbbse.wb.gov.in/ এই লিঙ্কে ক্লিক করো।
  • Services বিভাগে যাও।
  • সংশোধন বা Correction বিকল্পে Know More+ লেখাতে ক্লিক করো।
  • সংশোধন নির্দেশিকা দেখার জন্য বাঁদিকের তালিকা থেকে প্রথম বিকল্পটি (Correction Guidelines) নির্বাচন করো।

মাধ্যমিক মার্কশীট সংশোধনের আবেদনপত্র ডাউনলোড (West Bengal Madhyamik Marksheet Correction Form Download)

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সংশোধন আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতিও উল্লেখ করা হয়েছে। জানার জন্য,

  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। https://wbbse.wb.gov.in/ এই লিঙ্কে ক্লিক করো।
  • Services বিভাগে যাও।
  • সংশোধন বা Correction বিকল্পে Know More+ লেখাতে ক্লিক করো। সংশোধন পদ্ধতি দেখার জন্য বাঁদিকের তালিকা থেকে দ্বিতীয় বিকল্পটি (Correction Process) নির্বাচন করো।

মাধ্যমিক মার্কশীট সংশোধন আবেদনপত্র (WB Madhyamik Marksheet Correction Form) ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে।

  • প্রথম ধাপ– পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/  -এ ক্লিক করো।
  • দ্বিতীয় ধাপ– ডাউনলোড (Download) বিভাগে ক্লিক করো।
  • তৃতীয় ধাপ– এই বিভাগ থেকে সংশোধন আবেদনপত্রের PDF (Application Form for Correction PDF) এর ভিউ স্যাম্পেল ফর্ম বিকল্পে ক্লিক করতে হবে।
  • চতুর্থ ধাপ– সংশোধনের আবেদনপত্রটি খুলে যাবে। উপরের ডান দিকে ডাউনলোড চিহ্নে ক্লিক করে আবেদনপত্র বা ফর্মটি ডাউনলোড করো। 

শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক মার্কশীট সংশোধন আবেদনপত্রের ডাইরেক্ট লিঙ্ক এখানে দেওয়া হল। সরাসরি দেখার জন্য এখানে ক্লিক করো। https://wbbse.wb.gov.in/Web/PdfViewer?l=MTI2 

মাধ্যমিক ডুপ্লিকেট মার্কশীট 2023 (WB Madhyamik Duplicate Marksheet 2023)

মাধ্যমিক মার্কশীট/রেজাল্ট (West Bengal Madhyamik Marksheet) হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি ভবিষ্যতে পরীক্ষার্থীদের নানা কাজে প্রয়োজন হতে পারে। তাই, প্রত্যেক পরীক্ষার্থীর এটি অতি যত্ন করে রাখা উচিত। যদি কোনও কারণে পরীক্ষার্থীরা আসল মার্কশীট হারিয়ে ফেলে, চুরি হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের জন্য WBBSE একটি ডুপ্লিকেট মার্কশীটের জন্য আবেদন করার সুবিধা প্রদান করে। ক্ষতিগ্রস্ত হলে, ডুপ্লিকেট মার্কশীট আবেদন করার সময় ক্ষতিগ্রস্ত মার্কশীটও জমা দিতে হবে।

কোনও পরীক্ষার্থী যদি নিজের মাধ্যমিক পরীক্ষার মার্কশীট (WBBSE Marksheet) হারিয়ে ফেলে তাহলে কী কী করতে হবে এই বিভাগে আলোচনা করা হয়েছে। অবশ্যই প্রথমে পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো প্রয়োজন। স্কুলের সাহায্যে বোর্ডের ডুপ্লিকেট মার্কশীট (Madhyamik Duplicate Marksheet)  চেয়ে আবেদনপত্র (Application for Duplicate Marksheet) পূরণ করে স্কুলের মাধ্যমে কাউন্সিল অফিসে জমা দিতে হবে। ডুপ্লিকেট মার্কশীটের আবেদনপত্র বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও উপলব্ধ। সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যাবে।  এর পরে, আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে।

