• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 24-08-2022

মাধ্যমিক মেরিট লিস্ট 2023: বিস্তারিত জেনে নাও।

img-icon

প্রতিবছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে এবং সেই সঙ্গেই সংবাদ মাধ্যম সম্ভাব্য মাধ্যমিক মেরিট লিস্ট প্রকাশ করে। সাধারণত সংবাদ মাধ্যম থেকে সকলে জানতে পারে যে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত কতজন কৃতী ছাত্রছাত্রীর নাম রয়েছে। এই তালিকা থেকে সকলে প্রথম থেকে দশম স্থান কতজন শিক্ষার্থী অধিকার করেছে, তাদের প্রাপ্ত নম্বর, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইত্যাদি জানতে পারে। মাধ্যমিক মেরিট লিস্ট 2023 (Madhyamik Merit List 2023) সম্পর্কে বিস্তারিত জেনে নিতে  এই নিবন্ধে পড়ো।

দশম শ্রেণীর পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ –

এই নিবন্ধে মাধ্যমিক মেধা তালিকা সম্পর্কে আলোচনা করার আগে শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত স্বায়ত্তশাসিত পরীক্ষা, নিয়ম প্রণয়ন ও বিধান নির্ধারণকারী, মাধ্যমিক বিদ্যালয় স্তরের পরীক্ষার কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য মাধ্যমিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয় এবং দশম শ্রেণীর পরে একটি বোর্ড পরীক্ষার মাধ্যমে শেষ হয়৷ ষষ্ঠ , সপ্তম , অষ্টম ও নবম শ্রেণীর  সমস্ত পরীক্ষা বোর্ড দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা পরিচালিত হয়। পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর  পরীক্ষা হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি, নির্দেশিকা এবং মূল্যায়ন পদ্ধতির অধীনে শিক্ষার্থীদের জন্য বোর্ড দ্বারা পরিচালিত একটি পরীক্ষা। এই পরীক্ষাটি  “মাধ্যমিক পরীক্ষা” নামে পরিচিত।

মাধ্যমিক পরীক্ষা 2023 – হাইলাইটস (WB Madhyamik Pariksha 2023)

পরীক্ষার নাম WBBSE মাধ্যমিক পরীক্ষা 2022-2023
(WBBSE Madhyamik examination 2022-2023)
পরিচালনকারী বোর্ড পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
(West Bengal Board Of Secondary Education)
পরীক্ষা শুরু হওয়ার তারিখ ফেব্রুয়ারি 23, 2023
পরীক্ষা শেষ হওয়ার তারিখ মার্চ 4, 2023
পরীক্ষার সময় 11.45 a.m. থেকে 3 p.m.
অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org

এই নিবন্ধে মাধ্যমিক মেরিট লিস্ট 2022 (WBBSE Madhyamik Rank List 2022) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে 2023 মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক মেরিট লিস্ট 2023 (WB Madhyamik Merit List 2023) সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে। মাধ্যমিক 2022 ফলাফল এবং কৃতীদের তালিকা (WB Madhyamik Result 2022 Merit List) সম্বন্ধে জানার জন্য এই নিবন্ধটি পড়ো। এখান থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ধারণা করতে পারবে যে এই বছর ফলাফল কেমন ছিল, পাসের হার কেমন ছিল, 1 থেকে 10th র‍্যাঙ্কের মধ্যে কতজন ছিল, ইত্যাদি।

মাধ্যমিক মেধা তালিকা 2023 (Madhyamik Merit List 2023) :

মাধ্যমিক Merit List 2023 সম্পর্কে ধারণা তৈরি করার জন্য এই বিভাগে শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক রেজাল্ট ও মেধা তালিকা 2022 আলোচনা করা হয়েছে।

মাধ্যমিক রেজাল্ট 2022 আউট (WB Madhyamik Result 2022 Out)

মাধ্যমিক পরীক্ষার 79 দিন পরেই  পর্ষদ দ্বারা মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। 2022 সালে মার্চ 7 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল মার্চ 16, 2022 তারিখে। জুন 3, 2022 তারিখে, সকাল 7টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট  সকাল 10টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পেরেছে। পরীক্ষার রেজাল্টের সাথে সাথে মেধা তালিকাও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং কোন জেলা কেমন রেজাল্ট করেছে জানিয়ে দেওয়া হয়েছে। সেই দিনেই পর্ষদের তরফ থেকে মাধ্যমিক 2023 রুটিনও পর্ষদ দ্বারা ঘোষণা করা হয়েছে। 2022 এ  মোট পাসের হার ছিল 86.06 শতাংশ। পাস করেছে মোট 9 লক্ষ 86 হাজার পরীক্ষার্থী। ছাত্রদের পাশের হার 88 শতাংশ এবং ছাত্রীদের পাশের হার 85 শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলের ক্ষেত্রে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে ছিল কালিম্পং এবং এরপর যথাক্রমে ছিল পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়্গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় 693 নম্বর পেয়ে যুগ্মভাবে শীর্ষ স্থান দখল করে দুই পরীক্ষার্থী। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দ্বিতীয় স্থানেও রয়েছে দুজন শিক্ষার্থী। মেধাতালিকায় মোট 114 জন শিক্ষার্থী প্রথম দশে স্থান অধিকার করে নিয়েছে। 

মাধ্যমিক মেরিট লিস্ট 2022 (Madhyamik Merit List 2022) 

মাধ্যমিক 2022 মেধা তালিকায় (WB Madhyamik Merit List 2022) প্রথম থেকে দশম স্থানে মোট 114 জন পরীক্ষার্থীর নাম রয়েছে। 

(WB Madhyamik Result 2022 Merit List) 2022 মাধ্যমিক পরীক্ষার কৃতীদের তালিকা – 

  • প্রথম স্থানে রয়েছে 2 জন, তাদের প্রাপ্ত নম্বর হল 693
  1. অর্ণব ঘড়াই – রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল (বাঁকুড়া)
  2. রৌনক মণ্ডল – বর্ধমান সিএমএস স্কুল (পূর্ব বর্ধমান)
  • দ্বিতীয় স্থানে রয়েছে 2 জন, তাদের প্রাপ্ত নম্বর: 692
  1. কৌশিকি সরকার – আদর্শবাণী অ্যাকাডেমি (মালদহ)
  2. রৌনক মণ্ডল – ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল
  • তৃতীয় স্থানে রয়েছে 2 জন, তাদের প্রাপ্ত নম্বর: 691
  1. অনন্যা দাশগুপ্ত – আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল
  2. দেবশিখা প্রধান – চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর)
  • চতুর্থ স্থানে রয়েছে 4 জন, তাদের প্রাপ্ত নম্বর: 690
  1. অভীক দাস – আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ম হাই স্কুল
  2. অভিষেক গুপ্ত – রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ)
  3. সাগ্নিক কুমার দে – হুগলি কলেজিয়েট স্কুল
  4. শ্রুতর্ষি ত্রিপাঠী – পাঠভবন (কলকাতা)
  • পঞ্চম স্থানে রয়েছে 11 জন, তাদের প্রাপ্ত নম্বর: 689
  1. সৌহার্দ্য সিংহ – বৈরাতিগুড়ি হাই স্কুল (জলাপাইগুড়ি)
  2. দেবদত্তা কুণ্ডু – গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)
  3. ধ্রুবজিৎ সাহা – গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)
  4. আরমান ইশতেয়াগ আলি – মাথাভাঙা হাই স্কুল (কোচবিহার)
  5. আর্জিনি সাহা – মাথাভাঙা হাই স্কুল (কোচবিহার)
  6. অনিন্দ্য সাহা – রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির (উত্তর দিনাজপুর)
  7. সামিয়া ইয়াসমিন – বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  8. জেনিফার রানা – বড় লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুল (বীরভূম)
  9. পৌলমী বেরা – দক্ষিণচক হাই স্কুল (ঝাড়গ্রাম)
  10. শুভ্র দত্ত – গোরাবাজার ইশ্বরচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)
  11. সম্রাট মণ্ডল – টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)
  • ষষ্ঠ স্থানে রয়েছে 6 জন, তাদের প্রাপ্ত নম্বর: 688
  1. নিরুপম দাস – মজেপুর ভারতী বিদ্যামন্দির (হুগলি)
  2. সম্পূর্ণা নন্দী – আরামবাগ গার্লস হাই স্কুল (হুগলি)
  3. সৃজিতা গোস্বামী – বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  4. সৈকত গঙ্গোপাধ্যায় – আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল (পশ্চিম বর্ধমান)
  5. সমতা কুলিয়া – কাঁথি হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  6. প্রতীক মাইতি – মানিকজোড় কামিনীকুমারী হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  • সপ্তম স্থানে রয়েছে 10 জন, তাদের প্রাপ্ত নম্বর: 687
  1. অনন্যা দেব – গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)
  2. সৃজিতা মজুমদার – গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)
  3. সৌগত ঘোষ – বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর)
  4. জ্যোতির্ময় মণ্ডল – বিষ্ণুপুর হাই স্কুল (বাঁকুড়া)
  5. সোহম লায়েক – হরিগ্রাম গোয়েঙ্কা হাই স্কুল (বাঁকুড়া)
  6. রনিত শাহু – মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)
  7. শাশ্বত সিংহ – মালেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ (পশ্চিম মেদিনীপুর)
  8. সিঞ্চন দত্ত – বিবরদা শচীদানন্দ শিক্ষা সদন (বাঁকুড়া)
  9. সায়ন্তন মাইতি – কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন (পূর্ব মেদিনীপুর)
  10. অপূর্ব নস্কর – মজিলপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
  • অষ্টম স্থানে রয়েছে 22 জন, তাদের প্রাপ্ত নম্বর: 686
  1. জুনাইনা পরভিন – সারদা শিশুতীর্থ, সেবক রোড (দার্জিলিং)
  2. রনি বর্মন – গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)
  3. অরুণিমা শিকদার – ইসলামপুর গার্লস হাই স্কুল (উত্তর দিনাজপুর)
  4. ব্রাত্য বসু – বিষ্ণুপুর হাই স্কুল (বাঁকুড়া)
  5. বৃষ্টি পাল – চুঁচুড়া বালিকাবাণী মন্দির (হুগলি)
  6. সৌমদীপ্ত কোনার – নারায়ণপুর আশুতোষ ভবনময়ী হাই স্কুল (হুগলি)
  7. মৃত্যুঞ্জয় মণ্ডল – সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল (বীরভূম)
  8. মধুরিমা দে – নাকরাকোন্ডা হাই স্কুল (বীরভূম)
  9. সৌমাল্য নিয়োগী – বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)
  10. উর্মি মণ্ডল – বাউটিয়া রাধারমণ হাই স্কুল (বীরভূম)
  11. দেবমাল্য নিয়োগী – মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)
  12. শ্রেয়সী ভূঁইয়া – ধনেশ্বরপুর রাখালচন্দ্র বালিকা বিদ্যালয় (পশ্চিম মেদিনীপুর)
  13. অনিমেষ লায়েক – ইঁদপুর গোয়েঙ্কা হাই স্কুল (বাঁকুড়া)
  14. সৌরভী চট্টোপাধ্যায় – রঘুনাথপুর গার্লস হাই স্কুল (পুরুলিয়া)
  15. অভ্র চট্টোপাধ্যায় – পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
  16. ঈশিতা সামন্ত – কেটিপিপি হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  17. সারস্বত গায়েন – হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  18. অনীশ ঘড়াই – বিবেকানন্দ মিশন আশ্রম (পূর্ব মেদিনীপুর)
  19. ফারহান বিশ্বাস – গোরাবাজার ঈশ্বচচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)
  20. সায়ন দেবনাথ – প্রফুল্লনগর বিদ্যামন্দির (উত্তর ২৪ পরগনা)
  21. শাশ্বত নাইয়া – মাজিপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
  22. সোহম পাল – মাজিপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
  • নবম স্থানে রয়েছে 15 জন, তাদের প্রাপ্ত নম্বর: 685
  1. বিশ্বদীপ মণ্ডল – বৈরাটিগুড়ি হাই স্কুল (জলপাইগুড়ি)
  2. স্বরূপ কর্মকার – লটিয়াবনি অঞ্চল হাই স্কুল (বাঁকুড়া)
  3. ব্রিজেশ লোহার – বাঁকুড়া জেলা স্কুল
  4. সৌরথ দে – বর্ধমান টাউন স্কুল
  5. অঙ্কুর ঘোষ – বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল
  6. পায়েল দাস – রায়পুর কাশীনাথ মেমোরিয়াল বালিকা বিদ্যানিকেতন (পূর্ব বর্ধমান)
  7. সুরথ ঘোষ – কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন (পূর্ব বর্ধমান)
  8. মৌদীপ ঘোষ – আলমপুর হরিমোহন হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  9. অনীক বাগদি – বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)
  10. পার্থিব কোটাল – লক্ষ্মীসাগর হাই স্কুল (বাঁকুড়া)
  11. অনুভব সেন – তালডাংরা ফুলবনি হাই স্কুল (বাঁকুড়া)
  12. সোহন শতপথী – সিমলাপাল মদনমোহন হাই স্কুল (বাঁকুড়া)
  13. মেমোরি মিম ইমান – ডোমকল বালিকা বিদ্যাপীঠ (মুর্শিদাবাদ)
  14. স্নেহাশিস চট্টোপাধ্যায় – গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)
  15. দ্বৈপায়ন সাহা – রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন (উত্তর ২৪ পরগনা)
  • দশম স্থানে রয়েছে 40 জন, তাদের প্রাপ্ত নম্বর: 684
  1. সমৃদ্ধি দে – আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল
  2. বিতান চক্রবর্তী – কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ
  3. রূপম বর্মন – তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুল (কোচবিহার)
  4. অমৃতাভ পাল – তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুল (কোচবিহার)
  5. সায়ন্তিকা বর্মন – গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)
  6. রাইফা তমন্না – মাথাভাঙা গার্লস হাই স্কুল (কোচবিহার)
  7. নাফিসা হোসেন – মাথাভাঙা গার্লস হাই স্কুল (কোচবিহার)
  8. মহম্মদ ফইজ মাসুদ – বেদরাবাদ হাই স্কুল (মালদহ)
  9. শুভ্রজিৎ বিশ্বাস – রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ)
  10. প্রত্যুষা কুণ্ডু – বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল
  11. সৌমিক ধবল – বাঁকুড়া জেলা স্কুল
  12. ঋতব্রত দাস – হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল
  13. সৌরদীপ গুছাইত – চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির
  14. মহম্মদ শাহিদ – আরামবাগ হাই স্কুল (হুগলি)
  15. সৌনক বন্দ্যোপাধ্যায় – বর্ধমান সিএমএস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  16. শেখ আজাদ – বুজরুকদিঘি হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  17. অঙ্কন ঘোষ – কালনা অম্বিকা মহিষমর্দিনী হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  18. নীলাদ্রি মণ্ডল – সোন্দলপুর বৃন্দাদেবী বিদ্যামন্দির (পূর্ব বর্ধমান)
  19. সোহম কোনার – মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল (পূর্ব বর্ধমান)
  20. সানন্দা রায় – নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল (বীরভূম)
  21. আফরিন খাতুন – কবি নজরুল শিক্ষা নিকেতন হাই স্কুল (মালদহ)
  22.  সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় – বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)
  23. সৌম্য মণ্ডল – চাতরা গনেশলাল হাই স্কুল (বীরভূম)
  24. অয়নকুমার পাল – রাধামোহনপুর বিবেকানন্দ হাই স্কুল (পশ্চিম মেদিনীপুর)
  25. অরিত্র মণ্ডল – ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন
  26. অনুষ্কা পাহাড়ি – কন্টাই হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  27. প্রত্যুষা মিশ্র – কন্টাই হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  28. অর্ঘ্যদীপ মাইতি – কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন (পূর্ব মেদিনীপুর)
  29. সৌম্যদীপ গিরি – জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  30. শৌনক প্রামাণিত – তমলুক হ্যামিল্টন হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  31. আলেখ্য বাড় – তমলুক হ্যামিল্টন হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  32. তনিষ্ঠা দাস – তমলুক রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  33. সৌমদীপ শেঠ – কাণ্ডপশরা দেশপ্রাণ হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
  34. সুকন্যা দেবনাথ – রানাঘাট ব্রজবালা গার্লস হাই স্কুল (নদিয়া)
  35. সোহম বিশ্বাস – গোবরডাঙা খাঁটুরা হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)
  36. কয়াল দাস – হাবড়া কামিনীকুমার গার্লস হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)
  37. বর্ণিতা সাহা – জনপ্রিয় হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
  38. মোনালিসা পরভিন – জটা নগেন্দ্রপুর হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
  39. ভাস্বতী আদক – হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয় (দক্ষিণ ২৪ পরগনা)
  40. সাত্ত্বিক সরকার – হাওড়া জেলা স্কুল

মাধ্যমিক মেধাতালিকা 2023  (West Bengal Madhyamik Merit List 2023) : কীভাবে দেখবে?

পর্ষদের দ্বারা কোনো মাধ্যমিক মেধা তালিকা ঘোষণা করা হয় না। তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো মেধা তালিকা উপলব্ধ নয় । পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করার সময় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তালিকা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেয় এবং সংবাদ মাধ্যম থেকে কৃতী ছাত্রছাত্রীদের নাম ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানা যায়। সুতরাং মাধ্যমিক মেরিট লিস্ট 2023 সম্বন্ধে জানার জন্য পরীক্ষার্থীদের সংবাদ মাধ্যমে নজর রাখতে হবে। 

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (West Bengal Madhyamik Routine 2023)

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার 2023 এর রুটিন সম্পর্কে জেনে নাও। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। ২০২৩ মাধ্যমিক রুটিন নিচে দেওয়া হয়েছে।

দিন পরীক্ষার তারিখ বিষয়
বৃহস্পতিবার ফেব্রুয়ারি 23, 2023 প্রথম ভাষা
শুক্রবার ফেব্রুয়ারি 24, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার ফেব্রুয়ারি 25, 2023 ভূগোল
সোমবার ফেব্রুয়ারি 27, 2023 ইতিহাস
মঙ্গলবার ফেব্রুয়ারি 28, 2023 জীবনবিজ্ঞান
বৃহস্পতিবার মার্চ 2, 2023 গণিত
শুক্রবার মার্চ 3, 2023 ভৌতবিজ্ঞান
শনিবার মার্চ 4, 2023 ঐচ্ছিক বিষয়

শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য মাধ্যমিক 2023 এর রুটিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। 

১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি

২। দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হয়), বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হয়)

মাধ্যমিক মেরিট লিস্ট 2023 সম্পর্কিত FAQs  (West Bengal Madhyamik Merit List 2023 FAQs):  

মাধ্যমিক মেরিট লিস্ট সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. Madhyamik 2022 রেজাল্ট ও মেধা তালিকা কবে ঘোষণা করা হয়েছে ?

Ans: মাধ্যমিক 2022 রেজাল্ট ও মেধা তালিকা জুন 3, 2022 তারিখে ঘোষণা করা হয়েছে। বিশদে জানতে আমাদের এই নিবন্ধটি পড়ো।

Q.2 মাধ্যমিক মেধা তালিকা কীভাবে দেখব?

Ans: পর্ষদের দ্বারা কোনো মেধা তালিকা ঘোষণা করা হয় না। তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো মেধা তালিকা উপলব্ধ নয় । পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করার সময় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তালিকা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেয় এবং সংবাদ মাধ্যম থেকে কৃতী ছাত্রছাত্রীদের নাম ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানা যায়। সুতরাং মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা সম্বন্ধে জানার জন্য পরীক্ষার্থীদের সংবাদ মাধ্যমে নজর রাখতে হবে। 

Q.3. 2022 মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় এবারে কতজনের নাম ছিল?

Ans: 2022 মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে মোট 114 জন পরীক্ষার্থীদের নাম ছিল।

Q.4. মাধ্যমিক 2023 পরীক্ষা কবে থেকে শুরু হবে?

Ans: WBBSE এর ঘোষণা অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারী 23, 2023 থেকে শুরু হবে এবং মার্চ 4, 2023 তারিখে শেষ হবে।

Q.5. West Bengal Board মাধ্যমিক পরীক্ষার রুটিন কোথা থেকে ডাউনলোড করব?

Ans: এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং এটা শিক্ষার্থীরা ডাউনলোড করেও রাখতে পারবে। এছাড়া  WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in  থেকেও মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে।

Q.6. মাধ্যমিক পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?

Ans: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল wbbse.org। 

এই নিবন্ধে মাধ্যমিক মেরিট লিস্ট 2023 (West Bengal Madhyamik Merit List 2023) সম্পর্কে   আলোচনা করা হয়েছে যা সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে। আশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। 

মাধ্যমিক মেরিট লিস্ট 2023 সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো