![মাধ্যমিক সিলেবাস 2023: বিস্তারিতভাবে জেনে নাও [Details]](https://exams-assets.embibe.com/exams/wp-content/uploads/2021/10/23042209/thumnail-placeholder-1.png)
মাধ্যমিক সিলেবাস 2023: বিস্তারিতভাবে জেনে নাও [Details]
August 12, 2022পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) সভাপতি, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনেই মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (2023 Madhyamik Routine) ঘোষণা করেছেন।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) বছরে একবার মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ এবং আপডেট করে। তাই শিক্ষার্থীদের নিয়মিতভাবে WBBSE অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা উচিত। এই নিবন্ধে ২০২৩ সালের মাধ্যমিক রুটিন (Madhyamik Routine 2023 ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা এই নিবন্ধটি পড়ে মাধ্যমিক 2023 পরীক্ষার সম্পূর্ণ রুটিন (Madhyamik Examination 2023 full routine) জেনে নিতে পারবে এবং তাদের প্রয়োজনে ডাউনলোডও করে রাখতে পারে।
নিচের টেবিল থেকে মাধ্যমিক 2023 কবে শুরু হবে তার সম্বন্ধে দ্রুত জেনে নেওয়া যাক।
পরীক্ষার নাম | WBBSE মাধ্যমিক পরীক্ষা 2023 ( WBBSE Madhyamik examination 2022-2023 ) |
---|---|
পরিচালনাকারী বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ( West Bengal Board Of Secondary Education ) |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | ফেব্রুয়ারি 23, 2023 |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | মার্চ 4, 2023 |
পরীক্ষার সময় | 11.45 a.m. থেকে 3 p.m. |
অফিসিয়াল ওয়েবসাইট | wbbse.org |
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষার রুটিন (WB Madhyamik Exam Date 2023) ঘোষণা করে দিয়েছে। এই নিবন্ধ থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। শিক্ষার্থীরা প্রত্যেকটা পরীক্ষার তারিখ এবং সময় এখান থেকে জেনে নিতে পারবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে নিচের তালিকায় দেওয়া রয়েছে।
দিন | পরীক্ষার তারিখ | বিষয় |
---|---|---|
বৃহস্পতিবার | ফেব্রুয়ারি 23, 2023 | প্রথম ভাষা |
শুক্রবার | ফেব্রুয়ারি 24, 2023 | দ্বিতীয় ভাষা |
শনিবার | ফেব্রুয়ারি 25, 2023 | ভূগোল |
সোমবার | ফেব্রুয়ারি 27, 2023 | ইতিহাস |
মঙ্গলবার | ফেব্রুয়ারি 28, 2023 | জীবনবিজ্ঞান |
বৃহস্পতিবার | মার্চ 2, 2023 | গণিত |
শুক্রবার | মার্চ 3, 2023 | ভৌতবিজ্ঞান |
শনিবার | মার্চ 4, 2023 | ঐচ্ছিক বিষয় |
শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য রুটিন (WB Madhyamik Exam Date 2023) খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি
২। দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হয়), বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হয়)
West Bengal Board Madhymik রুটিন (WB Madhyamik Exam Date 2023) কীভাবে ডাউনলোড করতে হবে তা ধাপে-ধাপে দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড (West Board Madhyamik Routine 2023 Download) করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করো:
শিক্ষার্থীরা উপরের ডান দিকের ডাউনলোড (down arrow) বিকল্পটি ব্যবহার করে এটি ডাউনলোড বা প্রিন্ট আউট বিকল্পে ক্লিক করে প্রিন্ট আউট করে রাখতে পারে যা ভবিষ্যতে তাদের কাজে লাগতে পারে।
2023 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক 2023 পরীক্ষার রুটিনে যা যা উল্লেখ করা হয়েছে তা হল:
এই বিভাগে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE), মাধ্যমিক পরীক্ষা 2023 এর জন্য যে সময়সূচি ঘোষণা করেছে তাতে উল্লেখিত ঐচ্ছিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা রুটিন (West Bengal Madhyamik Routine 2023) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:
Q.1.মাধ্যমিক 2023 পরীক্ষার রুটিন PDF কীভাবে ডাউনলোড করব?
Ans: এই নিবন্ধে মাধ্যমিক 2023 এর রুটিন কীভাবে ডাউনলোড করতে হবে ব্যাখা করা আছে। জানার জন্য নিবন্ধটি পড়ো।
Q.2. ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?
Ans: WBBSE এর ঘোষণা অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি 23, 2023 থেকে শুরু হবে।
Q.3. 2023 এ কি মাধ্যমিক Test পরীক্ষা হবে?
Ans: হ্যাঁ, 2023 সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়া হবে।
Q.4. 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় কি শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার পরীক্ষা হবে?
Ans: হ্যাঁ, WBBSE খুব শীঘ্রই শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার সময়সূচি 2023 ঘোষণা করবে।
Q.5. West Bengal board মাধ্যমিক পরীক্ষার রুটিন কোথা থেকে ডাউনলোড করব?
Ans: এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং এটা শিক্ষার্থীরা ডাউনলোড করেও রাখতে পারবে। এছাড়া WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকেও মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে।
Q.6. অপশনাল ইলেক্টিভ বিষয় কোনগুলো?
Ans: যে বিষয়টি তুমি নিজে নির্বাচন করে নিয়েছ সেটাই ‘অপশনাল ইলেক্টিভ বিষয়’। অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয় তুমি তোমার পছন্দ অনুসারে পড়তে পারো এবং সেটাই হবে তোমার ইলেক্টিভ পেপার।
Q.7. মাধ্যমিক পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?
Ans: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল wbbse.org।
Q.8. মাধ্যমিক পরীক্ষায় কতক্ষণ সময় দেওয়া হবে?
Ans:মাধ্যমিক পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল 11টা 45মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে।
মাধ্যমিক রুটিন 2023 ( WB Madhyamik Exam Date 2023 ) সম্পর্কে তোমাকে বিশদে জানানো হয়েছে। Embibe তোমাকে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেও সাহায্য করবে। মাধ্যমিকের গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলির উপর অসাধারণ 3D ভিডিও দেখো।
আশা করি মাধ্যমিক রুটিন 2023 ( West Bengal Madhyamik Routine 2023 ) এর উপর এই বিস্তারিত নিবন্ধটির সাহায্যে তোমাকে সাহায্য করতে পারলাম। এই বিষয়ে কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করব।
মাধ্যমিক রুটিন 2023 ( West Bengal Madhyamik Routine 2023 ) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য embibe.com এর সাথে যুক্ত থাকো।
Embibe এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।