মাধ্যমিক পরীক্ষার ডুপ্লিকেট মার্কশীট জমা ও সংগ্রহ করার নির্দেশিকা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। দেখার জন্য,

  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। https://wbbse.wb.gov.in/ এই লিঙ্কে ক্লিক করো।
  •  Services বিভাগে যাও।
  • ডুপ্লিকেট (Duplicate) বিকল্পে Know More+ লেখাতে ক্লিক করো। মাধ্যমিক পরীক্ষার ডুপ্লিকেট মার্কশীট আবেদনপত্র জমা ও সংগ্রহ করার নির্দেশিকা এখানে দেখতে পাবে। 
  • মাধ্যমিক পরীক্ষার ডুপ্লিকেট মার্কশীট জমা করার পদ্ধতি দেখার জন্য বাঁদিকের তালিকা থেকে প্রথম বিকল্পটি নির্বাচন করো।

মাধ্যমিক ডুপ্লিকেট মার্কশীট ডাউনলোড (WB Madhyamik Duplicate Marksheet Form Download)

মাধ্যমিক ডুপ্লিকেট মার্কশীট (WB Madhyamik Duplicate Marksheet) সংগ্রহ করার জন্য পর্ষদের কাছে স্কুলের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে হয়। মাধ্যমিক ডুপ্লিকেট মার্কশীটের আবেদনপত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। কোথা থেকে এবং কীভাবে আবেদনপত্র ডাউনলোড করতে হবে তার পদ্ধতি নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে।

প্রথম ধাপ– পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ -এ ক্লিক করো।

দ্বিতীয় ধাপ– ডাউনলোড (Download) বিভাগে ক্লিক করো।

তৃতীয় ধাপ– এই বিভাগ থেকে ডুপ্লিকেট মার্কশীটের আবেদনপত্রের PDF (Application Form for Duplicate PDF) এর ভিউ স্যাম্পেল ফর্ম বিকল্পে ক্লিক করতে হবে।

চতুর্থ ধাপ– আবেদনপত্রটি খুলে যাবে। উপরের ডান দিকে ডাউনলোড চিহ্নে ক্লিক করে আবেদনপত্র বা ফর্মটি ডাউনলোড করো। 

শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক ডুপ্লিকেট মার্কশীটের আবেদনপত্রের ডাইরেক্ট লিঙ্ক এখানে দেওয়া হল। সরাসরি দেখার জন্য এখানে ক্লিক করো। https://wbbse.wb.gov.in/Web/PdfViewer?l=MTI3 

মাধ্যমিক মার্কশীট 2023/রেজাল্ট (WB Madhyamik Marksheet 2023) : মাধ্যমিক পরীক্ষা রুটিন 2023 (West Bengal Madhyamik Routine 2023) :

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)2023মাধ্যমিক পরীক্ষার রুটিন (WB Madhyamik Exam Routine 2023) ঘোষণা করে দিয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিভগে মাধ্যমিক 2023 রুটিন নিচের তালিকায় দেখানো হয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার তারিখ এবং সময় জেনে রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে।

দিন পরীক্ষার তারিখ বিষয়
বৃহস্পতিবার ফেব্রুয়ারি 23, 2023 প্রথম ভাষা
শুক্রবার ফেব্রুয়ারি 24, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার ফেব্রুয়ারি 25, 2023 ভূগোল
সোমবার ফেব্রুয়ারি 27, 2023 ইতিহাস
মঙ্গলবার ফেব্রুয়ারি 28, 2023 জীবনবিজ্ঞান
বৃহস্পতিবার মার্চ 2, 2023 গণিত
শুক্রবার মার্চ 3, 2023 ভৌতবিজ্ঞান
শনিবার মার্চ 4, 2023 ঐচ্ছিক বিষয়

2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে  মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (WB Madhyamik Routine 2023) নিবন্ধটি পড়ো। 

মাধ্যমিক 2023 মার্কশীট/ রেজাল্ট সম্পর্কিত FAQs (WBBSE Marksheet 2023 FAQs):  

মাধ্যমিক মার্কশীট/ রেজাল্ট (Madhyamik Marksheet) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. 2023 Madhyamik Exam কবে থেকে শুরু হবে?

Ans: WBBSE এর ঘোষণা অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারী 23, 2023 থেকে শুরু হবে।

Q.2. মাধ্যমিক পরীক্ষার মার্কশীট 2023 কবে দেওয়া হবে ?

Ans: মাধ্যমিক 2023 পরীক্ষার রেজাল্ট পর্ষদ দ্বারা ঘোষণা হওয়ার পর সাধারণত কিছুদিনের মধ্যেই পর্ষদের ক্যাম্প অফিস থেকে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধানদের মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হয় এবং তারপর মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নিজেদের স্কুল থেকেই মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারে।

Q.3. মাধ্যমিক পরীক্ষায় মার্কশীট কীভাবে ডাউনলোড করব?

Ans: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট পর্ষদের দেওয়া বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ থেকে দেখতে পারে ও ডাউনলোডও করে রাখতে পারে কিন্তু পর্ষদ দ্বারা প্রকাশিত মার্কশীট এবং সার্টিফিকেট  শিক্ষার্থীদের নিজেদের স্কুল থেকেই সংগ্রহ করতে হবে। বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।

Q.4. Madhyamik 2023 রুটিন কোথা থেকে ডাউনলোড করব?

Ans: WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে। অথবা মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 নিবন্ধটি পড়ো।

Q.5. মাধ্যমিক মার্কশীটে কোনো ভুল থাকলে সেটা কীভাবে সংশোধন করাতে হবে?

Ans: মাধ্যমিক পরীক্ষার মার্কশীটে যদি কোনো ভুল থাকে তাহলে প্রথমেই শিক্ষার্থীকে সেটা নিজেদের স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। পর্ষদের মার্কশীট সংশোধন পদ্ধতি অনুসরণ করে এবং পর্ষদ দ্বারা প্রকাশিত সংশোধনপত্র সঠিকভাবে পূরণ করে স্কুলের মাধ্যমেই বোর্ডের কাছে আবেদনপত্রটি জমা দিতে হবে।  আরও জানতে এই নিবন্ধটি পড়ো। 

Q.6. মাধ্যমিকের ডুপ্লিকেট মার্কশীটের জন্য কোথায় ও কীভাবে আবেদন করতে হবে?

Ans: মার্কশীট হারিয়ে গেলে শিক্ষার্থীদের সবথেকে আগে  স্কুল কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন। WBBSE ডুপ্লিকেট মার্কশীটের জন্য আবেদন করার সুবিধা প্রদান করে। আবেদনপত্র পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং স্কুলের সাহায্যে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে স্কুলের মাধ্যমেই আবেদনপত্রটি  বোর্ডের কাছে জমা দিতে হবে। আরও জানার জন্য এই নিবন্ধটি পড়ো।

Q.7. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?

Ans: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল wbbse.org। 

Embibe-এর বিষয় বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গ বোর্ড দশম শ্রেণীর (West Bengal Board Class 10) প্রতিটি অধ্যায়ের টপিকগুলোর উপর অসাধারণ ইন্টার‍্যাক্টিভ 3D লার্নিং ভিডিও তৈরি করেছেন যা শিক্ষার্থীদের অবশ্যই ভালো লাগবে। পার্সোনালাইজড লার্নিং অভিজ্ঞতা লাভ করার জন্য আজই Embibe অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করো। 

এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার মার্কশীট 2023 (West Bengal Madhyamik Marksheet 2023) সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। 

মাধ্যমিক মার্কশীট/রেজাল্ট 2023 (West Bengal Madhyamik Marksheet 2023) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য EMBIBE এর সাথে যুক্ত থাকো।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো