• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

মাধ্যমিক এনরোলমেন্ট 2023 : বিস্তারিত জেনে নাও

img-icon

2023 মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদের এনরোল করাতে হবে। সংশ্লিষ্ট স্কুল যাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই পরীক্ষার্থীদের বোর্ডের অধীনে তাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোল করানো সাধারণত তাদেরই দায়িত্ব। সুতরাং, স্কুল থেকেই পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট করানো হয়। মাধ্যমিক এনরোলমেন্ট 2023 (Madhyamik Enrolment 2023) সম্পর্কে বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।

মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ (WB Madhyamik Exam Brief)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত স্বায়ত্তশাসিত পরীক্ষা, নিয়ম প্রণয়ন ও বিধান নির্ধারণকারী, মাধ্যমিক বিদ্যালয় স্তরের পরীক্ষার ভারপ্রাপ্ত কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য মাধ্যমিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয় এবং দশম শ্রেণীর পরে একটি বোর্ড পরীক্ষার মাধ্যমে শেষ হয়৷ ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর  সমস্ত পরীক্ষা বোর্ড দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা পরিচালিত হয়। WB বোর্ডের দশম শ্রেণীর  পরীক্ষা হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি, নির্দেশিকা এবং মূল্যায়ন পদ্ধতির অধীনে শিক্ষার্থীদের জন্য বোর্ড দ্বারা পরিচালিত একটি পরীক্ষা।

মাধ্যমিক পরীক্ষা 2023 – হাইলাইটস (WB Madhyamik Pariksha 2023)

পরীক্ষার নাম WBBSE মাধ্যমিক পরীক্ষা 2022-2023
(WBBSE Madhyamik examination 2022-2023)
পরিচালনকারী বোর্ড পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
(West Bengal Board Of Secondary Education)
পরীক্ষা শুরু হওয়ার তারিখ ফেব্রুয়ারি 23, 2023
পরীক্ষা শেষ হওয়ার তারিখ মার্চ 4, 2023
পরীক্ষার সময় 11.45 a.m. থেকে 3 p.m.
অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org

মাধ্যমিক 2023 এনরোলমেন্ট পদ্ধতি (Madhyamik Enrolment Procedure 2023)

মাধ্যমিক ফর্ম ফিল আপ 2023 (WBBSE Application Form 2023)

পর্ষদের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে পর্ষদ দ্বারা এনরোলমেন্ট ফর্ম বিতরণ করা হয়। রেগুলার ক্যান্ডিডেটদের এনরোলমেন্টের জন্য এনরোলমেন্ট ফর্ম A এবং সি. সি. ও কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এনরোলমেন্টের জন্য এনরোলমেন্ট ফর্ম B।

  • যোগ্য বা এলিজিবেল পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্মে অন্তর্বতী প্রস্তুতিকালীন মূল্যায়ন বা Internal Formative Evaluation (IFE) মার্কস বিভাগে তাদের প্রাপ্ত নম্বর বসাতে হবে এবং এনরোলমেন্ট ফর্মের নির্দিষ্ট এবং সঠিক রো এবং কলামে পরীক্ষার্থীদের সই করাতে হবে।
  • যে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর বিগত বছরের, তাদের এন্ট্রি বা নথিভুক্তকরণ ব্ল্যাঙ্ক এনরোলমেন্ট ফর্মে করতে হবে। 
  • আবেদনকারী অর্থাৎ পরীক্ষার্থীর দুটো পাসপোর্ট সাইজের সাদা-কালো ছবি প্রয়োজন। একটা ছবি এনরোলমেন্ট ফর্মের স্কুল কপিতে লাগাতে হবে এবং অন্যটি এনরোলমেন্ট ফর্মের বোর্ড কপিতে লাগাতে হবে।
  • পরীক্ষার্থীর এবং হেড মাস্টারের সই ফর্মে থাকা আবশ্যক।
  • স্কুল দ্বারাই পরীক্ষার্থীদের থেকে রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করা হয় এবং চালানের মাধ্যমে তা বোর্ডের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। 
  • বোর্ড দ্বারা নির্ধারিত তারিখে এবং সময়ে সংশ্লিষ্ট স্কুলগুলিকে বোর্ডের ক্যাম্প অফিসগুলিতে চালানসহ এনরোলমেন্ট ফর্মের বোর্ড কপি জমা দিতে হবে।

WBBSE Madhyamik এনরোলমেন্ট 2023 (WB Madhyamik Enrolment Procedure 2023): জেনে নাও

