
মাধ্যমিক রুটিন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 12, 2022পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। প্রত্যেক পরীক্ষার মতন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয় যা পর্ষদ দ্বারা নির্ধারণ করা হয়। সেই নিয়ম অনুসরণ করেই পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয় এবং পর্ষদই মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, ধরন, ইত্যাদি নির্ধারন করে। এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার যোগ্যতার মানদণ্ড 2023 (WBBSE Eligibility Criteria 2023) বিষয়ে আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) পরীক্ষার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার মানদণ্ড (Madhyamik Exam Eligibility criteria) নির্ধারণ করেছে যার উপর নির্ভর করে যে একজন দশম শ্রেণীর শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। এই বিভাগে সেই যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় (2023 Madhyamik Examination) বসার যোগ্য হওয়ার জন্য (রেগুলার) শিক্ষার্থীদের (Regular Candidates) অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি (Eligibility) পূরণ করতে হবে-
অসুস্থতা বা কোনও গুরুত্বপূর্ণ কারণে কোনও শিক্ষার্থীর অ্যাটেনডেন্সে যদি 25 শতাংশ ঘাটতি থাকে তাহলে পর্ষদ দ্বারা নির্ধারিত ফি দিয়ে তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে।
50 শতাংশের নিচে অ্যাটেনডেন্স থাকলে কোনও শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি সাধারণত দেওয়া হয় না। তাদেরকে আবার পরবর্তী শিক্ষাবর্ষে দশম শ্রেণীর ক্লাস করতে হবে এবং পরের বছর পরীক্ষায় বসার জন্য তাকে অন্তত ন্যূনতম শতাংশ অ্যাটেনডেন্স অর্জন করতে হবে।
সাধারণত, পর্ষদ দ্বারা এই পূর্বশর্তগুলি অনুসরণ করেই একজন পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। তবে পরিস্থিতির উপর নির্ভর করে পর্ষদ এই নিয়মগুলিকে পুনর্বিবেচনা করতে পারে।
একজন পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি পর্ষদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে পারে –
এই রকমের কোনও পরিস্থিতি হলে আগে পরীক্ষার্থীকে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তারপরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত জানাবে।
পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলির দশম শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসার (WB Madhyamik Examination) উপযুক্ত। রেজিস্ট্রেশন করার জন্য বোর্ডের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই এবং তত্ত্বাবধানেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক শিক্ষার্থীকে একটি রেজিস্ট্রেশন কার্ড (Madhyamik REgistration Card) বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Madhyamik Registration Certificate) দেওয়া হবে যাতে প্রত্যেক শিক্ষার্থীর একটি পৃথক রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে।
রেগুলার পরীক্ষার্থীদের (Regular candidates) জন্য, সাধারণত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ দ্বারাই মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়। কোনও রকম ভুল যাতে না হয় তাই পরীক্ষার্থীদের উচিত স্কুল কর্তৃপক্ষের নির্দেশনায় আবেদনপত্র পূরণ করা। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্মের তথ্য পরে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয়। সুতরাং রেজিস্ট্রেশন ফর্ম অত্যন্ত সতর্কভাবে পূরণ করতে হবে। শুধুমাত্র যে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে তারাই সময় মতো তাদের অ্যাডমিট কার্ড পাবে যা তাদেরকে মাধ্যমিক পরীক্ষার জন্য উপযুক্ত করে তুলবে।
প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণত তাদের বোর্ডের কাছে রেজিস্ট্রেশন ফর্মের জন্য অনুরোধ বা আবেদন করতে হবে। প্রাইভেট বা ডিস্টেন্সে পড়ছে এমন শিক্ষার্থীরা পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে পারবে। তাই শিক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্রের (examination centres) সাথে যোগাযোগ রাখতে হবে।মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সমস্ত বিভাগের শিক্ষার্থীদের আবেদনপত্র পূরণ করে স্কুল বা পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকের কাছে নির্ধারিত ফি জমা দিতে হবে।
মাধ্যমিক পরীক্ষার যোগ্যতার মানদণ্ড 2023 (West Bengal Madhyamik Eligibility Criteria 2023) : মাধ্যমিক পরীক্ষার হাইলাইটস 2023
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) 2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন (WB Madhyamik Exam Routine 2023) ঘোষণা করে দিয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিভগে মাধ্যমিক 2023 রুটিন নিচের তালিকায় দেখানো হয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার তারিখ এবং সময় জেনে রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে।
WB মাধ্যমিক পরীক্ষা 2023 বিবরণ
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) (WBBSE) |
---|---|
শিক্ষাবর্ষ | 2022-2023 |
পরীক্ষার নাম | WBBSE মাধ্যমিক পরীক্ষা / West Bengal Madhyamik Pariksha |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | ফেব্রুয়ারি 23, 2023 |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | মার্চ 4, 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | wbbse.org |
2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (WB Madhyamik Routine 2023) নিবন্ধটি পড়ো।
Q.1. মাধ্যমিক পরীক্ষার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার ?
Ans: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে যার উপর নির্ভর করে যে একজন দশম শ্রেণীর শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কিনা। মাধ্যমিক পরীক্ষার যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।
Q.2. Madhyamik পরীক্ষায় বসার জন্য কত শতাংশ অ্যাটেনডেন্স থাকতে হবে?
Ans: মাধ্যমিক 2023 পরীক্ষায় বসার জন্য দশম শ্রেণীর শিক্ষাবর্ষের মোট ক্লাসের 75 শতাংশ উপস্থিতি/ অ্যাটেনডেন্স (attendance) থাকতে হবে।
Q.3. দশম শ্রেণীতে 75 শতাংশ অ্যাটেনডেন্স না থাকলে কী হবে?
Ans: মাধ্যমিক 2023 পরীক্ষায় বসার জন্য দশম শ্রেণীতে মোট ক্লাসের 75 শতাংশ উপস্থিতি/ অ্যাটেনডেন্স (attendance) থাকা বাধ্যতামূলক। অসুস্থতা বা কোনও গুরুত্বপূর্ণ কারণে কোনও শিক্ষার্থীর অ্যাটেনডেন্সে যদি 25 শতাংশ ঘাটতি থাকে তাহলে পর্ষদ দ্বারা নির্ধারিত ফি দিয়ে সে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। 50 শতাংশের নিচে অ্যাটেনডেন্স থাকলে কোনও শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
Q.4. মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হয়ে গেলেই কী আমি পরীক্ষায় বসতে পারব?
Ans: না, শুধু রেজিস্ট্রেশন হয়ে গেলেই একজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। মাধ্যমিক পরীক্ষায় বসার উপযুক্ত হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার প্রয়োজন যেমন, 75 শতাংশ অ্যাটেন্ডেন্স, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ইত্যাদি। বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি পড়ো।
Q.5. মাধ্যমিক অ্যাডমিট কার্ড 2023 কবে দেওয়া হবে ?
Ans: মাধ্যমিক 2023 পরীক্ষা শুরু হওয়ার 15-20 দিন আগে মাধ্যমিক অ্যাডমিট কার্ড 2023 দেওয়া হবে।
Q.6. Madhyamik Exam registration certificate কবে দেওয়া হবে ?
Ans: WBBSE মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পরীক্ষার আগে বোর্ড দ্বারা নির্ধারিত সময়ে স্কুলের মাধ্যমে দেওয়া হবে।
Q.7. ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?
Ans: WBBSE এর ঘোষণা অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারী 23, 2023 থেকে শুরু হবে।
Q.8. মাধ্যমিকের 2023 রুটিন কোথা থেকে ডাউনলোড করব?
Ans: WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে। অথবা মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 নিবন্ধটি পড়ো।
Q.9. 2023 এ কি মাধ্যমিক Test পরীক্ষা হবে?
Ans: হ্যাঁ, 2023 সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়া হবে।
Q.10. বিষয়ভিত্তিক মাধ্যমিক 2023 syllabus কোথা থেকে ডাউনলোড করব ?
Ans: আলাদা আলাদা বিষয়ের সিলেবাস জানার জন্য school.banglarshiksha.gov.in – এই লিঙ্কে ক্লিক করো এবং সিলেবাস / পাঠ্যসূচি বিকল্পে ক্লিক করে নিজের মিডিয়াম, ক্লাস এবং বিষয় উল্লেখ করে প্রত্যকটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস দেখো।
Q.11. WB Board এর মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত?
Ans: WBBSE মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য পাস নম্বর এবং মোট নম্বর 25%। প্রতিটি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে একজন পরীক্ষার্থীকে মোট 25 নম্বর পেতে হবে ।
Embibe-এর বিষয় বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গ বোর্ড দশম শ্রেণীর (West Bengal Board Class 10) প্রতিটি অধ্যায়ের টপিকগুলোর উপর অসাধারণ ইন্টার্যাক্টিভ 3D লার্নিং ভিডিও তৈরি করেছেন যা শিক্ষার্থীদের অবশ্যই ভালো লাগবে। পার্সোনালাইজড লার্নিং অভিজ্ঞতা লাভ করার জন্য আজই Embibe অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করো।
এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষায় যোগ্যতার মানদণ্ড 2023 (West Bengal Madhyamik Eligibility Criteria 2023) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
মাধ্যমিক পরীক্ষার যোগ্যতার মানদণ্ড 2023 (West Bengal Madhyamik Eligibility Criteria 2023) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।
Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।