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এনরোলমেন্ট 2023 পদ্ধতি জানার জন্য শিক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারে। দেখার জন্য নিচের লেখাটি ধাপে ধাপে অনুসরণ করতে হবে-

  1. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে wbbse.wb.gov.in ক্লিক করো।
  2. About ABBSE বিকল্পে ক্লিক করো
  3. Section / Department বিকল্পটি সিলেক্ট করো
  4. এই বিভাগের Examination বিকল্পটির Know more+ লেখাতে ক্লিক করো
  5. যে পেজটি খুলবে সেই পেজের বাঁ দিকের বিকল্পগুলি থেকে দ্বিতীয় বিকল্প অর্থাৎ Enrolment অপশনে ক্লিক করো। 
  6. ডান দিকে মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষার্থীরা এনরোলমেন্ট পদ্ধতি দেখতে পাবে।

অথবা,

  1. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে wbbse.wb.gov.in ক্লিক করো।
  2. হোম পেজে Services বিকল্পটিতে ক্লিক করো
  3. এই বিভাগের Enrolment বিকল্পটির Know more+ লেখাতে ক্লিক করো
  4. যে পেজটি খুলবে সেই পেজের বাঁ দিকের বিকল্পগুলি থেকে দ্বিতীয় বিকল্প অর্থাৎ Enrolment অপশনে ক্লিক করো।
  5. ডান দিকে মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের এনরোলমেন্ট পদ্ধতি দেখতে পাবে।

অথবা,

  • ই-চালান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে – https://wbbse.wb.gov.in নজর রাখতে হবে।

2023 মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্টের সঙ্গে সম্পর্কিত ক্যাম্প অফিসগুলির সিডিউল (Schedule for Camp Offices in connection with MP (S.E.) 2022-2023)

পর্ষদ ইতিমধ্যেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ডের ক্যাম্প অফিস সম্পর্কিত বিজ্ঞপ্তি / সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে 2023 মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সম্পর্কিত ক্যাম্প অফিসগুলির সিডিউল ঘোষণা করা হয়েছে। এখানে, এই শিক্ষাবর্ষের কোন কোন তারিখে ক্যাম্প অফিসগুলোতে কী কী নথি / ডকুমেন্ট জমা নেওয়া হবে বা ক্যাম্প অফিস থেকে স্কুল কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে তা উল্লেখ করা হয়েছে। বোর্ডের ক্যাম্প অফিস সম্পর্কিত বিজ্ঞপ্তি / সার্কুলারটি দেখার জন্য নিচে দেখানো ধাপগুলি অনুসরণ করো- 

  1. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে wbbse.wb.gov.in ক্লিক করো।
  2. About ABBSE বিকল্পে ক্লিক করো
  3. Section / Department বিকল্পটি সিলেক্ট করো
  4. এই বিভাগের Examination বিকল্পটির Know more+ লেখাতে ক্লিক করো
  5. যে পেজটি খুলবে সেই পেজের বাঁ দিকের বিকল্পগুলি থেকে শেষ বিকল্প অর্থাৎ Camp Schedule অপশনে ক্লিক করো। 
  6. ডান দিকে বোর্ডের ক্যাম্প অফিস সম্পর্কিত বিজ্ঞপ্তি / সার্কুলারটির PDF খুলে যাবে। চাইলে ডাউলোড চিহ্নে ক্লিক করে এটি ডাউনলোড করে রাখতে পারো।

অথবা,

  1. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে wbbse.wb.gov.in ক্লিক করো।
  2. হোম পেজে Services বিকল্পটিতে ক্লিক করো
  3. এই বিভাগের Enrolment বিকল্পটির Know more+ লেখাতে ক্লিক করো
  4. যে পেজটি খুলবে সেই পেজের বাঁ দিকের বিকল্পগুলি থেকে শেষ বিকল্প অর্থাৎ Camp Schedule অপশনে ক্লিক করো। 
  5. ডান দিকে বোর্ডের ক্যাম্প অফিস সম্পর্কিত বিজ্ঞপ্তি / সার্কুলারটির PDF খুলে যাবে। চাইলে ডাউলোড চিহ্নে ক্লিক করে এটি ডাউনলোড করে রাখতে পারো।

এখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হল। দেখার জন্য ক্লিক করো। 

https://wbbse.wb.gov.in/Web/WBBSEExamSection?l=rxebZmap76PFAAl9M8yGRQ==&a=I3YtcGlsbHMtRW5yb2xsbWVudA==

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (West Bengal Madhyamik Routine 2023)

এই বিভাগ থেকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা প্রকাশিত 2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন জেনে নাও। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে নিচের তালিকায় দেওয়া রয়েছে।

দিন পরীক্ষার তারিখ বিষয়
বৃহস্পতিবার ফেব্রুয়ারি 23, 2023 প্রথম ভাষা
শুক্রবার ফেব্রুয়ারি 24, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার ফেব্রুয়ারি 25, 2023 ভূগোল
সোমবার ফেব্রুয়ারি 27, 2023 ইতিহাস
মঙ্গলবার ফেব্রুয়ারি 28, 2023 জীবনবিজ্ঞান
বৃহস্পতিবার মার্চ 2, 2023 গণিত
শুক্রবার মার্চ 3, 2023 ভৌতবিজ্ঞান
শনিবার মার্চ 4, 2023 ঐচ্ছিক বিষয়

শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য মাধ্যমিক 2023 রুটিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। 

১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি

২। দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হয়), বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হয়)

মাধ্যমিক Enrolment 2023 সম্পর্কিত FAQs (WB Madhyamik Enrolment 2023 Related FAQs ) : 

মাধ্যমিক এনরোলমেন্ট 2023  (WBBSE Enrolment 2023) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. Madhyamik পরীক্ষার জন্য  কীভাবে form fill up করতে হয়?

Ans. সংশ্লিষ্ট স্কুল যেখান থেকে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই পরীক্ষার্থীদের বোর্ডের অধীনে তাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোল করানো সাধারণত তাদেরই দায়িত্ব। সুতরাং, স্কুল থেকেই পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট করানো হবে। মাধ্যমিক এনরোলমেন্ট 2023 (Madhyamik Enrolment 2023) সম্পর্কে বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।

Q.2. মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম কীভাবে ডাউনলোড করব?

Ans. স্কুল কর্তৃপক্ষকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে পর্ষদ দ্বারা নির্ধারিত তারিখ এবং সময়ে  ফর্ম সংগ্রহ করতে হবে এবং স্কুল থেকেই পরীক্ষার্থীরা এই ফর্ম পাবে। 

Q.3. মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম কোথায় জমা দিতে হবে?

Ans. বোর্ড দ্বারা নির্ধারিত তারিখে এবং সময়ে সংশ্লিষ্ট স্কুলগুলিকে বোর্ডের ক্যাম্প অফিসগুলিতে চালানসহ এনরোলমেন্টের বোর্ড কপি জমা দিতে হবে।

Q.4. মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফি কীভাবে জমা দিতে হবে?

Ans. স্কুলের মাধ্যমেই পরীক্ষার্থীদের থেকে রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করা হয় এবং চালানের মাধ্যমে তা বোর্ডের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। 

Q.5. মাধ্যমিক পরীক্ষার form fill up করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

Ans. পরীক্ষার্থীর দুটো পাসপোর্ট সাইজের সাদা-কালো ছবি প্রয়োজন। একটা ছবি এনরোলমেন্ট ফর্মের স্কুল কপিতে লাগাতে হবে এবং অন্যটি এনরোলমেন্ট ফর্মের বোর্ড কপিতে লাগাতে হবে। পরীক্ষার্থীর এবং হেড মাস্টারের সই এবং রেজিস্ট্রেশন ফি বাধ্যতামূলক। 

Q.6. মাধ্যমিক 2023 পরীক্ষা কবে থেকে শুরু হবে?

Ans: WBBSE এর ঘোষণা অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারী 23, 2023 থেকে শুরু হবে এবং মার্চ 4, 2023 তারিখে শেষ হবে।

Q.7. West Bengal Board মাধ্যমিক পরীক্ষার রুটিন কোথা থেকে ডাউনলোড করব?

Ans: এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং এটা শিক্ষার্থীরা ডাউনলোড করেও রাখতে পারবে। এছাড়া  WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in  থেকেও মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে।

Q.8. মাধ্যমিক পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?

Ans: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল wbbse.org। 

এই নিবন্ধে মাধ্যমিক এনরোলমেন্ট 2023  (WBBSE Enrolment 2023) সম্পর্কে বিস্তারিত  আলোচনা করা হয়েছে। আশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। 

মাধ্যমিক 2023 এনরোলমেন্ট সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো